আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৮৩

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

ভালোবাসি তোমায় আমি
তুমি ও কি বাসো,
ভালোবাসলে বলো না কেন
চুপ করে কেন থাকো!

ভালোবাসি তোমায় অনেক
প্রকাশ করতেই ভয়,
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
করবো বিশ্ব জয়।

লেখক

@alsarzilsiam

লেখক এর অনুভূতি:

ভালোবাসার একটি অনুভূতি এবং একতরফা ভালোবাসা গুলো সেই অনুভূতিকে প্রকাশ করতো অনেক ভয় পায়, ঠিক একই বিষয় নিয়ে এই অনু কবিতাটি লিখেছি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

কত যে ভালো বাসি তোমায়
আমায় কি তুমি ভালোবাসো?
এত ভালো বাসো বুঝি
কই, বললে না তো কভু!!

ভালোবেসে রেখেছি তোমায়
আমার পুরো হৃদয় জুড়ে
বলতে পারিনি কখনো
হারিয়ে যাওয়ার ভয়ে।।

তোমার প্রেমে রোজ আমি
বুনছি স্বপ্ন হাজারো
তোমায় নিয়ে আমার জীবন
সুখেতে কাটাবো।।

 2 months ago 

দারুন হয়েছে আপু, মনে হলো আমার কবিতার শেষ অংশ পড়লাম।

 2 months ago 

ভালোবাসি ভালোবাসি
তোমায় হাজার, শত-
অযুত, লক্ষ, নিযুত, কোটি
সংখ্যা আছে যত।

এই হৃদয়ে একমাত্র
তোমার বসবাস,
ভালোবাসি ভালোবাসি
বলবো বারোমাস।

 2 months ago 

দারুন হয়েছে, সেই সাথে দারুন ছন্দমিল।

 2 months ago 

তোমায় নিয়ে ভাবি
আমি সারাদিন ভোর
তুমি আমার জীবন
তুমি আমার মরণ ।

তুমি কেন বলো না আমায়
ভালোবাসো আমায়
চুপ করে থাকলে কি আর
ভালোবাসা হয়।

তোমার আমার প্রেম কাহিনী
প্রকাশ করতেই ভয়,
দুজন মিলে করব আমরা
ভালোবাসার বিশ্বজয়।

 2 months ago 

বিয়ে করে তো কবি হয়ে গেছো।

 2 months ago 

আমি ভালোবাসি তোমায় তোমার প্রেমে মগ্ন
তবে তুমি এত চুপ কেন?
তোমার নীরবতা আমাকে করেছে বিষন্ন
তবে তুমি কি ভালোবাসো না আমায়!
কিছু বলো না কেন?

যদি ভালোবাসো চিৎকার করে বলো
আকাশ বাতাস সাক্ষী রেখে,
শুধু একবার জানাও তুমি আমায় ভালোবাসো
তাহলে বুঝে নেব তুমি আমারি আছো।

 2 months ago 

ওয়াও দারুন হয়েছে।

 2 months ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

তোমায় নিয়ে অনেক স্বপ্ন হৃদয়ে আমার
কল্পনার রং তুলিতে আকছি ছবি তোমার।
তোমায় নিয়ে বেঁধেছি,
মনে অনেক আশা
সত্যি করে বলো তুমি
করবে না তো নিরাশা,
ভালোবাসি তোমায় বন্ধু
তাই তো লাগে ভয়,
একতরফা মনটা দেওয়া মিছে যদি হয়।

 2 months ago 

দারুন হয়েছে আপু।।

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

তুমি আমার অন্ধকারের মিটিমিটি জোনাকির আলো।
তুমি আমার আপন,তোমায় বেসেছি ভালো।
তোমায় পেলে দূর হয় আধার কালো।
যতই দেখি তোমায় আমি লাগে যে ভালো।

মায়া ভরা মুখ তোমার গোলাপ রাঙ্গা হাঁসি।
কি করে যে বলি তোমায়, এতো ভালোবাসি।
ভালোবেসে হৃদয় মাঝে দিও আমায় ঠাই।
তোমার মনের একটি কোণে, একটু জায়গা চাই।

 2 months ago 

আপনি তো কবি হয়ে গেলেন ভাই, অসাধারন হয়েছে।

 2 months ago 

ধন্যবাদ ভাইজান। 💞

 2 months ago 

তোমায় নিয়ে হাজার স্বপ্ন হাজার অনুভূতি
তোমায় ছাড়া ভাবনাহীন আমার জীবনগতি।
তুমি আছো হৃদয় মাঝে আমার ছোট্ট কুটিরে
বলতে পারিনা কভু অজানা ভয়ের কারণে।

তোমাকে হারানোর ভয়ে বলতে পারিনা কোন কথা
তুমি কি আমায় ভালোবাসবে প্রিয়ঞ্জনা?
যদি নাই বাস মোরে ভালো
তবে না-বলা ভালোবাসা থাকবে চিরকালে।

 2 months ago 

অসাধারন হয়েছে ভাই। ভালোবাসার অনুভূতি পেলাম।

 2 months ago 

বাহ দারুণ লিখেছো।

 2 months ago 

ভালোবাসার নেই কো প্রকাশ,
সেটা আমি জানি,
তাই বলে কি ভালোবাসলে,
আবেগ থাকে বেশী ।।

ভালোবাসি হৃদয় দিয়ে,
যার তুলনা নেই,
ভালোবেসে জীবন দিবো
বলে দিলাম তাই ।।

 2 months ago 

দারুন হয়েছে আপু, অসাধারন।

 2 months ago 

তোমায় নিয়ে ভাবনারা আজ
মেলে দিয়েছে ডানা
রঙধনু রঙ সাতটি রঙে
মন হয়েছে উতলা।

ভালোবাসা প্রকাশ করতে
মন দিয়েছে বাঁধা
মন সেজেছে তোমার নামে
তোমার ভালোবাসায়।

 2 months ago 

দারুন ছন্দমিল আপু,

 2 months ago 

বেশ ভালো ছিলো আপু।

 2 months ago 

তোমায় নিয়ে হাজারো স্বপ্নের নীড় বাধি
আমায় নিয়ে তুমিও স্বপ্ন দেখো কি?
মন থেকে আমায় যদি চাও
মুখে না বলে কেনো নিশ্চুপ রও।

ভীষণ ভালোবেসে ফেলেছি তোমায়
অবহেলা করো নাকি তাই প্রকাশে করি ভয়।
তোমায় নিয়ে মনে বেঁধেছি অকল্পনীয় আশা
তোমায় পেলে পাবো সব,দূরীভূত হবে সব নৈরাশা।

 2 months ago 

এক কথায় অসাধারন হয়েছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 65157.25
ETH 3492.49
USDT 1.00
SBD 2.44