আমার ফোনে তোলা কয়েকটি ফটোগ্রাফি||(১০% পে আউট লাজুক-খ্যাকের জন্য)

আজ

৬ই পৌষ, ১৪২৮
21th Dec.-2021

সসালামু আলাইকুম

শ্রদ্ধেয় ভাই,বোন এবং বন্ধুরা,আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আজকে আমি সকলের সামনে হাজির হলাম একটি নতুন ফটোগ্রাফি পোস্ট নিয়ে।ফটোগ্রাফি করতে সবারই কম বেশি ভালো লাগে।আর ভ্রমণের জায়গাটি যদি আকর্ষণীয় হয় তাহলে সবারই ইচ্ছে হয় সেই মুহুর্তটিকে ক্যামেরাবন্দী করে রাখতে।তাই সবার মতো আমিও আমার কিছু ফটোগ্রাফি আজকে আপনাদের সামনে শেয়ার করবো।তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পোস্টটি-

ফটোগ্রাফিঃ১

20211128_111204.jpg
W3W location
ছবিটি লঞ্চ থেকে উঠানো।মেঘনা নদীর পাড়ে গড়ে ওঠা শিল্পনগরীর এটি।

ফটোগ্রাফিঃ২

20211128_110851.jpg
W3W location
এই ছবিটিও একই জায়গার একটু কাছে থেকে উঠানো।

ফটোগ্রাফিঃ৩

20211128_111144.jpg
W3W location
মেঘনা নদীর উপর দিয়ে তৈরি ব্রীজ যেটা পাশাপাশি দুটি উপজেলাকে সংযুক্ত করেছে।

ফটোগ্রাফিঃ৪

20211128_115609.jpg
W3W location
লঞ্চ হতে সৃষ্ট নদীর প্রবাহমান পানির স্রোত।

ফটোগ্রাফিঃ৫

20211128_115605.jpg
W3W location

ফটোগ্রাফিঃ৬

20211127_173435.jpg
আমাদের চাঁদপুর শহরের ইলিশ চত্ত্বর।এটি শহরের কেন্দ্রে অবস্থিত।

1639205812713.jpg

তো এই ছিল আমার আজকের পোস্ট।আমার পোস্টে আপনাদের ভালো লাগার মাধ্যমেই আমি স্বার্থকতা এবং কাজ করার অদম্য উৎসাহ খুজে পাই।সর্বোপরি আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।


🌻ধন্যবাদ আমার পোস্টটি ধৈর্য সহকারে পড়ার জন্য।আমার বাংলা ব্লগ কমিউনিটির কাছে আমি চিরকৃতজ্ঞ আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য❤️


শুভেচ্ছান্তেঃ@abir10


আমার পরিচয়ঃ

FB_IMG_16326465518590940.jpg

আমি মোঃমাসুম বিল্লাহ(আবির), একজন ছাত্র।বর্তমানে মৎস্য গবেষণা ইন্সটিটিউটে মৎস্য অনুষদ নিয়ে অধ্যয়নরত আছি।আমি নতুন জায়গায় ঘুরতে এবং এর ইতিহাস জানতে খুব ভালোবাসি।তাছাড়া ফুড ব্লগিং,রেসিপি এবং ড্রইং করা আমার শখ।বাংলা ভাষায় কন্টেন্ট লিখে মনের ভাব প্রকাশ করতে আমার ভালো লাগে এর জন্যই আমার বাংলা ব্লগ আমার প্রথম পছন্দ।
Sort:  
 2 years ago 
আপনি বেশ দারুন ফটোগ্রাফি করেন। প্রথম ফটোগ্রাফি টা খুবই ভালো লেগেছে। লঞ্চ থেকে ওঠানো মেঘনা নদীর পাড়ে আসলে ওটা অনেক সুন্দর ছিল। তার পরই আপনি ঐ একই জায়গার কয়েকটা ছবি আপনি তুলে ধরলেন। ব্রিজ এবং সবথেকে ভালো লাগলো চার নম্বর ছবিটা লঞ্চ হতে সৃষ্ট নদী প্রবাহ পানির স্রোত সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনি দারুন ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। সব মিলিয়ে অনেক ভাল ছিল। আপনার জন্য শুভকামনা রইল
 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুবই দুর্দান্ত হয়েছে ।আপনি খুব সুন্দর ভাবে ছবিগুলো তুলেছেন প্রতিটি ফটোগ্রাফের বনণা খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল।খুব সুন্দর ভাবে

 2 years ago 

আপনি আমাদের সাথে খুবই চমৎকার কিছু ছবি শেয়ার করেছেন। বিশেষ করে নদীর ফটোগ্রাফি টা আমার কাছে খুব ভালো লেগেছে। ছবিটা আপনি খুবই কাছ থেকে তুলেছেন,ঢেউ স্পষ্ট দেখা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি অসাধারণ কিছু ফটো ক্যাপচার করছেন। সব ফটো গুলো অনেক সুন্দর হয়েছে।৫ম ফটো আমার অনেক ভালো লাগছে।

 2 years ago 

আপনি বেশ দারুন ফটোগ্রাফি করেছেন। সবকয়টি ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। ফটোগ্রাফির বর্ণনাগুলো পড়ে অনেক ভালো লাগলো। সুন্দর একটি পোষ্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.035
BTC 66739.07
ETH 3228.97
USDT 1.00
SBD 4.23