32.386 Steem, Power up | নির্ধারিত ক্লাব মেইনটেইন করে ৩২.৩৮৬ স্টিম পাওয়ার আপ।
নির্ধারিত ক্লাব মেইনটেইন করে ৩২.৩৮৬ স্টিম পাওয়ার আপ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আগের তুলনায় একটু ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ শারীরিকভাবে সুস্থ আছি।
আপনারা অবগত আছেন যে, বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট প্রবলেম চলছে। এমন একটা পরিস্থিতিতে আছি যে, সময় মত পোস্ট লিখতে পারছি না সময় মত পোস্ট করতে পারছিনা, সময় মত আপভোট করতে পারছি না, এমনকি সময় মত পাওয়ার আপ ও করতে পারছি না। আমি যখনই পাওয়ার আপ করি তখনই ক্লাব মেইনটেইন করে পাওয়ার আপ করার চেষ্টা করি।
এই সপ্তাহেও আমি ক্লাব মেইনটেইন করে ৩২.৩৮৬ স্টিম পাওয়ার আপ করেছি। তো বন্ধুরা চলুন আমার পাওয়ার আপ করার পদ্ধতি বিস্তারিত আপনাদেরকে বলে দেব। আশা করি এখান থেকে নতুনদের জন্য পাওয়ার আপ করার পদ্ধতি শেখা হয়ে যাবে। যারা পুরাতন তারা তো অভিজ্ঞ আর যারা নতুন তাদের জন্য এই পোস্টটি অনেক সহায়ক হবে আমি মনে করি।
স্টেপ ১
আমরা যেহেতু স্টিম পাওয়ার আপ করব তাই সর্বপ্রথম আমাদের স্টিমেট অ্যাকাউন্টটি লগইন করে নিতে। এবং পাশাপাশি আপনার ওয়ালেট যদি লগইন করা না থাকে তাহলে আপনি আপনার ওয়ালেটটি লগইন করে নেবেন। আপনার একাউন্টে ঢোকার পরে ওয়ালেট অপশনে চাপ দেবেন। এরপরে ডানপাশে উপরে থ্রিডট অপশন দেখতে পাবেন, যদি লগইন না থাকে তাহলে সেখানে চাপ দিয়ে সাইন ইন করে নেবেন। আমাদের ওয়ালেটটি লগইন হয়ে গেল।
স্টেপ ২
এরপরে একটু স্কোল করে নিচে গিয়ে দেখবেন আপনার কত স্টিম জমা হয়েছে, তবে সর্বদা মাথায় রাখবেন যে, আপনাকে কোন একটা ক্লাব নিয়ন্ত্রণ করতেই হবে। যেমন, ক্লাব ১০০ ক্লাব ৭৫ ক্লাব ৫০। আপনি যে ক্লাবে থাকেন সেই ক্লাবটি অবশ্যই মেইনটেইন করার অনুরোধ রইলো। আমি যেহেতু ক্লাব ৫০৫০ তে আছি তাই আমি সেটাই মেইনটেইন করে ৩২.৩৮৬ স্টিম পাওয়ার আপ করব। আপনি আপনার ব্যালেন্সে থাকা স্টিম এর ওপর চাপ দেবেন দেখবেন পাওয়ার আপ লেখা আছে, আপনি পাওয়ার আপে চাপ দিয়ে দেবেন।
স্টেপ ৩
এরপরে ফটোতে দেখা যাচ্ছে এমন একটা ইন্টারফেস শো করবে, আপনি আপনার এভেলেবেল ব্যালেন্সের উপর চাপ দিয়ে সিলেক্ট করে নেবেন কত স্টিম পাওয়ার আপ করবেন। আমি যেহেতু ৩২ স্টিম পাওয়ার আপ করব তাই আমি ব্যালেন্সে চাপ দিয়ে পাওয়ার আপ এ চাপ দিলাম। এরপরে কনফার্ম করার জন্য "ওকে" বাটনে চাপ দিতে হবে। এরপরে অল্প কিছু সময় প্রসেসিং হবে তারপরে পাওয়ার আপ হয়ে যাবে।
তো চলুন ব্যালেন্স চেক করে দেখি পাওয়ার আপ হয়েছে কিনা? আমার ব্যালেন্স ছিল ৭৮৩.০২৫ স্টিম প্লাস ৩২.৩৮৬ = ৮১৫.৪১১ স্টিম।
তো বন্ধুরা এভাবেই আমি আমার স্টিম পাওয়ার আপ করেছি। আপনারা যখন পাওয়ার আপ করবেন তখন এভাবেই পাওয়ার আপ করতে পারবেন তবে আপনার নির্ধারিত ক্লাব অবশ্যই মেইনটেইন করবেন।
মনে রাখবেন, ব্যালেন্সের শক্তি বাড়াতে পাওয়ার আপ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার ইচ্ছে আছে আমি স্টিমেট প্ল্যাটফর্মে পর্যাপ্ত পরিমাণ পাওয়ার করব ইনশাআল্লাহ। তাই আপনাদের মূল্যবান দিক নির্দেশনা আশা করছি।
আমার লেখাটি পড়ে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। |
---|
আমার পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন। |
---|
X promotion
https://x.com/Monarul265535/status/1817980493381648653?t=-_2ojhGhtXEQlP1Uv-XmxQ&s=19
Hi, Greetings, Good to see you Here:)