এবিবি-ফান প্রশ্ন ১৮০ | প্রেম করে বিয়ে করা ভালো না কি...... করা ভালো?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রেম করে বিয়ে করা ভালো নাকি বাবা মার পছন্দে বিয়ে করা ভালো?

প্রশ্নকারীঃ

@alsarzilsiam

প্রশ্নকারীর অভিমতঃ

আমার কাছে দুটিই ভালো মনে হয়। কারণ মাঝেমাঝে বাবা-মা এমন মেয়ে পছন্দ করেন যেসব মেয়েদের কে কখনো পটাতে পারতাম না, হাহাহা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

প্রেমে বিয়ে করা ভালো। যদি একে অপরের সাথে বোঝাপরা ভালো থাকে।কারন প্রেম করার সময় চোখে রঙিন চশমা থাকে।যা বিয়ের পর থাকে না।যদি প্রেমের সময় এবং বিয়ের পরে একই মন মানসিকতা থাকে। তবে বাবা মার পছন্দের বিয়ের চেয়ে প্রেমের বিয়েরই বেশি সুখ থাকে।

 last year 

বাহ বাহ, সুন্দর বলেছেন।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

সুন্দর কথা বলেছেন৷ আমি আপনার সাথে একমত ভাই🥰।

 last year 

অসংখ্য ধন্যবাদ, সহমত পোষণ করে পাশে থাকার জন্য।

 last year 

ঘটনা কি হঠাৎ প্রেম আর বিয়ে নিয়ে পরলেন কেন😉😉ঘটনা বেশ সন্দেহজনক।যখন প্রেমে হাবুডুবু খাবেন তখন মনে হবে প্রেম করে বিয়ে করা ভালো।আর যখন ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে যাবেন তখন মনে হবে বাবা মায়ের পছন্দে বিয়ে করা ভালো🤣🤣।

 last year 

বিয়েই তো করতে হবে, বাসায় তো বুঝে না আপু, হাহাহা।

প্রেম বিষয়ে ভালোই অভিজ্ঞতা আছে দেখছি আপনার, ব্যাপারটা কি বলেন তো.....?😉

 last year 

আরে ভাই একটা কথা আছে না, দিল্লিকা লাডু যে খাবে সে পস্তাবে আর যে না খাবে সে ও পস্তাবে। তাই বিয়ে আগে বা পরে প্রেম করা একই কথা। ছাগলে বলি হবে এটা নিশ্চিত।

 last year 

আমি ১০০ ভাগ সহমত এই কথার সাথে।

 last year 

হাহাহা, তাই দিল্লিকা লাড্ডু খেয়ে পস্তানো ভালো।

সিয়াম ভাই, আপনি প্রেম করেই বিয়ে করেন বা বাবা-মার পছন্দমতই বিয়ে করেন দুটোতেই আপনাকে বলির পাঠা হতে হবে এটা তো নিশ্চিত। যেমন ধরুন ধারালো ছুরি আপনার হাতের উপর এসে পড়ুক বা আপনার হাত ধারালো ছুরির উপর গিয়ে পড়ুক দুটোতে কিন্তু আপনার হাত কাটবে চুরির তেমন কোনো বিশেষ ক্ষতি হবে না। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি একটা কাজ করেন, যে প্রেম করে বিয়ে করেছে আর যে বাবা-মার পছন্দ মত বিয়ে করেছে এই দুইজন লোকের ইন্টারভিউ নেন। তাহলে আপনার মনের ভুল ভ্রান্তি সব দূর হয়ে যাবে। সবথেকে ভালো হয় চলেন দুই ভাই মিলে সন্ন্যাস নিয়ে নেই, তাহলে আর এসব নিয়ে টেনশন করা লাগবে না।
 last year 

চলেন যাই, কই যাবেন জায়গা ঠিক করছেন.??

অনেক আগে থেকেই ঠিক করে রেখেছি, হিমালয়ে চলে যাব দুই ভাই।😂

 last year 

আমার মতে কোনটাই করা উচিত না। খাল কেটে কুমিরা আনা আর কুমির এনে খাল কাটা একই ব্যাপার হল🤣🤣। বিপদ সব দিকেই থাকবে। তাই বলব যদি সত্যি বিপদমুক্ত থাকতে চাও তাহলে বিয়ে থেকে দূরে থাকাই ভালো। এই বানীগুলো আমার না । এই বানীগুলো বিবাহিত পুরুষ এবং মহিলাদের কাছ থেকে বিভিন্ন সময় পেয়েছি তাই জানালাম। 🤭🤭

 last year 

হাহাহা,এমনি তো আর বলে না, বিবাহ= বিপদ বাড়ানো হল।

 last year 

হ্যাঁ ভাই এইজন্যই বিয়ে জিনিসটা অনেক ভয় পাই। 🤪🤭

 last year 

আমার মতে,বাবা মার পছন্দে বিয়ে করা ভালো।কারন কিছু একটা সমস্যা হলে বাবা -মায়ের ঘাড়ে দোষ চাপানো যাবে,নিজের কপালকে হাত চাপড়াতে হবে না।হি হি☺️☺️

 last year 

এটা আমার অনেক বন্ধুর সাথেই হয়েছে, হাহাহা।

 last year 

তাহলে আর চিন্তা কিসের,বন্ধুদের দলে যোগ দিন।হি হি

 last year 

প্রেম করে বিয়ে করাই ভালো। কোন কিছু বাসায় নেয়ার আগে দেখে শুনে বুঝে নেয়াই ভালো। আর অন্য কেউ যদি বাসায় এনে দেয় সেটা পচা বা নষ্ট হলেও ফেরত দেয়া যাবে না।

 last year 

তাহলে তো দেখে শুনেই বিয়ে করতে হয়, হাহাহা।

আর অন্য কেউ যদি বাসায় এনে দেয় সেটা পচা বা নষ্ট হলেও ফেরত দেয়া যাবে না।

প্রেম করলে কি পঁচা বা নষ্ট হলে ফেরত দিতে পারবেন?

 last year 

মা-বাবার পছন্দে বিয়ে মানে হঠাৎ সাপের কামড় খাওয়া। আর প্রেম করে বিয়ে করা মানে সাপের সামনে গিয়ে ডান্স করা। মানে আপনি সাপকে ডাকতেছেন কামড় দেওয়ার জন্য,হা হা হা।🤣🤣🤣

 last year 

প্রেম করে বিয়ে করা সবচাইতে ভালো। জেনেশুনে বাঁশ অজানা বাঁশের থেকে অনেক ভালো।

 last year 

বাঁশ তো বাঁশই দাদা! 🤣🤣সেটা জানা হোক বা অজানাই হোক, ব্যথা পাওয়ার ক্ষেত্রে কোনটাই ছাড় দেবে না 🥱🤪।

 last year 

বাহ বাহ, মজা পেলাম ভাই।

😄😄😁😁

 last year 

আমার মতে প্রেম করে বিয়ে করা অনেক ভালো হবে, কেননা প্রেম করে বিয়ে না করে ভালোবাসার মানুষটিকে অন্যজন বিয়ে করলে সারাজীবন আফসোস করতে হবে,আর বিয়ে করলে ভালোবাসার মানুষটি সারাজীবন আপনার সাথে থাকবে।

 last year 

কথা ঠিক, তবে কিছু কথা আছে যা বলা যাবে না, হাহাহা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88506.38
ETH 3332.66
USDT 1.00
SBD 2.94