একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট।।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট। অনেক দিন হয়ে গেল ম্যান্ডেলা আর্ট করা হয়না।তাই ভাবলাম আজকে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করি। মেয়ের জন্য খুব একটা বসতে পারিনা।ওকে ঘুম পরিয়ে একটু সময় বের করেছি।যারা আর্ট প্রেমী তাদের কাছে ভালো লাগবে।আর্ট করতে আমি ভীষন ভালো বাসি।তাই আর্ট করতে পারি আর না পারি আমি চেষ্টা করি। হয়তো খুব ভালো আর্ট পারিনা,কিন্তু যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি,এবং তা আপনাদের মাঝে তুলে ধরি।
আমি এই আর্টের প্রত্যেকটা ধাপ আপনাদের মাঝে ভালোভাবে তুলে ধরব।

তাহলে শুরু করা যাক

IMG-20230208-WA0007.jpg

IMG-20230208-WA0010.jpg

আর্ট টি করার জন্য আমার যা যা প্রয়োজনঃ
  • সাদা কাগজ।
  • জেল পেন
প্রথম ধাপ:
  • প্রথমে আমি স্কয়ার সে একটি ঘর এঁকে নেব। এবং ভিতরে আরও ছোট ছোট দুটি এঁকে নেব।

GridArt_20230205_190803585.jpg

দ্বিতীয় ধাপ:
  • এরপর আমি একেবারে ভিতরে একটি ফুল একে নেব। এবং ফুলের ভিতরে ডিজাইন করা শুরু করব।
    GridArt_20230205_190905847.jpg
তৃতীয় ধাপ:
  • এরপর অন্য ঘর গুলোর ভিতরে ডিজাইন করে নেব।

GridArt_20230205_190927189.jpg

চতুর্থ ধাপ:
  • এরপর আমি অন্য আরেকটি ঘরে ডিজাইন করা শুরু করব।

GridArt_20230205_191020367.jpg

পঞ্চম ধাপ:
  • এরপর আমি সে ঘরে আর একটু ডিজাইন করে নিব।

GridArt_20230205_191043716.jpg

সর্বশেষ ধাপ:
  • এরপর আমি আরও একটু ডিজাইন করে সম্পূর্ণ ডিজাইনটি শেষ করে নেব।

GridArt_20230205_191100122.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Sort:  
 3 years ago 

বাসায় ছোট বাচ্চা থাকলে কোন কাজ করা সত্যিই অনেক সমস্যার হয়ে যায়। বিশেষ করে আর্ট করতে বসলে আরো বেশি সমস্যা হয়। ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লাগে এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অনেক সুন্দর ভাবে আর্ট করেছেন আপু। দেখে ভালো লাগলো। ডিজাইনটাও বেশ সুন্দর হয়েছে।

 3 years ago 

চেষ্টা করেছি আপু সকল সমস্যার মধ্য দিয়েও একটি সুন্দর মেন্ডেলা আর্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনার ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ম্যান্ডেলাটি সিম্পল হলেও এর পেছনে অনেক কাজ করতে হয়েছে আপনার তা বুঝাই যাচ্ছে। আমি এমন ম্যান্ডেলা পারিনা আঁকতে। তবে আপনার আর্ট অনেক ভালো লাগলো। শুভেচ্ছা রইলো আপু।

 3 years ago 

চেষ্টা করেছি ভাইয়া সিম্পল একটি মেন্ডেলা আর্ট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর ভালো লেগেছে শুনে খুবই ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

মেন্ডেলা আর্ট দেখেই বোঝা যাচ্ছে অনেক পরিশ্রম করেছেন। খুবই সুন্দর হয়েছে আপু মাঝখানে থাকা ফুলের সৌন্দর্য এই আর্ট আরো পরিপূর্ণ করেছে। আসলে আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। এগিয়ে যান আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ভাইয়া যতই পরিশ্রম হোক না কেন আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখলে সকল পরিশ্রমই সার্থক হয়েছে বলে মনে হয় এবং আরো অনেক পরিশ্রম করার উৎসাহ পাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য করার জন্য, আপনার জন্যও রইল শুভকামনা।

 3 years ago 

আপনার ম্যান্ডেলা আর্টটি খুবই সুন্দর হয়েছে। এই আর্টটি বালিশের কাভারে কিংবা কুশন কাভার আর্ট করে সেলাই কিংবা হ্যান্ডপেইন্ড করলে অনেক সুন্দর লাগবে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর একটি কথা বলেছেন আসলেই বালের কিংবা কঠিন এর কভারে এই আটটি করলে অনেক সুন্দর দেখাবে, চেষ্টা করব পরবর্তীতে বালিশ কিংবা কুশন কভার করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি সিম্পল মেন্ডেলা আর্ট করেছেন। এটা দেখতে সিম্পল হলেও এটা করতে মনে হয় অনেক সময় লেগেছে। আপনি অনেক ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু অনেক সময় এবং দরজার প্রয়োজন হয়েছে এই আর্ট তৈরি করার জন্য তবে আপনাদের সুন্দর মন্তব্য দেখে খুবই ভালো লাগছে এবং অনেক উৎসাহ পাচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আমি অবাক হলাম আপনি এই ম্যান্ডেলা কে সিম্পল ম্যান্ডেলা বললেন তাই। কারণ এটি এত গর্জিয়াস কাজের মাধ্যমে ম্যান্ডেলাটি তৈরি করেছেন আমার কাছে মোটেও সিম্পল মনে হচ্ছে না,বরং অনেক গর্জিয়াসই মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে খুব গর্জিয়াস একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে উপস্থিত করার জন্য।

 3 years ago 

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে আমার মেন্ডেলা আর্টের প্রশংসা করার জন্য, দোয়া করবেন ভাইয়া সামনে যেন আরো সুন্দর সুন্দর আর্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি।

 3 years ago 

জি আপু অবশ্যই আশা করব আরো ভালো ভালো আর্ট উপহার দিবেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার মেন্ডেলা আইডি খুবই সুন্দর হয়েছে। ধাপগুলো এত সুন্দর করে বুঝিয়েছেন এগুলো দেখে আসলেই সিম্পল ভাবে এরকম একটি মেন্ডেল আর্ট করে ফেলা যাবে। এমন একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আপনি ঠিক কিছু বলেছেন চেষ্টা করেছি সহজ ভাবে ধাপগুলো দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলেই আপনি আকতে পারবেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছেন। সত্যিই এই অংকনটি দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর ভাবে ম্যান্ডেলা চিত্র করেছেন,যা দেখে খুবি ভালো লেগেছে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আমার ম্যান্ডেলা চিত্রাঙ্গন এর মধ্য দিয়ে আপনাকে মুগ্ধ করতে পেরে আমি সত্যি আনন্দিত, দোয়া করবেন ভাইয়া সামনে যেন আরো মনোমুগ্ধকর চিত্রাংকন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাচ্চাদেরকে নিয়ে কাজ করা অনেক ঝামেলার আপু।যখন ওরা ঘুমায় তখন একটু কাজ শান্তি ভাবে করা যায়।অনেকদিন পর সুন্দর একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট টি দেখতে সিম্পল হলেও অসাধারণ ছিল দেখতে অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন বাচ্চাদেরকে নিয়ে কাজ করা আসলে অনেক ঝামেলার তবে ওরা যখন ঘুমায় তখন আসলে সব সময় কাজ করার মন-মানসিকতা কিংবা সময় থাকে না তারপরও সকল বাধা পেরিয়ে চেষ্টা করি সুন্দর কিছু আপনার সাথে শেয়ার করার জন্য, আপনার সুন্দর মন্তব্য দেখে খুবই ভালো লাগলো।

 3 years ago 

আপু আপনি দারুন একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। সুন্দর হয়েছে। এ রকম ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময়ের দরকার হয়। আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন এরকম মেন্ডেলা আর্ট করতে আসলেই অনেক সময় দরকার হয় তবে যতই সময় লাগুক না কেন সকলের প্রশংসা দেখে খুবই ভালো লাগে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.033
BTC 114481.88
ETH 4292.34
SBD 0.86