আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৫৫
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
ভেবেছি তোকে আর ডাকবো না
ভালবাসার আবেদন করে,
অন্তরে আর আবেগ নেই আমার
গিয়েছে সব সরে।
ভালোবাসা কি বুঝিস না তুই
তবে কেন শুধু শুধু এই মায়া,
সরে যাব তোর জীবন থেকে
পরতে দেব না আমার ছায়া।
লেখক
লেখক এর অনুভূতি:
একতরফা কখনো ভালোবাসা হয় না, ভালবাসতে গেলে দুটি মনের মিলন হতে হয়। তাই বলবো এমন ভালোবাসা থেকে সরে আসুন যে আপনাকে ভালোবাসে তাকেই ভালবাসুন ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভাবছি আর কল্পনার সমুদ্রে ভাসবো না
সব অনুভূতিকে ধূলিসাৎ করে,
তোকে দিলাম চিরতরে মুক্তি
দহন জ্বালায় আবেগ গেছে মরে।
ভালোবাসার মর্ম কি
কেন ভাবনার এত গভীরতা,
দূরে যাবো এই ভাবনা থেকে
করবো না আর সময় অপচয়তা।।
দিদি আপনার প্রতিটি অনু কবিতায় অনেক বেশি ভালো লাগে আমার কাছে। শব্দ চয়ন অনেক সুন্দরভাবে করতে পারেন আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দিদি।
ধন্যবাদ দাদা,প্রতিনিয়ত উৎসাহ দেওয়ার জন্য।
ভেবেছি তোকে আর বলবো না
ভালোলাগার শত কথা,
হৃদয়ের আবেগ দিয়েছি মাটি চাপা
ভুলেছি যত ব্যাথা।
কতটা ভালবাসি বুঝিস না তুই
তবে কেন এতটা ছলনার আশ্রয়,
হারিয়ে যাবো দূর ঐ নীলিমায়
দেবো না আর প্রহসন প্রশ্রয়।
ভেবেছি তোকে আর ভাববো না
কাছে আর তোকে ডাকবো না
শূন্য হয়েছে আবেগ আমার
তোর অবহেলার জন্য।
মনকে তুই বুঝিস না
মিছে কেন এই যন্ত্রনা
চলে যাবো অনেক দূরে
খুঁজে আর আমায় পাবিনা।
একতরফা ভালোবাসায়
আগলে রেখেছিলাম তোকে
অথচ তুই এক মুহূর্তও
বুঝিস নি এই আমাকে।
ভেবেছি তোকে আর ডাকবো না
সরে যাবো তোর থেকে
অপাত্রে ভালোবাসা আর বিলাবো না
এবার ভালোবাসবো শুধুই নিজেকে।
ভেবেছি তোকে দেখাবো না,
আমার হৃদয়ের শত আশা,
আশার মাঝে ছুরি মেরে,
নিয়ে এলে হতাশা।
ভালোবাসি তোকে আপন মনে,
তুই রয়েছিস অচেনা বাগানে,
তোর হয়ে তুই থাকিস এখন,
ছাড়বো আমি তোর ভুবন।
আমিও পাল্টে যাবো একদিন,
তখন খুঁজে পাবে না আর আমায় কোনদিন।
নিজেকে লুকিয়ে নেব অগোচরে,
পাবে না আমায় আর কোথাও জনস্বরে।
অসাধারণ হয়েছে
বাহ্ ভাই বেশ দুর্দান্ত হয়েছে কিন্তু কোন কবিতাটা। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
ভালোবাসা যখন বুজলি না তুই
তোকে আর কি বা বলি!
ভালোবাসা ছিল মনের আবেগ,
অপেক্ষায় হয়েছে যা শেষ।
অনেক ছিল আশা,
তবে দিন শেষে হয়েছি নিরাশা।
আমার অন্তর এখন শূন্য
ত্যাগ করে হয়েছি আমি ধন্য ।
হারিয়ে যাবো আমি,
তোর জীবন থেকে।
খুজে পাবি না এই আমাকে।
তোর কারণেই বাঁচে ছিলাম,
স্বপ্ন নিয়ে এই পৃথিবীতে।
তাই ভেবেছি তোকে আর ডাকবো না,
আমার এই কন্ঠ দিয়ে।
ভালোবাসা চাপিয়ে রাখবো,
বুকের এই মধ্যখানে।
তোর জীবনে থাকবো না আর,
মিছে স্বপ্ন নিয়ে।
দূরে কোথাও চলে যাব,
খুঁজে পাবি না এই আমাকে।
হারিয়ে যাব তোর জীবন থেকে,
ভালবাসারকে কবর দিয়ে।
ফিরে আর আসবো না কখনো,
তোর এই জীবন মাঝে।
ছন্দ মিলে রয়েছে, অসাধারণ ছিলো
ভেবেছি হারিয়ে যাবো,
ঐ দূর অজানায়।
যেখানে থাকবে নাকো কেউ,
থাকবো শুধু আমি একা।
ভালোবাসার মূল্য আমার,
বোঝোনি কখনো তুমি।
তাই আমি ছেড়ে দিলাম,
নীরবে তোমার পৃথিবী।
বেশ দারুন লিখেছেন ভাই লাইন গুলো। ভালোবাসার মূল্য না বুজলে ছেড়ে দেওয়াই উত্তম কাজ।