প্রসঙ্গ যখন ভালোবাসা এবং কাছে থাকার; তখন মা সবার সেরা

in আমার বাংলা ব্লগ2 years ago

আজ বিশ্ব মা দিবস।ভাবলাম মা দিবসে মাকে নিয়ে একটি লেখা আপনাদের সঙ্গে শেয়ার করি। সকলের পরম স্নেহ এবং ভালোবাসার একজন মানুষ হলেন মমতাময়ী মা। দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারণ করার পর আমাদের জন্মদানের শুরু থেকে বড় করে তোলা পর্যন্ত সর্বক্ষেত্রে মায়ের ভূমিকা অপরিসীম। এজন্য আমাদের প্রতিটি দিনই মায়ের জন্য হোক। মায়ের যেকোনো ধরনের বিপদ আপদ থেকে শুরু করে যাবতীয় সকল অনুকূলে এবং প্রতিকূল ক্ষেত্রে আমাদের উচিত পরিবারের সকলকে (বিশেষ করে আমাকে) আগলে রাখা। একটি নির্দিষ্ট দিন হিসাব-নিকাশ করে মাকে না ভালবেসে প্রতিদিন মায়ের সেবা যত্ন করা উচিত।


received_1183789042446860.jpegreceived_311444214510388.jpeg

আমাদের জন্মগ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কোন সময় আমাদের যত্নের কোন প্রকার ত্রুটি রাখেন না আমাদের মমতাময়ী মা। কিন্তু বড় হওয়ার পর আমরা অনেকেই আমাদের কাছের এই মানুষটাকে ভূলে যাই। অন্যান্য মানুষদের পেয়ে। মায়ের ঠিকমত অনেক সময় খেয়ালই রাখি না। সবক্ষেত্রে অন্যান্য মানুষদেরকে প্রাধান্য দিতে শুরু করি। কিন্তু যখন আমরা কোনো বিপদের সম্মুখীন হয় তখন দেখা যায় ওই কাছের মানুষগুলো আমাদের থেকে দূরে সরে যায়। তাদেরকে এত আপন করে নেয়ার বিনিময় বিপদের সময় আমাদের পাশে দাঁড়ানোর প্রয়োজনটুকু অনুভব করে না তারা। কিন্তু মমতাময়ী মা কে দূরে সরে রাখার পরেও তিনি আমাদের কখনো ভোলেন না।মায়ের খেয়াল না রাখা সত্ত্বেও,তিনি আমাদের বিপদের কথা শোনা মাত্র নিজেকে ঠিক রাখতে পারেন না। ছুটে চলে আসেন বিপদ থেকে আমাদের রক্ষা করার জন্য। এজন্য আমরা আর যাই করি না কেন; মায়ের প্রতি ভালোবাসার জন্য কোন প্রকার ত্রুটি না রাখি সে চেষ্টাই করে যাবো।


FB_IMG_1652031782712.jpgFB_IMG_1652031776941.jpg

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের বাবা-মা আমাদের ছোটবেলা থেকে লালন-পালন করে গড়ে তোলেন। অথচ বৃদ্ধ বয়সে যে আমরা তাদেরকে ঠিকমতো খেয়াল রাখি না। নিজেদের স্ত্রী-সন্তান নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ি। এই বিষয়টি যাতে কখনো না হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। বিশেষ করে বিয়ে করার ক্ষেত্রে এমন একজন মেয়েকে ঘরে স্ত্রী হিসেবে নির্বাচন করবেন যিনি আপনার বাবা-মা কে খেয়াল রাখতে পারবেন।


মায়ের প্রতি আমাদের কি পরিমান ভালোবাসা থাকা উচিত তা কিছুটা হলেও উপলব্ধি করা যায় "মায়ের একধার দুধের দাম,কাটিয়া গায়ের চাম"।এই গানটির মাধ্যমে। আমি আজকে বিশ্ব মা দিবস উপলক্ষে এই গানটি কভার করতে চেয়েছিলাম। কিন্তু গানটি আগেই কভার করে আপনাদের শোনানোর কারণে আজকে কিছু উপদেশ মূলক কথা শেয়ার করছে আমার একটি ভিডিওতে। আশা করি আমার শেয়ার করা এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে।



ইউটিউব লিংক:


Sort:  
 2 years ago 

খুবই ভালো লাগলো আপনার কথাগুলো। ভিডিও টি প্লে করে ভালো লাগলো। দোয়া করি সবার মা যাতে সব সময় ভালো থাকে এই দোয়া করি। মায়ের ভালোবাসার সাথে অন্য কোনো ভালোবাসার তুলনা হয় না। ধন্যবাদ আপনাকে আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবার মা ভালো থাকুক,সুস্থ থাকুক-এই কামনাই করি সব সময়। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অথচ বৃদ্ধ বয়সে যে আমরা তাদেরকে ঠিকমতো খেয়াল রাখি না

আসলে এখন হরহামেশাই এরকম কাহিনী দেখা যায় ভাই 😭। খারাপ লাগে এরকম বিষয়গুলো যখন বাবা-মাকে কোন বৃদ্ধাশ্রমের রাখা হয়। যাই হোক আমাদের উচিত বাবা-মার প্রতি সদয় হওয়া। তাদের সব সময় খেয়াল রাখা। মা দিবসে এরকম সুন্দর একটি উপদেশ মূলক প্রশ্ন আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই আপনাকে।শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই।মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ঘটনা এখন অহরহ ঘটছে।এজন্যই পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করা।

 2 years ago 

মা নিয়ে আপনি খুব সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি ঠিকই বলেছেন ভাইয়া প্রসঙ্গ যখন ওকে ভালোবাসার তখন মায়েরা সেরা। পৃথিবীতে একমাত্র মাই আমাদেরকে নিস্বার্থভাবে ভালবেসে যায়। তাদের ভালোবাসা থাকে না কোনো স্বার্থ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মাকে নিয়ে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

মা দিবসে মাকে নিয়ে খুব চমৎকার একটি ব্লগ শেয়ার করেছেন আমাদের মাঝে সত্যিই আমরা সবাই চাই আমরা সবাই সবার মাকে এভাবে সারা জীবন আগলে রেখে সেবা করে যেতে। তারপরও কিছু অভাগা আমি তাকে বলব অভাগা মায়ের আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয় যা সত্যি খুবই আমাকে মর্মাহত করে। মা দিবসে আপনার কিছু কথা আমি শুনলাম বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সব সন্তানের উচিত সারাজীবন বাবা-মার খেয়াল রাখা।তাদেরকে আজীবন আগলে রাখা।সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

মা দিবসে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।

সকল মায়েদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনি খুব সুন্দর ভাবে মা দিবস উপলক্ষে আপনার অনুভূতি প্রকাশ করেছেন দেখে খুব ভালো লাগলো। আসলে পৃথিবীতে মায়ের তুলনা হয় না আসলে মা শব্দটি খুবই মধুর এবং গভীর। মায়ের ভালোবাসার কোনো সীমা-পরিসীমা নেই।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই। মায়ের ভালোবাসা অসীম এবং এই ভালোবাসার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয়না। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মায়ের মত আপন জন আর পৃথিবীতে কেউ নেই। মা হলো সবার সেরা। মায়ের কোনো তুলনা হয় না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই।মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর অন্য কোন কিছুর তুলনা হয়না।আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

শৈশবে যেমন আমাদের ভরসা মা বাবা তাদের বৃদ্ধ বয়সে কিন্তু আমরা তাদের ভরসা। কিন্তু অনেক সন্তান তাদের খোজ না নিয়ে কিন্তু শুধুমাত্র সৃষ্টিকর্তার লানদ কুড়াচ্ছে। মা কে নিয়ে কিছু বলার নাই শুধু বলব সৃষ্টিকর্তা কতৃক সবচেয়ে বড় উপহার আমাদের জীবনে। মা কে নিয়ে কথা গুলো দারুণ বলেছেন অনেক ভালো লাগল। পোস্ট টা সুন্দর হয়েছে।।

 2 years ago 

মায়ের সেবা যত্ন করা সৃষ্টিকর্তার আদেশ। সুতরাং সৃষ্টিকর্তার আদেশ পালন না করে শুধুমাত্র ইবাদত এর মধ্যে কোন প্রকার সার্থকতা নেই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মা কে নিয়ে আপনি অনেক চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া সত্যি বলতে না কখনোই হয় না হবেও না। মাকে নিয়ে যতই দেখি না কেন শেষ হবে তাই বেশি কিছু আর বলতে চাই না ।সবমিলিয়ে আপনার এই পোস্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পরবর্তীতে আপনার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর পোস্ট আশা করবে

 2 years ago 

এ জগতে মায়ের সঙ্গে আর কোন কিছুর তুলনা হয় না। মায়ের ভালোবাসার মধ্যে কোন স্বার্থ নেই। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

মা দিবস সম্পর্কে আমার বলার কিছু নেই, কারণ মা তো মা, মায়ের কোনো তুলনা নেই। তাই আমাদের সকলেরই উচিত মায়ের প্রতি সর্বদা সম্মান প্রদর্শন করা। আপনি খুব সুন্দর ভাবে মা দিবস সম্পর্কে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যা দেখে আমার খুবই ভালো লেগেছে। নিচের ভিডিওটা যথেষ্ট শিক্ষামূলক।

 2 years ago 

আমার সম্পূর্ণ লেখা পড়ে এবং ভিডিওটি দেখে সুন্দর এবং গঠনমূলক মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

মাকে তারাই ভুলে জে যারা দুনিয়াকে আর অর্থকে স্বর্গ মনে করে।তবে আমার দ্বারা এই কাজটি কখনোই হবে।আর কথা গুলো অনেক ভালো লিখেছেন আপনি।

 2 years ago 

এই কাজটি কেবল তাদের দ্বারাই সম্ভব যারা স্বার্থপর শুধুমাত্র নিজেদের কথাই চিন্তা করে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.12
JST 0.031
BTC 61258.08
ETH 2873.80
USDT 1.00
SBD 3.56