DIY-আ্যক্রেলিক রঙ দিয়ে মোবাইলের কাভার ডিজাইন (১০% 🦊🦊)

in আমার বাংলা ব্লগ2 years ago

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করছি। আজ আমি আপনাদের সাথে নতুন একটি কাজ নিয়ে হাজির হয়েছি। কাজ শেয়ার করার আগে আপনাদের কিছু কথা বলে নেই । অনেকদিন ধরে ভাবছিলাম ফোনের কাভার চেঞ্জ করবো অনেক পুরাতন হয়ে গেছে। আমার রুমমেট তো সারাদিনই বলে তুই কি এটা চেঞ্জ করবি না কখনো। আমি বললাম আরে পরীক্ষাটা শেষ হোক না চেঞ্জ করে নিবো নে সমস্যা নাই। কিন্তু আজ হঠাৎ করে আমার মাথায় একটা প্ল্যান চলে আসলো। আমি ভাবলাম এটা যদি চেঞ্জ না করে আমি নিজেই এর একটা আলাদা রূপ দেই তাহলে কেমন লাগে। তাই সিদ্ধান্ত নিলাম আমি ব্যাক কাভার রং করব। যেই কথা সেই কাজ। যদিও আমার এই কাজে কখনো কোন এক্সপিরিয়েন্স ছিল না। আমি ভেবেছিলাম যদি ভালো না হয় তাহলে কাভার তো আমি চেঞ্জ করব সমস্যা নেই। তাই রিস্ক নিয়ে শুরু করে দিলাম। আমি যখন কাজ করতেছিলাম আমার রুমমেট বেশ মজা নিচ্ছিল। আমার ভিতরে কোনো কনফিডেন্স ছিল না আসলে কেমন হতে যাচ্ছে। এর কিছুক্ষণ পরে যখন আমি কাজটি শেষ করলাম আমার ভিতরে সত্যি এক প্রশান্তি বয়ে গেল। নিজের চোখে অনেক ভাল লাগছিল। আমার রুমমেট তো অবাক হয়ে গেল সে এখন ধর্ণা ধরেছে তাকে ওরকম করে দিতে। সত্যি আমি কখনো বিশ্বাস করতে পারিনি যে কাভারটি এত সুন্দর হবে। খুব সিম্পল ভাবে তৈরি করার চেষ্টা করেছি এক্রেলিক কালার দিয়ে। চলুন কিভাবে তৈরি করেছি তা আপনাদের ধাপে ধাপে দেখায়

IMG-20220426-WA0011.jpg

উপকরণ

  • মোবাইল ব্যাক কাভার
  • আ্যক্রেলিক কালার
  • ব্রাশ
  • পেন্সিল
ধাপ-১

IMG-20220426-WA0000.jpg

  • প্রথমে আমার ফোনের ব্যাক কাভাত ভালো করে পরিষ্কার করে নিয়েছি।
ধাপ-২

IMG-20220426-WA0001.jpg

  • এই পর্যায়ে লাল কালার দিয়ে কাভারের উপর ব্রাশ করে নিচ্ছি।
ধাপ-৩

IMG-20220426-WA0002.jpg

  • পুরো ব্যাক কাভার লাল রঙ নেওয়ার পর।
ধাপ-৪

IMG-20220426-WA0003.jpg

  • ব্যাক কাভার লাল রঙ করে নেওয়ার পর আরো ভালো ভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-৫

IMG-20220426-WA0004.jpg

  • ফিনিশিং দেওয়ার পর
ধাপ-৬

IMG-20220426-WA0006.jpg

  • এই পর্যায়ে পেন্সিল দিয়ে ছোট গোল দাগ করে নিয়েছি। কারণ এইটা আমি ডিজাইন করব। গোল দাগ গুলো সাদা কালার দিয়ে ভরাট করব।
ধাপ-৭

IMG-20220426-WA0007.jpg

  • এই পর্যায়ে পুরো ব্যাক কাভার সাদা রঙ দিয়ে ফোটা ফোটা করে দাগ দিয়েছি।
ধাপ-৮

IMG-20220426-WA0008.jpg

  • এই পর্যায়ে সাদা দাগ গুলোকে কালো বর্ডার দিব।যদিও আমি জানতাম না কেমন হবে বর্ডার দিলে তবুও সাইনপেন দিয়ে বর্ডার দেওয়া শুরু করলাম।আমি ভয়ে ছিলাম সব টা যেন নষ্ট না হয় আবার।
ধাপ-৯

IMG-20220426-WA0009.jpg

  • কালো বর্ডার দেওয়ার পরের অবস্থা।দেখতে কিন্তু ভালো লাগছে।সেই সাথে আমার ভয়টাও চলে গেল।
ধাপ-১০

IMG-20220426-WA0010.jpg

  • এই পর্যায়ে আমার কাভারটি ফাইনাল রুপ পেয়েছে।
ফাইনাল ধাপ

IMG-20220426-WA0011.jpg

  • কাভার ফোনে লাগানাক পর। আমার সত্যি অনেক ভালো লাগছিল এই ভেবে যে আমার ফোনে কাভারটি অনেক সুন্দর লাগছে। আশা করছি আপনাদের ও ভালো লাগবে।

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন আপু নতুন না কিনে এই আইডিয়া টা একদম ভালো ছিল। যদি আমরা এভাবে নিজেদের কিছু জিনিস নিজেরা তৈরি করে নিতে পারি তাহলে আমার কাছে বেশি ভালো লাগে। আপনি তো একদম মোবাইলের কভার টা কে দুর্দান্তভাবে তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে একে বারেই নতুন কিনে নিয়েছেন। বলতে গেলে কভার্ট আর লুক পাল্টে দিয়েছেন। দারুন হয়েছে আপু।

 2 years ago (edited)

হুম আপু এত বুদ্ধি কই পান বলেন তো!! আমার ফোনের কভার টা ভেবেছিলাম চেঞ্জ করবো। কিন্তু আপনার এই বুদ্ধি দেখে মনে হচ্ছে তা করতে হবে না। আমি ওই ভাবে আমার ফোনটির কভার ডিজাইন করে নেব। খুব সুন্দর করে আপনি আপনার ফোনের কভারের ডিজাইন করেছেন আপু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য শুভেচ্ছা রইল। মনমুগ্ধকর ছিল আপনার ডিজাইন টি।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার অসাধারণ প্রতিভা দেখে আমু মুগ্ধ। কি ছিলো আর কি বানাইলেন! আপনার ৩০০ টাকা বেঁচে গেলো। আমার ও একটা ডিজাইন করতে হবে। আমার কাছে রং নাই থাকলে কালকেই চেষ্টা করতাম।। আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পেইন্টিং করার কৌশল দেখিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার মন্তব্য অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই রঙের নাম আমি প্রথম শুনলাম, তবে বেশ উপকারী একটি পোস্ট করলেন আপনি, বছর খানেক আগে আমি একটি মোবাইল কিনেছিলাম, চমৎকার একটি সিলিকন ব্যাক কভার দিয়েছিল সাথে, যদিও ফোনের নিরাপত্তা ছিল না তবুও বেশ ভাল লাগত হাতে নিলে, কিছুদিন ব্যবহার এর পরেই এটি হলুদ হয়ে যায় কোনভাবেই হলুদ দাগ উঠানো সম্ভব না। আপনার দেখানো পদ্ধতিতে এটি আবার ব্যবহার করার যোগ্য হবে।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে আ্যক্রেলিক রঙ দিয়ে মোবাইলের কাভার ডিজাইন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অনেক দিন পর প্রিয় আপু চমৎকার কাজ গুলো দেখতে পারলাম। অ্যাক্রেলিক রং দিয়ে মোবাইলের কভার ডিজাইন সত্যিই আমার তো নিতে মন বলছে কভারটা নিতে। যাই হোক পরীক্ষা শেষ করে আবার চলে আসলেন বেশ ভালো হলো। আসলে কভারটি কি ছিল আর আপনি কত সুন্দর বানিয়ে ফেললেন আমি তো অনেক অবাক হলাম। বেশ দারুন লাগছে।

আপু আপনি খুবই চমৎকার হবে একটি ইউনিক আইডিয়া দিয়ে মোবাইলের কাভার প্রিন্ট করেছেন। আপনার এমন আইডিয়া দেখে আমার সত্যিই অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল আশা করি সামনের দিনগুলোতে আরো ভালোবেসে করবেন ইনশাল্লাহ।

 2 years ago 

ওয়াও আপনি খুব সুন্দর আইডিয়া বের করেছেন। আপনার আইডিয়াটা আমার কাছে অনেক ভাল লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে মোবাইলের কাভার কালার করেছেন। এভাবে যদি আমরা নিজের আইডিয়া বের করে পুরাতন জিনিসকে নতুন করে নিতে পারি তাহলে নিজেদের কাছেই ভালো হয়। আপনি খুব সুন্দরভাবে ধাপে ধাপে মোবাইলের কাভার কালার করার প্রক্রিয়া বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনার মোবাইলের কাভার এর মত আমার মোবাইলের টিও এমন হলদে ভাব চলে এসেছে। যাক এই আইডিয়াটা এপ্লাই করা যাবে এখন। কিন্তু একটু ভয় লাগে যদি না হয়। যাইহোক আপু আপনার এই আইডিয়া টা সেই লাগছে। খুব দারুণ হয়েছে এই আইডিয়া। ধন্যবাদ আপু সুন্দর একটি ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য ও আপনার জন্য অনেক শুভকামনা রইলো। 😊😊

 2 years ago 

আপনি আজকে আমাদের সাথে অ্যাক্রিলিক দিয়ে মোবাইলের সুন্দর একটি কভার তৈরি করে দেখিয়েছেন এবং এর ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক ভালো হয়েছে এবং আপনার পোস্টটি অনেক ইউনিক হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60531.60
ETH 2905.83
USDT 1.00
SBD 2.33