এবিবি-ফান প্রশ্ন - ১৫৬ || আমার শহরের পুরোটা জুড়ে তুমি তবে তোমার শহরের কোথাও নেই আমি । কিন্তুু কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আমার শহরের পুরোটা জুড়ে তুমি তবে তোমার শহরের কোথাও নেই আমি । কিন্তুু কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
কেন নে যে নেই তার সঠিক কারণ আমার জানা নেই। দেখি আপনাদের কাছ থেকে শুনি, ঘটনা কি?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার শহরটা পরিষ্কার-পরিচ্ছন্ন নির্মূল বাতাসের জন্য। সেখানে জায়গা নিতে হলে হতে হবে প্রেমে পারদর্শী। থাকতে হবে হৃদয়ে ভালোবাসা। ধরতে হবে আমার দুটি কোমল হাত। কিন্তু এতসব তো তুমি বোঝনা। তাই আমার শহরে আমি ছাড়া আর কারো বসবাস নেই। সেখানে তুমি তো দূর ছাই।হি হি হি
হাসলাম অনেকটা সময় মন্তব্যটা পড়ে।
আমার শহরে তুমি ছাড়া আর কেউ নেই। আর তোমার শহরে কাজিনরা আছে,বড় ভাইয়া আছে,টাকা ওলা টাকলু আঙ্কেল আছে,কাপড়ের দোকানের ভাইয়া আছে,কলেজের বাইক ওলা জাস্ট ফ্রেন্ড আছে,পাশের ফ্লাটের ছেলেটাও আছে, ডিএসএলার ক্যামেরা ওলা ভাইয়া আছে, ফেসবুক ম্যাসেন্জারের অনেক জাষ্ট ফ্রেন্ড আছে তাদের ভিড়ে আমার জায়গা নেই,হা হা হা।🤣🤣🤣
আমার শহরে সিট খালি আছে তাই আমার শহরে সে কিন্তু তার শহরে সিট খালি নাই।
কারনটা একদম পানির মতো সোজা, আমার মোবাইলে সিঙ্গেল সিম আর তার মোবাইলে রয়েছে ডাবল সিমকার্ড, হা হা হা।
হাফিজ ভাই এখন তো সব মোবাইলেই ডবল সিম, আপনি এখনও সিঙ্গেল রেখেছেন কেন। হা হা হা...
আরে ভাইয়া শহরের অলিতে গলিতে অনেক কাকপক্ষী থাকে,কিন্তু কাকপক্ষীর শহর মানে ঘন জঙ্গলে তো আর মানুষের বসবাস হবে না তাই আরকি তার শহরের কোথাও আমি/আপনি নেই,হাহাহা।
একতরফা ভালোবাসাগুলো এমনই হয়।যেখানে জায়গা খালি থাকে সেখানে টুপ করে কল্পনার মানুষটি পুরো শহর জুড়ে বিরাজ করে মনের গহীনে কিন্তু তার শহরে আমি ও আমার জায়গা নেই।
ছেলেরা তাদের হৃদয়ের সবটা দিয়ে প্রিয়কে ভালোবাসে যার কারণে তাদের পুরো শহরটাকে ঘিরে সেই মেয়েটি থাকে কিন্তু মেয়েরা তাদের হৃদয়ের সবটা দিয়ে ভালোবাসে না।যার কারণে খুব সহজে অন্য ছেলের কাছে চলে যায়।মানে একটু উন্নত শহর পেলেই সেই দিকে ছুটে যার।
আমার শহরের পুরোটা জুড়ে তুমি ঠিকই আছ, তবে তোমার শহরে এতো মানুষের ভিড় তাই আমার জায়গা হয় না। পারলে মানুষের ভিড় একটু কমিয়ে ফেলো। আবার না ও পারতে পার,কারণ তুমি তো আকাশ বেশি দেখ। আর যারা আকাশ বেশি দেখে, তাদের মন এমনিতেই নাকি অনেক বড় হয়ে যায়। তখন কাউকে আর মানা করতে পারে না। যাইহোক আবারও বলছি যদি সম্ভব হয় তোমার শহরের মানুষ একটু কমিয়ে ফেলো,আর আমাকে একটু জায়গা দিও। 🤣🤣🤣
আমার শহরের পুরোটা জুড়ে তুমি তবে তোমার শহরের কোথাও নেই আমি কারণ এটা একতরফা ভালোবাসা।