আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৭৯


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাকে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের ছয় দিন যথাক্রমে বৃহস্পতিবার হতে মঙ্গলবার ছয়টি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা কিংবা ফান প্রশ্ন সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা/প্রশ্ন সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে বিষয়বস্তু সম্পর্কে। কবিতার ক্ষেত্রে ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

আমি বার বার হোঁচট খাই
ভালোবাসার মিথ্যে মায়ায়,
আমি বার বার নিজেকে হারাই
ব্যর্থতার নির্মম ছায়ায়।

আলোর আড়ালে অন্ধকার
হারিয়ে যাই বার বার,
জীবনের ছায়ায় অহংকার
ভুলে যাই বার বার।

লেখক

@hafizullah

লেখক এর অনুভূতি:

জীবনের কঠিন বাস্তবতায় হোঁচট খাওয়াটা মানুষের অন্যতম একটা বৈশিষ্ট্য, যদিও বেশির ভাগ ক্ষেত্রে আমরা হোঁচট খাওয়ার অভিজ্ঞতাটা পরবর্তী সময়ে কাজে লাগাতে পারি না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 months ago 

আমি থমকে দাঁড়ায়
ভালোবাসার মিথ্যে ছলনায়,
আমি উদাসীন হই
আবেগের এক অন্ধ কল্পনায়।

বাস্তবকে বারেবারে ভুলে যাই
সব পার্থক্যের মাঝে জড়তা করে,
জীবনের তীব্র কঠিন রূপকে
বেহিসেবিভাবে বিতাড়িত করে।

 2 months ago 

বেশ দারুণ হইছে লাইনগুলো, উপরের লাইনগুলোর সাথে মিলে গেছে। অনেক ধন্যবাদ

 2 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনুপ্রেরণা দেওয়ার জন্য💝।

 2 months ago 

আমি অসহায়, জ্যন্ত মরা লাশ
ভালোবাসা ব্যর্থ হয়ে ঠকেছি বারংবার!
অতীত স্মৃতি আজ উঁকি দেয়
হৃদয়ের ছোট্ট কুটিরে।

অমাবস্যার মত আজ জীবন হলো অন্ধকার
বাঁকা চাঁদের হাসি দেখিনি কতকাল!
মূল্যহীন এই জগত সংসারে
আমি ঠকেছি বারংবার।

 2 months ago 

আমি বারবার হারিয়ে যাই,
ভালোবাসার অতল সাগরে,
আমি বারবার ভুলে যাই,
মায়া নেই কোনো নগরে।

আমি ভাবি আমার মত করে,
নিজেকে সুধাই কত যতনে,
বারবার বলি মনকে আমি,
ডুবে যেওনা কারো মন গহীনে।

 2 months ago 

আমি বার বার হোঁচট খাই
ভালোবাসার মিথ্যে মায়ায়,
আমি বার বার নিজেকে হারাই
ব্যর্থতার নির্মম ছায়ায়।

আলোর আড়ালে অন্ধকার
হারিয়ে যাই বার বার,
জীবনের ছায়ায় অহংকার
ভুলে যাই বার বার।

আমি বার বার অঙ্গার হই
ছলনার জ্বালাময়ী আগুনে,
আমি বার বার আমাকে হারাই
একরাশ কষ্টের কাতরে।

মেঘের আড়ালে বজ্রপাত,
ধুলিসাৎ হয়ে যাই বার বার,
সুখের ভাবনায় ছাই ঢেলে
অতি মানব হয়ে যাই বার বার।

 2 months ago 

অসাধারণ লিখেছেন ভাইয়া। সত্যি ভাইয়া আমরা হয়তো প্রিয় মানুষটির আঘাতে বারবার শেষ হয়ে যাই। তবুও তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই।

 2 months ago 

অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকুন দোয়া রইল।

 2 months ago 

সত্যি দারুণ লিখেছেন ভাই, লাইনগুলো বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ

 2 months ago 

অনেক ধন্যবাদ।
আমার সমসাময়িক লেখার প্রয়াসের পেছনে আপনার বড় একটা অবদান রয়েছে ভাই।

 2 months ago 

আমি বার বার হেরে যাই,
পৃথিবীর কঠিন মায়ায়।
আমি বারবার প্লাবিত হই,
তোমার দেওয়া ‌আঘাতের ছায়ায়।

চারিদিক থেকে অন্ধকারে ঘিরে,
এ যেন এক কঠিন পরিস্থিতি।
জীবনকে করে তোলে বিষন্ন,
আমি যেন হারিয়ে ফেলেছি স্বস্তি।

 2 months ago 

আজও বার বার হেরে যাই
ভালোবাসার মিছে অভিনয়ে
আজও শত আঘাত পাই
নিঃসঙ্গতার মিথ্যে অনুভবে।
পূর্ণিমার আড়ালে
লুকিয়ে আছে অমাবস্যা
হয়েছি আমি কত দিশাহারা।
জীবনের কঠিন বাস্তবতায়
বারেবারেই আটকে যাই
দূর্ত সেই গোলক ধাঁধাঁয়।

 2 months ago 

ভালবাসার আবেগের হাতছানিতে,
নিজেকে হারিয়ে ফেলি শতবার
ভাবি না গো কি পেলাম
আর কি হারালাম
তোমার আবেগের ভালোবাসায়।।

তোমার নির্মম আর কঠোরতায়
মনের আবেগ হয় কুলসিত,
তবু ওগো আমি তোমায় আজও
ভালবাসি অবিরত।।

 2 months ago 

কঠিন বাস্তবতার শীর্ষে যখন
জীবন থমকে যায়,
কোনঠাসার মঞ্চে তখন
ব্যর্থতার ছড়া হাতে ধরায়।

হতাশার বিভৎস ধোঁয়াসা
অন্তরালে মিশে রয়,
নির্মমতার দ্বায়ভার বুকে বিঁধে
যাতনা উপহার দেয়।

 2 months ago 

আমি বারবার স্বপ্ন সাজাই
যা এক নিমিষেই ভেঙে যায়।

মনের ছোট্ট ঘরে আশা পুষে রাখি
মনের অজান্তে তাহ নিরাশায় হয়ে যায়।

স্বপ্ন দেখি নতুন করে বাঁচতে
বারবার স্বপ্নগুলো আমাকে কাঁদায়।

আধার অন্ধকার ঠেলে আলোর পথ দেখি
সেখানেও জমে থাকে ভয়ের পাহাড়।

এটাই আমার জীবন
যেখানে উত্থান পতন আসে বারবার।

তবুও স্বপ্ন দেখি স্বপ্ন সাজাই
নেই মনে কোন হাহাকার।

আমি বার বার পথ হারাই
স্বপ্নের বিভ্রম মায়ায়,
আমি বার বার আশা জাগাই
সাফল্যের সুন্দর ছায়ায়।

দুঃখের মেঘে সুখের আলো
খুঁজে পাই বার বার,
জীবনের মোড়ে নতুন ভোর
পাই বার বার।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61577.64
ETH 3448.57
USDT 1.00
SBD 2.53