এবিবি-ফান প্রশ্ন ১৯০ | মন বসে না পড়ার টেবিলে কিন্তু কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মন বসে না পড়ার টেবিলে কিন্তু কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মন সব জায়গাতেই বসে, খালি পড়ার বেলায় টেবিলে বসতে চায় না। ঘটনা কি?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মন তো চুরি হয়ে গেছে সে কখন থেকে পড়ার টেবিলে এই বয়সে মন বসবেনা আমার🤭🤭🤭। শুধু মনের মানুষের কথা ভাবতে মন চাই তাই পড়ার টেবিলে মন বসেনা। এখন তো মোবাইলের যুগ তাই মোবাইলে চ্যাটিং করতে ইচ্ছে করে। সুন্দর সুন্দর নাটক মুভি দেখতে মন চাই আর প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ইচ্ছে করে😍😍😍😍।
মোবাইল ই সব নষ্টের মূল তাহলে। পড়াশোনাটা তাহলে মোবাইল ই খেয়ে দিলো দেখছি 😂।
আমার পড়ার টেবিল ভাঙা তাই পড়তে গেলে মন বসেনা। 🫠🫠
পড়ার টেবিল মেরামত করেন নয়তো নতুন কিনেন। তবুও পড়ার টেবিলে মন বসাতেই হবে আপু 😂।
পড়ার টেবিলে কোন খাবার পাওয়া যায় না এজন্য।
এটা দারুণ বলেছেন ভাইয়া। আপনার উত্তরটা কিন্তু বেশ পছন্দ হয়েছে। আজকাল তো আমার পড়ার টেবিল রং, তুলি, আর্ট পেপার এসবে ভরে গেছে।😅😅
জাতীয় সমস্যা।এর কারণ একটাই হতে পারে,পড়াশোনা কষ্টসাধ্য একটা ব্যাপার।পড়াশোনার সময় মস্তিষ্কে ডোপামিন কম রিলিজ হয়। যার কারণে পড়ার টেবিলে মন বসেনা।🙃
মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নীচে অন্ধকার। এইজীবনে চাইলাম যারে হইলো নাতো সে আমার. . . . আর তাই তো মন বসে না পড়ার টেবিলে। হি হিহি
ভাইয়াকে এখনই বলতেছি? এগুলো তাহলে আপনার কারণ?
কারন মন হলো উড়ন্ত পাখি।মেয়েরা সুন্দর ছেলের প্রেমে আর ছেলেরা সুন্দরী মেয়ের প্রেমে হাবুডুবু খেতে খেতে মন আর পড়ার টেবিলে বসে না।☺️☺️
একটা গান আছে না মনে মনে না মিললে মন, মিলবে না ওজন। তাই মন ওজন মিলাতে ব্যস্ত সেজন্য মন পড়ার টেবিলে থাকে না। 🤣🤣🤪🤪
কারণ মন চায় শুধু রঙের ঘোড়া দৌড়াইতে 🤣🤣।
টেবিলে কড়াপোকা থাকে। আর পড়ার সময় কটকট শব্দ করে, আর এর জন্যই পড়ার টেবিলে মন বসে না।
তাহলে ভাই প্লাস্টিকের টেবিল ব্যবহার করবেন পড়ার সময়। এই সমস্যা সমাধান হয়ে যাবে। 🤣🤣
টিচার না আসায় পড়াগুলো কঠিন লাগছিল তাই পড়ার টেবিলে মন বসে না।