টার্গেট ডিসেম্বর সিজন-৩ || ২০ স্টিম পাওয়ার আপ || ১০% পে-আউট লাজুক খ্যাক-কেsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। টার্গেট ডিসেম্বর সিজন ৩ তে অংশগ্রহণ করছি, এখানে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি মনে করি আমাদের সকলেরই পাওয়ার আপ করে নিজেদের শক্তি বৃদ্ধি করা উচিত, পাওয়ার আপ এর মাধ্যমে আমরা নিজেদের অবস্থানকে আরো শক্ত করতে পারি, আমি আশা করছি এখন থেকে প্রতি সপ্তাহে পাওয়ার আপ করে নিজের শক্তি বৃদ্ধি করব এবং নিজের শক্ত অবস্থান তৈরি করব তাই আমি সকলকে বলবো আপনারাও নিজের অবস্থান শক্ত করুন পাওয়ার আপ এর মাধ্যমে।

আমরা যদি প্রতি সাপ্তাহে অল্প অল্প করে পাওয়ার আপ করি তাহলে একসময় এটাও বিশাল আকার ধারণ করবে তাই আমি সকলকে বলব আপনার প্রতি সাপ্তাহে অল্প অল্প করে পাওয়ার আপ করে নিজের শক্তি বৃদ্ধি করেন। আজকেও আমি ২০ স্টিম পাওয়ার আপ করেছি এই কমিউনিটিতে এটাই আমার ১৭ তম পাওয়ায় আপ পোষ্ট, এবং টার্গেট ডিসেম্বর সিজন ৩ এর প্রথম পোস্ট, ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতি সাপ্তাহে এভাবে পাওয়ার আপ পোষ্ট করার জন্য।

jpg_20230112_124023_0000.jpg

পাওয়ার আপ এর প্রক্রিয়া
  • পাওয়ার আপ করার আগে আমার ২,১৯৬.৩৬৪ স্টিম পাওয়ার ছিল।

SmartSelect_20230112_121701_Chrome.jpg

  • এরপর আমি ২০ স্টিম পাওয়ার আপ করলাম।

SmartSelect_20230112_121728_Chrome.jpg

  • পাওয়ার আপ করার পরে আমার ২,২১৬.৩৬৬ স্টিম পাওয়ার হয়েছে।

SmartSelect_20230112_121815_Chrome.jpg

  • সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এভাবেই সবসময় আমার পাওয়ার বৃদ্ধি করতে পারি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

image.png

আন্তরিক শুভেচ্ছা
@aflatunn

Sort:  
 2 years ago 

নিজের সক্রিয়তা বৃদ্ধি করার এখনি বড় সময় সুযোগ। চাইলে এখন খুব সহজেই আপনি অনেক পাওয়ার বৃদ্ধি করতে পারেন এভাবে। যেহেতু স্টিমের প্রাইস কম সেই ক্ষেত্রে বড় সুযোগ। আর এভাবে পাওয়ার বৃদ্ধি করা আমাদের সকলের একান্ত প্রয়োজন।

 2 years ago 

২০ স্টিম পাওয়ার আপ করার মাধ্যমে খুবই চমৎকারভাবে আপনার সক্ষমতা বৃদ্ধি করে নিলেন আপু। এ ধরনের প্লাটফর্মে দীর্ঘমেয়াদি ভাবে টিকে থাকার জন্য আমাদের সকলেরই উচিত নিজেদের সক্ষমতা যতটা সম্ভব বৃদ্ধি করে নেয়া। এরই মধ্য দিয়ে আপনি ২২১৬ স্টিম পাওয়ারে পৌছে গেলেন।

 2 years ago 

টার্গেট ডিসেম্বর সিজন৩ সামনে রেখে আপনি ২০ স্টিম পাওয়ার বৃদ্ধি করেছেন। তবে পাওয়ার বৃদ্ধির ক্ষেত্রে নির্দিষ্ট একটি টার্গেট থাকলে সেটা বেশি ভালো হয়। আশা করি পরবর্তী পোস্টে আপনার যে টার্গেট রয়েছে সেটা জানিয়ে দিবেন।

 2 years ago 

টার্গেট ডিসেম্বর সিজন ৩ তে অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো আপু। আপনি ২০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আরো এক ধাপ এগিয়ে গেলেন। আশা করি এভাবেই এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

২০ স্টিম পাওয়ার আপ করেছেন দেখে ভালো লাগলো আপু। নতুন বছরে আপনি আপনার লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাচ্ছেন দেখে অনেক খুশি হলাম। নতুন বছরের নতুন লক্ষ্য নির্ধারণের মাধ্যমেই নিজের লক্ষ্যে পৌঁছান এই প্রত্যাশাই করি। অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

স্টিমিটে এগিয়ে যেতে হলে পাওয়ার আপ সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা পাওয়ার আপকে ভালোবাসি। আপনি দেখতে দেখতে ২২১৬ এসপি অর্জন করে ফেলেছেন আপু। এভাবেই এগিয়ে যেতে থাকুন। দোয়া রইল।

 2 years ago 

একাউন্টঃ @aflatunn
পাওয়ার বৃদ্ধিঃ =0.910747%

 2 years ago 

আপনি ঠিক বলছেন পাওয়ার আপ করে নিজের অবস্থান শক্ত করতে হবে তাহলেই ভালোভাবে কমিউনিটিতে কাজ করা যাবে।আপনি কন্টিনিউ করবেন পাওয়ার আপ করা শোনে বেশ ভাল লেগেছে।অসংখ্য ধন্যবাদ আপনি ২০ স্টিম পাওয়ার আপ করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

পাওয়ার আপ আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য এর বিকল্প কিছুই নেই। আপনার পাওয়ার আপের পোষ্ট দেখে ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60270.61
ETH 2411.66
USDT 1.00
SBD 2.43