আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৭৪
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
জীবনের আয়োজনে তুমি
হৃদয়ের সেরা ঢেউ
জীবনের প্রয়োজনে তুমি
হৃদয়ের প্রিয় কেউ।
তুমি আছো বলে জীবনে
চঞ্চল রঙিন মন
তুমি আছো বলে হৃদয়ে
জাগ্রত মিষ্ট স্বপন।
লেখক
লেখক এর অনুভূতি:
কিছু অনুভুতি হৃদয়ের ভেতর হতে তৈরী হয়, কিছু ঢেউ সমুদ্রের ভালোবাসা হতে সৃষ্টি হয়, হয়তো কখনো জীবনের আয়োজনে অথবা কখনো জীবনের প্রয়োজনে। আমার বাংলা ব্লগ জীবনের প্রয়োজন এবং আয়োজন দুটোকে কেন্দ্র করে। শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
দিয়েছো তুমি নব-উদ্মাদনা
গভীর ভালোবাসায়
বাঁচার নতুন অনুপ্রেরণা
অনুভবের সিক্ততায়।
তুমি আছো বলে
আমি এখনো থমকে যায়নি
তুমি আছো বলে
আমি নারী, দুর্বল হয়নি।
তুমি যদি মোর সুখ হও,আমি হবো সে সুখের ঋণি।
তুমি যদি ডানামেলা পাখি হও,আমি হবো বিশাল আকাশ।
আমার কিরণে রাঙাবো তোমায়,জড়াবো বাতাসের শীতলতায়।
স্রোতের বিপরীতে ভাসাবো তোমায়,ঠাঁই দেবো মনের মণিকোঠায়।
লেলিহান শিখা নিভিয়ে দেব,অজস্র ভালোবাসা ছড়িয়ে।
ক্লান্তিময় দিন ভুলিয়ে দেব,রাতের জ্যোৎস্নার আলোতে।
সুখের চাদরে জড়িয়ে রাখব,বাঁধবো কঠিন বাঁধনে।
দুজন মিলে হারিয়ে যাব,নিজেদের স্বপ্নের শহরে।
তুমি হীনা বাচিঁতে চাই না
চাই না দেখিতে স্বপন
তুমি হীনা স্তব্দ আজ
নীল আবরনে ঢাকা এ গগন ।।
রাখিবো বাঁধিঁয়া তোমায়
মনেরও মন্দিরে
যেথায় রহিবে তুমি
আমার সমগ্র ভালোবাসায় ।।
বাহ! দারুণ হয়েছে কিন্তু একদম হৃদয়ের আবেগের সাথে মিশে গেছে। ধন্যবাদ
ভাইয়া হৃদয় আছে বলেই তো আবেগ আছে। হিহিহি
অনেক সুন্দর হয়েছে আপু।
তুমি হৃদয়ের আকাশে,
জ্বলে থাকা, উজ্জ্বল নক্ষত্র।
তুমি হৃদয়ের আবেশে,
মিশে থাকা, প্রিয় কেহ।
তুমি জীবনের সেরা ক্ষণ,
তুমি জীবনের প্রিয়জন।
তোমার স্বপ্নে বাঁচে মন,
স্বপন দেখে সারাক্ষণ।
এ স্বপন নয়তো মিছে,
ঘুরছে দিবানিশি আমার পিছে।
তুমি আছো বলে জীবন সাজাই রঙিন স্বপ্নে
তুমি আছো বলে ভেসে যাই স্বপ্নের ভুবনে
তুমি আছো বলে অনুভূতিগুলো চঞ্চল
তুমি ছাড়া স্বপ্নগুলো বেরঙিন
কাটেনা প্রহর প্রিয় তুমিহীন।
চমত্কার
লেখকের পূর্ণ সন্মান ও স্বাধীনতা জানিয়ে অনুরোধ করব "মিষ্ট" শব্দটি পুনর্বিবেচনা করার🙏🏾
জীবনের মূল স্রোতে,
হৃদয়ের গভীর খাতে,
তোমায় পেয়েছি খুঁজে,
প্রিয় আমার বাংলা ব্লগ।
সুখের - দুঃখের সঙ্গী তুমি,
মেঘলা দিনের বৃষ্টি তুমি,
তাই তো আজ জন্মদিনে,
তোমাকে আমি শুভেচ্ছা জানাই।
ঘুম ভাঙলেই তোমায় খুঁজি,
তুমি ছাড়া চলতে নাহি রাজি।
সবসময়ের সঙ্গী তুমি,
এই দুচোখের মণি তুমি।
তোমার মতো বন্ধু পেয়ে,
একলা পথের সঙ্গী পেলাম।
জন্মদিনের দিনটিতে তাই,
বুকভরা ভালোবাসা জানাই।
জীবনের পথে তোমার আলো,
হৃদয়ে মেঘের মোহনা
প্রতিদিন তুমি আছো আমার কাছে,
জীবনের সব সুখের প্রতীক হয়ে।
হৃদয়ে বাজে সুরের স্বাদ
জীবনের আয়োজনে তুমি হৃদয়ে,
প্রেমের বন্ধনে আমি তোমার,
জীবনের শক্তি, আনন্দের সাগর ।