বিশ্ববিদ্যালয়ের বন্ধুর বিবাহ অনুষ্ঠানে কাটানো সুন্দর মুহূর্ত

in আমার বাংলা ব্লগ2 years ago

received_628998314856432.jpeg


received_272005028390363.jpegreceived_486019443041441.jpeg


একজন মানুষ তার জীবদ্দশায় বিভিন্ন সময় নানা ধরনের আনন্দঘন মুহূর্ত কাটায়। তবে মানুষের জীবনে কাটানো সবচেয়ে আনন্দময় মুহূর্ত গুলোর মধ্যে অন্যতম হলো বিবাহ। যা বেশিরভাগ মানুষ একবারই সম্পন্ন করে থাকে। বেশ কিছুদিন আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে আমার বন্ধুর বিবাহ সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত পরিমাণ সময়সুযোগ না হয়ে ওঠার কারণে আমার বন্ধুর বিবাহ অনুষ্ঠানের সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি।


যে বন্ধুর বিয়ে হচ্ছে ওর নাম নাফিস। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১১ তম ব্যাচের পরিসংখ্যান বিভাগের ছাত্র। ছাত্র হিসেবেও ও অনেক ভালো। বন্ধু-বান্ধবদের মধ্যে ওরই প্রথম বিয়ে বলা যাবে। যদিও করোনাভাইরাস এর মাঝামাঝি সময়ে একজন বন্ধু পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। পালিয়ে বিয়ে করার কারনে ওর বিয়ে অবশ্য তেমন একটা ধুমধাম করে সম্পন্ন করা হয়নি। সকল ফর্মালিটি মেনে পারিবারিকভাবে প্রথম আয়োজিত বিয়ে নাফিসের।ওর গ্রামের বাসা পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায়। নাফিস অবশ্য ওর বিয়ের কথা ১০-১২ তারিখের দিকে বলে রেখেছিল। আমাদের পরিসংখ্যান বিভাগ থেকে ১৫ জনকে দাওয়াত করলেও গেছিলাম মাত্র ৬ জন। রংপুর থেকে পঞ্চগড় ভালোই দূরে ছিল।ওর বাসা দূরে হওয়ার কারণে আমরা সকাল ৮ টায় রওনা দিয়েছিলাম।। রংপুর থেকে ওর বাসায় যেতে প্রায় তিন ঘণ্টার মতো সময় লেগেছিল।ওদের বাসা আটোয়ারী থানার ভেতরের একটি গ্রামীণ অঞ্চলে অবস্থিত। গ্রামীণ অঞ্চলের বিয়েগুলো সাধারণত বিকালের দিকে সম্পন্ন হয়। হাতে পর্যাপ্ত সময় থাকায় ওদের গ্রামে গিয়ে প্রথমে বন্ধুরা মিলে অনেকটা সময় ঘুরলাম। গ্রামে ঘোরার সময় অবশ্য বন্ধুরা মিলে ফটোগ্রাফি করেছি।


received_652762109308707.jpeg



received_3016299718620275.jpegreceived_252625060378492.jpeg


দুপুরের পর থেকেই ওদের বাসায় দূর-দূরান্ত থেকে ওদের আত্মীয়রা আসা শুরু করলো।ওদের বাসার কিছু ছেলে মেয়েরা বক্সে গান বাজাচ্ছিল, নাচ গান করছিলো। বিবাহ অনুষ্ঠান শুরু হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। পাত্রী অবশ্য দূরের কেউ নয়। বন্ধুর খালাতো বোন। পারিবারিকভাবে নাকি আগে থেকে বিয়ে ঠিক করে রাখা হয়েছিল।মেয়ের নাম আয়েশা।এবারই উচ্চ মাধ্যমিক পাস করেছে। পাশাপাশি বাড়িতে বিয়ে হওয়ায় বিয়ের অনুষ্ঠানের জন্য গাড়িতে করে দূরে যেতে হয়নি। বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার সময় নাফিস অবশ্য আমাদের পাশেই বসে ছিল। বিবাহ কার্য সম্পন্ন হওয়ার পর সবাইকে বাতাসা খেতে দেওয়া হল। এরপর সবাইকে খাওয়া-দাওয়া করানো হলো। আমরা বন্ধুরা মিলে শেষ ব্যাচে খাওয়া-দাওয়া করেছি।নাফিস এবং ওর বউয়ের সঙ্গে। শেষ ব্যাচে আমরা খাওয়া দাওয়া করার সময় বেশ ভালোই মজা করেছিলাম। আয়েশার বান্ধবীদের সঙ্গে আমরা বন্ধুবান্ধবরা মিলা বেশ ভালই খুনসুটি জমিয়েছিলাম।



received_315428787272392.jpeg



বিবাহ কার্য শেষ হতে প্রায় রাত আটটা বেজে গিয়েছিল। এজন্য বন্ধু বান্ধবরা মিলে আমরা সেখান থেকে গিয়েছিলাম। সব মিলে বন্ধুরা একত্রে দিনটি ভালই কেটেছিল। পরের দিন সকালে উঠে আমরা বন্ধুরা মিলে রংপুরে উদ্দেশ্যে রওনা হই। আজ আপাতত এতোটুকুই। পরবর্তীতে আবারও নতুন কোন লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষদের খেয়াল রাখবেন।


ধন্যবাদ সবাইকে


@abusalehnahid

ফটোগ্রাফিআবু সালেহ নাহিদ
ডিভাইসOPPO A-12
ছবি তোলার স্থানলোকেশন


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2 (1).png
PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF (2).gif

Join the Discord Server for more Details

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q9XCPsYVNkPGccQr2oVfqjd8P1QjQ2JYt5o5SLCXCfH7Wv5QM2wCpb3QPRXzxP6G5LbgknonYX8SPp.png

Sort:  
 2 years ago 

ভার্সিটিতে থাকা অবস্থায় বন্ধুর বিয়ে খাওয়া একরকম ভাগ্যের বেপার। আর দেখেই বোঝা যাচ্ছে যে সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন। সত্যি কথা বলতে বিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। এইরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

 2 years ago 

বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুর বিয়ে সত্যিই অনেক মজার বিষয়। আপনারা স্বজন বন্ধু মিলে আপনার বন্ধুর বিয়েটা ভালই উপভোগ করেছেন। যদিও রংপুর থেকে পঞ্চগড় অনেক দূরে ছিল। তথাপিও বন্ধুর বিয়ে বলে কথা। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বিয়ে মানেই মুখর আনন্দে কাটানো দিন। বিয়ে মানে পেট ভজন। বিয়ে মানে দুটি পরিবারের সুখের মিলন। আর এই বিয়েতে সামিল হতে পেরে আপনি যে খুবই আনন্দ উপভোগ করেছেন তা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আপনি আপনার বন্ধুর বিয়েতে কাটানো সময়টুকু আমাদের মাঝে ভাগাভাগি করে নিয়েছেন এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য।

 2 years ago 

বিয়ে মানেই আনন্দ উল্লাস । আর সেটা যদি হয় বন্ধুর বিয়ে তাহলে তো কথাই নেই।খুব সুন্দর মূহুর্ত কাটিয়েছেন ছবি দেখে বোঝা গেল। খাবারের প্লেট গুলো খালি অবস্থায় ছবি তুলেছেন দেখে মনটা খারাপ লাগলো । হা হা হা । ধন্যবাদ সুন্দর মূহুর্ত গুলো শেয়ার করার জন্য। ভাল থাকবেন।

 2 years ago 

আপনার সুন্দর এবং গঠনমূলক মতামত প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 
বন্ধুর বিয়ে মানে হচ্ছে মজা মাস্তি চিল। আমার বন্ধুদের মধ্যে দুইজন বিয়ে করেছে তাদের বিয়েতে যে মজা করছি সবাই সারা জীবণ মনে রাখবে। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো সুন্দর সময় কাটিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য
 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

প্রথমেই আপনার বন্ধু ও তার বউ কে শুভকামনা জানাই। আপনার অনুভূতি জানতে পেরে অনেক ভালো লাগলো ভাই। খুব সুন্দর করে সব কিছুর বর্ননা করেছেন। তাই বেশি ভালো লেগেছে। সাথে কিছু সুন্দর সুন্দর ছবি দিয়েছেন এতো পড়তে অনেক মজা লেগেছে। শুভেচ্ছা রইলো আপনার জন্য ভাই। এভাবেই এগিয়ে যান।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য।

 2 years ago 

সত্যি বন্ধুর বিয়ে মানেই আনন্দ ঘন একটা মুহূর্ত। আর বিশেষ করে ভার্সিটি কিংবা স্কুল কলেজের বন্ধুদের বিয়েতে অনেক বেশি মজা করা যায়। আপনার বন্ধু এবং তার স্ত্রী এর জন্য অনেক শুভকামনা রইল। তারা যেন খুব সুন্দরভাবেই জীবন কাটাতে পারে। আপনিতো দেখছি বন্ধুর বিয়েতে অনেক সুন্দর সময় কাটিয়েছেন। মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর মন্তব্য করেছেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 
আপনার বন্ধুর বিয়ের অনুষ্ঠান দেখে আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানের কথা মনে পড়ে গেল আমার বান্ধবীর বিয়ে তো আমরা এরকম অনেক হইচই অনেক মজা করেছিলাম যা আজও স্মরণীয় এবং বড় হয়ে রয়েছে ধন্যবাদ আপনাকে♥♥
 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার এত সুন্দর এবং গঠনমূলক মন্তব্য শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33