আমার রেনডম ফটোগ্রাফি-৫ (কয়েকটি ফুলের ছবি) @10%beneficiaries for @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago
কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় এই পরিবারের সকল সদস্য ভালো আছেন। পৃথিবীর এই নির্মম খেলায় আমাদের প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করে যেতে হয়। অভিনয় করতে গিয়ে অনেক সময় আমাদের জীনের কিছু সুন্দর মুহুর্ত কে হারিয়ে ফেলি। মহান সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীকে কত সুন্দর করে সাজিয়েছেন। যেগুলো দিয়ে সাজিয়েছে তার মধ্যে ফুল অন্যতম। আর আজ আমি সেই ফুলের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব।

ফটোগ্রাফি-১

20210916_165004.jpg
আমি ক্যাম্পাস থেকে হলে যাচ্ছিলাম তখন মল চত্ত্বরে কলাবতি ফুল দেখলাম ব্যক্তিগত ভাবে এই ফুল আমার দারুন লাগে। তাই দ্রুত ক্যামেরা বন্ধি করলাম।
w3w

ফটোগ্রাফি-২

20210916_164028.jpg
এই ছবিটি কেন্দ্রীয় লাইব্রেরী থেকে বের হয়ে যখন টিএসসি যাচ্ছিলাম তখন আধুনিক ভাষা ইন্সটিটিউট এর ভিতরে ফুলটি দেখতে পেলাম। এই ফুলের নাম হলো মধুমালতি।

w3w

ফটোগ্রাফি-৩

20211016_233118.jpg
এই ছবিটি ব্যবসা অনুষদের সামনে অর্থাৎ সবুজ চত্ত্বরে বসে ছিলাম। তখন হঠাৎ আমার চোখে হরেক রকমের গোলাপ চোখে পড়ল। তখন এই গোলাপ গুলো তুলেছিলাম।
w3w

ফটোগ্রাফি-৪

20211016_233247.jpg
এই গোলালের রংটা আমার দারুন লেগেছে।
w3w

ফটোগ্রাফি-৫

20211016_233308.jpg
আমাদের সবার প্রিয় লাল গোলাপ। এই গোলাপ প্রেমের বাজারে খুব জনপ্রিয়।
w3w

ফটোগ্রাফি-৬

20211005_170616.jpg
এই ফুলের নামটি মনে পড়ছে না।আমরা ফ্রেন্ডরা মিকে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা শেষে যখন বের হয়ে আসব তখন এই ফুলের দিকে আমার নজর যায়। গাছে তেমন ফুল না থাকায় এই ফুলটির ছবি তুলেছি।
w3w

ফটোগ্রাফি-৭

IMG-20210917-WA0033.jpg
এটি একটি সাদা গোলাপ আমি যখন হলে পাইচারী করছিলাম তখন সাদা গোলাপের ছবিটি তুলেছি৷
w3w

ফটোগ্রাফি-৮

IMG-20210917-WA0041.jpg
এই ফুলের নাম অনেকে মাইক ফুল বকে চেনে। এটিও আমার হল থেকে তোলা।
w3w

আমার তোলা ফুলের ছবি গুলো কেমন হইছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ

Sort:  
 3 years ago 

ফুল কার না ভালো লাগে। আর তা যদি হয় গোলাপ ফুল তা হলে তো কথাই নেই। আপনার ফুলের ছবিগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। কলাবতী ফুলটি আজকে প্রথম দেখলাম। ধন্যবাদ নতুন ফুলের সাথে পরিচয় করে দেয়ার জন্য।

 3 years ago 

আপু সব কয়টি চিত্রই অনেজ সুন্দর হয়েছে।বিশেষ করে মধুমালতি ফুলটি তো আমার অনেক পছন্দের।সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো আপু।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আমাদের সবার প্রিয় লাল গোলাপ। এই গোলাপ প্রেমের বাজারে খুব জনপ্রিয়।সত্যিই আপু আমার তো ইচ্ছে করছে এখনি নিয়ে ফেলি।

আপু আপনাকে অনেক ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ফুলের ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য। তিন নাম্বারে যেই ফুলটা ছিলো ওইটার নাম আমার জানা ছিলো না এখন জেনে নিলাম মধুমালতি।

আপু আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

এই ফুলের নামটি মনে পড়ছে না।আমরা ফ্রেন্ডরা মিকে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা শেষে যখন বের হয়ে আসব তখন এই ফুলের দিকে আমার নজর যায়। গাছে তেমন ফুল না থাকায় এই ফুলটির ছবি তুলেছি।

আপু এই ক্যাপশনের ছবিটা দারুণ। মানে ছয় নাম্বার ছবির ফুলটি খুব ভালো লেগেছে আমার কাছে। নাম জানতে পারলে ভালো হতো। আমি কখনো ফুলটি দেখিওনি।

 3 years ago 

আপু আপনার সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ।

সবার দেখছি গোলাপ ফুল পছন্দ।আসলে গোলাপ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে।আপনার চারটি গোলাপ ফুলের ভিতরে লালটাকে খুব আকর্ষণীয় লাগছে।গোলাপের পাশাপাশি আমার কলাবতি ফুলটাকেও খুব ভালো লাগে।আর আপনার ৬ নম্বর ছবিটি অনেকটা সোনালি গাছের ফুল বলে মনে হচ্ছে।আমি সিওর না তবে না অনেকটা ওরকমই লাগছে।সর্বোপরি আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফি দারুণ ছিল।শুভকামনা রইলো আপু।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যর জন্য ধন্যবাদ

 3 years ago 

ওয়াও আপু আপনি সত্যিই অনেক সুন্দর ছবি তুলেছেন। প্রত্যেকটি ছবিই অনেক সুন্দর হয়েছে।
আপনার ছবি তোলার দক্ষতা দেখে আমি মুগ্ধ।
আপনার জন্য শুভ কামনা।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু!!!! দারুণ হয়েছে সবগুলো ফুলের ছবি। বিশেষকরে মধুমালতি ফুলটা আমার কাছে ভালো লাগে। আমাদের এইদিকে অনেক পাওয়া যায়। তবে ফুলের নামটা জানতাম না। আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ফুল পছন্দ করে না এমন পাওয়া যাবে না বললেই চলে। প্রতি টা ছবি সেই ছিল সত্যি।আপনি আপনি সব সময় মান সম্মত পোস্ত করেন । অনেক কিছু শিখার আছে আপনার কাছ থেকে।

 3 years ago 

আপনি সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ বোন রিপ্লে দেয়ার জন্য।

 3 years ago 

ফুল আমার খুব পছন্দের। আপনি খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন। সব গুলো ছবিই দেখতে অসাধারণ। আমার কছে সাদা গোলাম টা বেশি ভালো লাগছে।

 3 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যর জন্য ধন্যবাদ

আপু,আপনি সত্যিই অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। তবে বিশেষকরে মধুমালতি ফুলটা আমার কাছে ভালো লাগে। আমাদের এইদিকে অনেক পাওয়া যায়। তবে ফুলের নামটা জানতাম না। শুভকামনা রইলো আপু।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63135.01
ETH 2546.56
USDT 1.00
SBD 2.64