ঈদের শপিং এর সুন্দর কিছু মুহূর্ত।।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন?? আশা করি সবাই বেশ ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। বন্ধুরা প্রতিবারের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। বেশ কিছুদিন ধরে আমি খুবই ব্যস্ত, যার কারণে আমি একটি হতে পারছি না এবং রেগুলার কাজ করতে পারছি না। তারপরও চেষ্টা করছি মাঝে মাঝে পোস্ট করে যাওয়ার জন্য।যাইহোক যেহেতু সামনে ঈদ তাই ঈদ নিয়েই সকল ব্যস্ততা। মেহমান রোজা সব মিলি য়ে খুবই ব্যস্ত সময় কাটছে।

Screenshot_20230419-181219_Collage Maker - GridArt.jpg

আজকে আমি পোস্ট করব ঈদের শপিং নিয়ে। যেহেতু সামনে তাই সবারই এখন শপিংয়ের মুহূর্ত। এত রোদ এত ভীড় যে বাজারে যেতে ইচ্ছে করছিল না। কিন্তু মেয়ে তো নতুন জামা নতুন জামা করে জীবন দিয়ে দিচ্ছে। তাই সবকিছু অপেক্ষা করে বেরিয়ে গেলাম একদিন।

20230322_120248.jpg

গিয়ে কতক্ষণ খোঁজাখুঁজি করছিলাম জামা। কিন্তু পছন্দ হচ্ছিল না। এবারে মার্কেটের অবস্থা খুবই খারাপ সবকিছুই দাম অতিরিক্ত। তারউপর মানেও খুব ভালো ছিলনা। যাইহোক প্রথমেই মেয়ের জন্য জামা কিনে নিলাম।

20230322_120239.jpg

লাল রংয়ের টুকটুকে এবং প্রজাপতি বসানো থাকার কারণে মেয়ের বেশি পছন্দ হয়েছে। ওতো দোকানে একেবারে পরেই ফেলছিল জামাটা।

IMG-20230419-WA0002.jpg
এরপর আমার জন্য জামা খুজছিলাম। কিন্তু আমার কাছে বেশি ডিজাইনের গর্জেস জামা ভালো লাগেনা তাই এবার সিম্পল কোন জামা খুঁজে না পেয়ে গজ কাপড় কিনে নিয়েছে।আর সাদা রঙ আমার খুবই পছন্দ। তাই সাদা রঙের গজ কাপড় নিয়েছি। গজ ছিল 450 করে জা তুলনায় অনেক মনে হচ্ছে।

IMG-20230323-WA0001.jpg
যেহেতু ঈদ তাই একটু কালারফুল না হলে চলে না। তাই আরো একটা জামা নিয়েছিলাম।

IMG-20230419-WA0000.jpg

এরপর জামার সাথে ম্যাচিং করে ওড়না কিনে নিয়েছি। এরপরে কিনেছে আমার জন্য একটি হিজাব।

20230322_132608.jpg

আমার মেয়ে তো খুশিতে আত্মহারা😁। দোকানে গিয়ে দোকানদার দের সাথে ভাব করে নিয়েছে।দোকান ও নিজেই চালাচ্ছে ।ওর চঞ্চলতা দেখে দোকানদার রাও বেশ খুশি।

GridArt_20230419_192654425.jpg
সব কেন কাটা শেষ করে একেবারে চলেই আসছিলাম, কিন্তু হঠাৎ করেই মেয়ের জন্য আরেকটা জামা চোখে পড়লো।সুতি দেখে ভালো লাগলো ,তাই আরেকটা কিনে নিলাম।

IMG-20230419-WA0001.jpg

মোটামুটি অনেক কিছুই কেনাকাটা শেষ করে নিলাম। আর যেগুলো আছে সেগুলোর জন্য আবার অন্য একদিন আসবো মার্কেটে। ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিল রোদের কারণে।

আমার মেয়েও গরমে বেশ কান্নাকাটি শুরু করছিল। এরপর ওকে একটি জুস কিনে দিলাম। আমরা তো রোজা থাকার কারণে কিছুই খেতে পারছিলাম না। তাই তাড়াতাড়ি বাসায় ফিরে চলে আসলাম।

20230322_121330.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Sort:  
 3 years ago 

ঈদতো বাচ্চাদের। তাই তার নতুন জামা কেনা হচ্ছে না দেখে বায়না করলো বলেইতো গরমেও মার্কেট এ গেলেন। এবং তার নতুন জামা হল। মেয়ের কথা বলে নিজেওতো দুটো জামা কিনে নিলেন হাহাহা। আপনাদের ঈদ আনন্দে কাটুক । অনেক অনেক শুভ কামনা।

 2 years ago 

জি আপু ঈদ আসলেই বাচ্চাদের। কি করব বাচ্চার বায়না মেটাতে গরমেও মার্কেটে যেতে হল। হ্যাঁ আপু মেয়ের সাথে নিজেও দুটো জামা কিনে নিয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। ভালোবাসা রইলো আপু।

 3 years ago 

আপু আপনার পোস্ট তাইতো অনেক দিন পর দেখছি মনে হচ্ছে।এই গরমে কেনাকাটা খুব ই কষ্টকর।তার উপর আবার দাম বেশি।যাক শেষে কিনলেন। মেয়ের জামা খুব সুন্দর হয়েছে। আর আপনার মত আমিও সাদা কালার পছন্দ করি।এি চিকেনের গজ কাপড় ৩৫০ টাকা করে ছিল।দাম বেড়ে গেছে। কেনাকাটা নিয়ে সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

জি আপু আসলে মাঝখানে কিছুদিন কাজ করিনি কাজ বন্ধ ছিল, তাই দেখেননি ঠিক বলেছেন আপু এই গরমে আসলেই কেনাকাটা খুব কষ্টকর হয়েছিল। এই কাপড় গুলোর দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে ।আসলে কিন্তু কাপড় গুলো দেখতেও বেশ সুন্দর এবং পড়তেও আরাম ।আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

সাদা রঙ আমারও খুব পছন্দের তাই আগে অনেক সাদা জামা পরা হতো। কিন্তু বর্তমানে ছেলে ছোট বিধায় সাদা জামা গুলো তেমন আর পরা হয়ে ওঠে না। সাদা জামাটার গজ ৪৫০ হিসেবে আমার মনে হয় ঠিক আছে। কারণ আমরা গত দুই বছর আগে আমাদের ম্যামের জন্য কিনেছিলাম গজ ৪০০ করে। কিছুদিন আগে আপনার ভাইয়া একটা জামা নিয়েছিল একটু সাদার মধ্যে। তখন আবার দাগ লাগার ভয়ে সেটা চেঞ্জ করে এনেছে। বর্তমানে যে তীব্র গরম পড়ছে এর মধ্যে শপিং করতে গিয়ে অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। আমি তো যখন গিয়েছিলাম তখন ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই বেশিক্ষণ থাকতে পারিনি। টুকটাক কিনে চলে এসেছি। বাকিগুলো আপনার ভাইয়াই করে নিয়ে এসেছে।

 3 years ago 

আপু আমি সেম কাপড় অন্য ডিজাইন কইনেছিলাম 350 করে।তাই বেশিই লাগছে।

 3 years ago 

সকল বাচ্চাদের দেখি একি অবস্থা লাল কাপড়ের প্রতি আকর্ষণ বেশি। আমার মেয়েরাও কাপড় কিনতে গেলে লাল রংয়ের এবং পিঙ্ক কালার খুঁজে সব সময়। মেয়ের ড্রেসটা অনেক সুন্দর হয়েছে লাল রঙের হলেও। তাছাড়া আপনি গজ কাপড় নিয়েছেন অনেক সুন্দর হয়েছে ড্রেস বানালে অনেক ভালো লাগবে।

 2 years ago 

জি আপু আপনি ঠিক বলেছেন সকল বাচ্চাদের এই লাল কালারের প্রতিটা আকর্ষণ থাকে ।কারণ তারা কালারফুল জিনিস পছন্দ করে। জি আপু ইচ্ছে করে এবার গজ কাপড় কিনেছি। আপনাকে ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলে গরম হোক আর যা ই হোক বাচ্চাদের কেনাকাটা তো করতেই হবে। কারণ ঈদ তো বাচ্চাদেরই। আপনি কিন্তু মেয়ের কেনাকাটা করার পাশাপাশি নিজেও দুটি জামা কিনে ফেললেন। যাইহোক শপিং করার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া গরম হোক আর নাই হোক বাচ্চাদের কেনাকাটা করতেই হবে।আসলেই ঈদ তো বাচ্চাদের , তাই কেনাকাটাও ওদের জন্য করতে হবে। যাইহোক আপনাকে ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলে ঈদ মানে আনন্দ আর ঈদ মানে শপিং এই ঈদে আমিও মার্কেটে গিয়ে দেখলাম তেমন ভালো জামা চোখে পড়লো না আপনার মত। তবে বাচ্চা মেয়েদের সব জামা দেখতে খুব ভালো লাগে। আপনার মেয়ের জন্য যে দুটো জামা কিনেছেন সেগুলো খুব সুন্দর হয়েছে। আর এই গরমে কেনাকাটা করা খুবই কষ্টকর। আপনার ঈদ শপিং এর অনুভূতিটা করে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপনার শপিং এর সময়টুকু আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঈদ মানে আনন্দ আর ঈদ মানে শপিং। জি আপু এবার খুব একটা ভালো জামা কাপড় খুঁজে পাচ্ছিলাম না। আর এই গরমের মধ্যে কেনাকাটা খুব ট্রাফ হয়ে গিয়েছিল। তারপরেও সব কেনাকাটা শেষ করতে পেরেছিলাম।

 3 years ago 

গরমের মাঝে শপিং করা খুবই কষ্টকর। সামনে ঈদ কষ্ট হলো শপিং করাই লাগবে। সাদা কালার আমারও খুব পছন্দের। আপনার জামার কাপড় আমার কাছে বেশ ভালো লেগেছে সেলাই করে করে পড়লে আপনাকে বেশ ভালো লাগবে। ছোট বাচ্চাদের বেশি লাল জামাই পছন্দ হয়। যাই হোক কেনাকাটার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন গরমের মধ্যে শপিং করা খুবই কষ্টকর ।কিন্তু কিছু করার নেই যেহেতু সামনে ঈদ ,শপিং করতেই হবে। আপনারও সাদা কালার পছন্দ শুনে খুবই ভালো লাগলো ।আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু সত্যি বলেছেন, প্রথমত এবার গরমের কারণে মার্কেট করাটা বেশ কঠিন হয়ে যাচ্ছিল, তারপর দোকানদাররা যেভাবে অতিরিক্ত ডান হাকাচ্ছে, মনে হচ্ছিল যে মার্কেট থেকে বেরিয়ে চলে আসি। কিন্তু আমরা না হয় বুঝলাম ছোট ছেলে মেয়েরা তো আর সেগুলো বুঝবে না। তাই কষ্ট হওয়ার সত্ত্বেও মার্কেট করতেই হলো। ধন্যবাদ আপু আপনি আপনার মার্কেট করার প্রতিটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার পছন্দ করা প্রতিটি পোশাকই অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া তখন প্রচন্ড গরম ছিল তাই বাসা থেকে বের হওয়াটাও বেশ মুশকিল হয়ে পড়েছিল। কিছুই করার নেই যেতে তো হবেই কেনাকাটা করতেই হবে। তাই গেলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.033
BTC 111493.62
ETH 3952.46
USDT 1.00
SBD 0.58