আমার বাংলা ব্লগ "প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি"(পর্ব-২) || 10% for @𝕩 𝕠 Ⅎ 🐺 ʎ ɥ 𝕊|| by abusalehnahid

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সকল কে
শুভেচ্ছা ও অভিনন্দন

প্রিয়,

আমার বাংলা ব্লগবাসী

আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই বেশ ভালই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত ভেরিয়েশন আনার চেষ্টা করি। ভেরিয়েশন আনতে গিয়ে কখনো ক্রাফট পোস্ট, কখনো বা ড্রয়িং পোস্ট, আবার কখনো বা ফটোগ্রাফি পোস্ট কিংবা রেসিপি পোষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করি।

এরই ধারাবাহিকতায় আজকে আমি ফটোগ্রাফি পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমার আজকের পোষ্টের টপিক হলো শীতের দিনের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে।

সচরাচর আমি আমার পরিবারের সঙ্গে রংপুর এ বেশি সময় কাটায়। রংপুর শহরের একদম মাঝামাঝি পর্যায়ে আমাদের বাসা। আর আশেপাশে গ্রামীণ অঞ্চল খুব একটা নেই বললেই চলে। গ্রামীন অঞ্চলের বলার কারণ হলো প্রকৃতির প্রকৃত সৌন্দর্য গ্রামীণ অঞ্চলের দিকে উপভোগ করা যায়। শহর অঞ্চলের সৌন্দর্য কৃত্রিমতায় ভরপুর। আজকের ফটোগ্রাফি গুলো আমি বেশ কিছু দিন আগে বন্ধুর সঙ্গে গ্রামীণ অঞ্চলে ঘুরতে গিয়ে সম্পন্ন করেছিলাম। আর গ্রামীণ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের এই ছবিগুলোই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন ফটোগ্রাফি নিয়ে আলোচনা শুরু করা যাক।

📷আলোকচিত্র-১

IMG-20220309-WA0010.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



উপরোক্ত ছবিটা হলো গ্রামে যাওয়ার পথে একটি রাস্তার ফটোগ্রাফি। গ্রামের রাস্তাঘাটগুলোতেও প্রকৃতির ছোঁয়া স্পষ্ট। রাস্তার দু'পাশের বড় বড় সবুজ গাছের সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকেই। যার ফলে এ রাস্তাঘাট গুলো দিয়ে ঘোরার সময় মনটা উৎফুল্ল থাকে। আশাকরি আমার শেয়ার করা উপরোক্ত ছবিটা আপনাদের ভাল লাগবে।
📷আলোকচিত্র-২

IMG-20220309-WA0006.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



📷আলোকচিত্র-৩

IMG-20220309-WA0009.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



উপরোক্ত ফটোগ্রাফি দুটি হল একটি খেজুর গাছের। গ্রামের খোলা মাঠের পাশেই এই গাছ দুটি দেখতে পেয়েছিলাম। গাছ দুটির একটি আকারে ছোট এবং অপরটি আকারে বেশ বড়ই ছিল।যার ফলে একটির উপরাংশ জুম করে ফ্রেমে বন্দী করেছিলাম। গ্রামীণ প্রকৃতিতে খেজুরের গাছ থাকবে না তা কি করে হয়। আশাকরি ছবিতে টি আপনাদেরও ভালো লাগবে।
📷আলোকচিত্র-৪

IMG-20220309-WA0008.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



উপরের ফটোগ্রাফিতে হলো একটি বটগাছের। বটগাছটি অনেক পুরনো এবং বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল এর ডালপালা। বট গাছের আশেপাশের অঞ্চলের পরিচর্যা না করায় ভালোই আগাছা জন্মেছিল। গ্রামের অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের উপকরণ বটগাছটিও আশা করি আপনাদের ভালো লাগবে।
📷আলোকচিত্র-৫

IMG-20220309-WA0007.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি খাল। গ্রামের লোকজনরা অবশ্য প্রকৃতির বিষয়ে খুবই সচেতন। ওই খাল বর্ষা মৌসুমে পানির স্রোতে যাতে ভেঙে গিয়ে গ্রামের আবাদি জমির পরিমাণ কমে না যায়;এজন্য খানের দুপাশ দিয়ে লোকজনরা গাছ লাগিয়েছে।
📷আলোকচিত্র-৬

IMG-20220309-WA0005.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



📷আলোকচিত্র-৭

IMG-20220309-WA0002.jpg

Realme 7i

লোকেশন 🧭

AA647677-C1CA-4981-AA9D-DB9A8B7F2705.png



শহরাঞ্চলে নারিকেলের কাজ তেমন একটা দেখা না গেলেও গ্রামীণ অঞ্চলে কিন্তু নারকেলের গাছ অহরহ। একত্রে অনেকগুলো নারকেলের গাছ লাগানো হলে একই আকৃতির এই গাছগুলো বড় হওয়ার পর দেখতে বেশ ভালই লাগে। উপরের ফটোগ্রাফি দুটির একটিতে একত্রে অনেকগুলো নারকেলের গাছকে ফ্রেমবন্দি করেছি এবং অপরদিকে একটি নারকেলের গাছ কে কাছ থেকে ফ্রেমে বন্দী করেছে। আশা করি উপরোক্ত আলোকচিত্র দুটিও আপনাদের ভালো লাগবে।

এই ছিল আমার সম্পূর্ণ ফটোগ্রাফি পোস্টটি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সঙ্গে পোস্টটি শেয়ার করার চেষ্টা করেছি। আজ আপাতত এতোটুকুই। পরবর্তীতে ভিন্ন কোন বিষয়ের উপর করা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  

প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখতে খুব সুন্দর লাগছে প্রকৃতির সবকিছুই মুগ্ধ করে আমায় এজন্য প্রকৃতির ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগে ধন্যবাদ আপনাকে সুন্দর প্রকৃতি তুলে ধরার জন্য শুভকামনা আপনার জন্য

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্যও শুভকামনা রইল।

 2 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন যেটা দেখে খুবই ভালো লাগলো। আমিও ফটোগ্রাফি করতে ভালোবাসি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্যও শুভকামনা রইল।

 2 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। আপনার ফটোগ্রাফি গুলোতে গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। সেইসঙ্গে ছবিগুলোর নিচের লেখাগুলো অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও ভাই আপনি তো অনেক সুন্দর ভাবে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করেছেন । আপনি আমাদের মাঝে অনেক সুন্দর গ্রাম্য পরিবেশের ফটোগ্রাফি তুলে ধরেছেন আমার কাছে ব্যক্তিগতভাবে খেজুর গাছের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে । আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যর ছবি তুলেছেন ভাই।প্রকৃতির সৌন্দর্য্যতা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন ফটোগ্রাফির মাধ্যমে।শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করেছেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাদের দেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। আর দুচোখ যেদিকে যায় সে দিকে শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই। আপনি খুব সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য আমাদের সাথে তুলে ধরেছেন, আপনার ফটোগ্রাফি মাধ্যমে এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকুন সবসময়

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

 2 years ago 

আপনি খুবই সুন্দর সুন্দর কিছু গ্রাম বাংলার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। এভাবে প্রাকৃতিক দৃশ্য দেখতে আসলেই খুবই ভালো লাগে। আপনি নারিকেল গাছের ফটোগ্রাফি টা করেছেন সেটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

অসাধারন কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার মাধ্যমে ভাই। অসাধারন ছবি তুলেন আপনি। খুব ভালো হয় আপনার তোলা ছবি গুলো। আপনার ছবি গুলায় পর্যাপ্ত ডিটেইলস থাকায় বেশি ভালো হয়। এভাবেই এগিয়ে যান ভাই। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

প্রকৃতি মানেই সৌন্দর্যের অপার লীলাভূমি। আর প্রকৃতির সেই অপার সৌন্দর্যকে আপনি খুব সুন্দর ভাবে আপনার ক্যামেরাবন্দি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

গ্রামীন প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আমিও সে সেদিন গ্রামে গিয়েছিলাম গ্রামের দৃশ্য গুলো দেখতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আপনি খুবই সুন্দর কিছু গ্রামের দৃশ্য ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন । বিশেষ করে আপনার গ্রামের প্রাকৃতিক দৃশ্য গুলো দেখে আমার গ্রামের কথা মনে পরে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কিছু গ্রামীন ফটোগ্রাফি শেয়ার করার জন্য

 2 years ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 60752.39
ETH 2904.82
USDT 1.00
SBD 3.73