এবিবি-ফান প্রশ্ন ১৮৫ || তিন অক্ষরে নাম তার সদা ভাসে আকাশে ......... ভাঙ্গো দেখি ধাঁধাটি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
তিন অক্ষরে নাম তার সদা ভাসে আকাশে । আমি দেখি, তুমি দেখ, মজা নেয় সবাই দেখে, প্রথম অক্ষর বাদ দিলে হাতে চলে আসে। ভাঙ্গো দেখি ধাঁধাটি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি বলে দিলে তো সবাই জেনে যাবে, তাই কিছু বললাম না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
উত্তরটি হবে: রংধনু।
রং বাদ দিলে ধনু আমাদের হাতে থাকে।
চার অক্ষর হয়ে গেল তো আপু। তবে তারপরও কিছু বলা যায় না, এটাও উত্তর হতে পারে।
সঠিক উত্তর
তিন চার বুঝি না। ভোট ও পেয়ে গিয়েছি। তার মানে এটাই সঠিক।
হা হা হা।
আমিও এটাই ভেবেছিলাম আপু তবে চার অক্ষর জন্য দেইনি।
উত্তর : রংধনু
রং বাদ দিলে ধনু ।
তিন অক্ষরের নাম হতে হবেতো। 😄
এটি আমিও ভেবেছিলাম আপু কিন্তু এটি চার ওয়ার্ড এর হয়ে যাচ্ছে সেই জন্য আর লিখিনি। তিন ওয়ার্ড দিয়ে নাম হবে দাদা সেটা উল্লেখই করে দিয়েছেন ।
কিন্তু এটাই পারফেক্ট হয় ।সব কিছুর সঙ্গে মিলে যায় ।রং কে একটা অক্ষর ভাবতে হবে।
হ্যাঁ আপু আপনি ঠিক কথা বলেছেন । দাদা যদি চার অক্ষরের কথা বলতেন তাহলে তো এটাই পারফেক্ট হত। যেহেতু দাদা তিন অক্ষরের কথা বলেছেন এই জন্যই কনফিউশন।
ওকে ভাইয়া দেখা যাক হবে যাই হোক কিছু একটা দাদা যা বলে।
ঠিক আছে আপু।
সঠিক উত্তর।
উত্তর:- কোকিল।
খেচর
আকাশ
আকাশ হয় কিভাবে, বলা হয়েছে সদা আকাশে ভাসে।
খেচর।খে বাদ দিলে থাকে চর। যা হাত দিয়ে দেওয়া হয়।
ধাঁধাটির উত্তর হবে "কাইট"
"কা" বাদ দিলে "ইট" হাতে চলে আসে।
আসলটা পাইছি ভাই পাইছি 🙃
সূর্যের সমার্থক শব্দ হলো "তপন" তাই সব সময় আকাশেই থাকে আর "তপন" থেকে ত বাদ দিলে "পন" হয়ে যায়। আর যারা বিয়ে করছে অনেকেই আছে শ্বশুরবাড়ি থেকে হাত দিয়ে এটা নিয়েছে 😁🙃 তবে আমি বিয়েও করি নাই আর "পন" নিই নাই।
তপনকে ধরে আনেন ভাই।
হুম ভাই চলেন সবাই মিলেমিশে যাই একসাথে।
ঈগল
কোকিল এর থেকে কো বাদ দিলে-
কিল থাকে। যা আমাদের হাতেই থাকে।