এবিবি ফান প্রশ্ন- ৩৬৩ || এসবিডি ১০০% থাকলে মনের ভেতরে কেমন লাগে ?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

এসবিডি ১০০% থাকলে মনের ভেতরে কেমন লাগে ?

প্রশ্নকারীঃ

@aongkon

প্রশ্নকারীর অভিমতঃ

আমার তো খুশিতে বিয়ে করতে ইচ্ছা করে। এখন আপনাদের কেমন লাগে বলুন ?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 22 days ago 

১০০% এসবিডি থাকলে আমার শুধু বিয়ে করতে মন চায়। কিন্তু ১০০% এসবিডি প্রিন্টিং বেশি দিন থাকছে না তাই বিয়ে ও হচ্ছে না।

 22 days ago 

যখন এসবিডি ১০০% প্রিন্টিং থাকবে তখনই মনের খুশিতে খুশিতে বিয়ে করে নেবে।

 22 days ago 

আহারে জীবন! এভাবে চলতে থাকলে তো বিয়েই কপালে জুটবে না। 😎

 21 days ago 

আশা করি ভাই খুব তাড়াতাড়ি আপনার বিয়েটাও তাহলে হয়ে যাবে।

 21 days ago 

সব শেষে ১০০% এসবিডি এর অপেক্ষায়।

 22 days ago 

এসবিডি ১০০% থাকলে মনের ভেতরে কেমন লাগে ?

মনটা আমার কেমন কেমন করে রে। মনটা আমার উড়ুউড়ু করে রে।

 22 days ago 

এমনটা হলে মনটা উড়ু উড়ু করাটাই স্বাভাবিক ভাই।

 22 days ago 

ভাই মনটা উড়ু উড়ু না করাটাই অস্বাভাবিক। 🤠

 22 days ago 

আরে ভাইয়া আপনি তো একদম আমার মনের কথা বলে দিয়েছেন।

 21 days ago 

উড়ে কোথায় যেতে মন চায় ভাই।

 21 days ago 

এমন সিচুয়েশনে মন উড়ুউড়ু করা উচিত।

 22 days ago 

এসবিডি ১০০% থাকলে মনের ভেতরে কেমন লাগে ?

কিছু কিছু অনূভুতি কখনও প্রকাশ করা যায় না। তবে আমার মনে হয় আমি চিৎকার দিয়ে লাফিয়ে উঠি ইয়া'হু বলে হা হা। কিন্তু লোকজন কী বলবে এটা ভেবে আর লাফিয়েও উঠা হয় না চিৎকার করাও হয় না।

 22 days ago 

এ কথাটা কিন্তু আপনি ঠিক বলেছেন ভাই।

 22 days ago 

ভাই মনে তো অনেক কিছুই চাই চাইলেই তো আর করা যায় না। আপনি দেখছি বেশ ঠান্ডা মাথায় বিষয়টা উপভোগ করেন। 😍

 21 days ago 

সঠিক বলেছেন 😁😁

 22 days ago 

এসবিডি ১০০% থাকলে মনের ভেতরে কেমন লাগে ?

বিয়ের দিন নতুন জামাইয়ের মনের ভিতর যেমন লাগে, ১০০% এসবিডি পেআউট থাকলে আমারও তেমন লাগে,হে হে হে।🤣🤣

 22 days ago 

হেহেহে..😁😁 তাহলে যাদের বিয়ে হয়েছে তারাই এই ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে ভাই। 🤭🤭

 22 days ago 

ভাই এখন পর্যন্ত বিয়ে করি নাই তাই বিয়ের দিন জামাইয়ের মনের ভিতর কেমন লাগে বুঝে উঠতে পারতেছি না। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে বিয়ের দিনে জামাইয়ের মনে খই ফোটে 🤠

 21 days ago 

সুন্দর কথা বলেছেন 😜

 22 days ago 

এস বি ডি ১০০% হলে তখন নিজেকে রানী রানি মনে হয়। তখন হুকুম করলেই সব হাজির হয়ে যায়। আর সেই হুকুম পালন করার জন্য অনেক কেয়ার টেকার রাখাও সম্ভব হয়।

 21 days ago 

আর যখন এসবিডি ০% হয়ে যায় তখন নিজেকে কি মনে হয়? 😜😜😜

 21 days ago 

এসবিডি ১০০% থাকলে মনের ভেতরে কেমন লাগে ?

এমনটা থাকলে মনের ভিতর বিয়ে করার ইচ্ছা জাগে। হেহেহে.. 😂😂😂🤭🤭। বয়স হয়ে যাচ্ছে কিন্তু টাকার অভাবে বিয়েটা হচ্ছে না! এসবিডি ১০০% থাকলে বেশি করে আমি ইনকাম করতে পারবো, আর সেই টাকা দিয়ে বিয়ে করতে পারবো, তাই এই ইচ্ছাই জাগে মনে। 😂😂🤣🤣

 22 days ago 

এসবিডি ১০০% থাকলে মনের ভেতরে কেমন লাগে ?

কথায় আছে বউ পালা আর হাতি পালা সমান কথা। এসবিডি পে-আউট ১০০% থাকলে আমার ইচ্ছে করে চারটি হাতি অর্থাৎ চারজন বউ পালার😂😂। কারণ তখন সম্পূর্ণভাবে তাদের ভরণপোষণ করা সম্ভব।

বিঃদ্রঃ যখন এসবিডি পে-আউট বন্ধ হয়ে যাবে, তখন চার বউকে বলবো তিন বেলা খাবার না খেয়ে এক বেলা খেতে🤣🤣।

 22 days ago 

ভাই আপনার এই ইচ্ছার কথাটা যদি ভাবি জানতে পারে তাহলে আপনার অবস্থাটা যে কি হবে সেটা ভেবেই আমি অস্থির হয়ে যাচ্ছি 😁 যাইহোক উত্তরটা কিন্তু বেশ হাস্যকর ছিলো 😂😂

 22 days ago (edited)

ভাই এই ইচ্ছার কথা জানার কোনো সুযোগ নেই তো। তাছাড়া এই কমেন্ট দেখারও কোনো সুযোগ নেই। সেজন্যই তো মন খুলে যা খুশি তা লিখতে পারি🤣।

 22 days ago 

বাহ! বেশ ভাল চিন্তাধারা আপনার। 😜

 22 days ago 

এসবিডি ১০০% থাকলে মনের ভেতরে কেমন লাগে ?

এসবিডি শতভাগ থাকলে মনে হয় যেন আমার মনের জোরটা বহুগুণ বেড়ে যায়। সত্যি বলতে নিজেকে তখন স্বাবলম্বী মনে হয়। চাকরিটা চলে গেলেও মনে হয় পরিবার নিয়ে চলতে পারবো 😂
নিজেকে কিছুটা রাজা ভাবতেও মন্দ লাগে না তখন 🤪

 22 days ago 

এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া আমাদের মনোবল তখন অনেক বেড়ে যায়। আর অন্য রকমের ভালো লাগা কাজ করে। তবে তখন কাজের চাপও বেড়ে যায়।

 22 days ago 

মনের ভিতর কেমন কেমন যেন লাগে!😂 ভাষায় প্রকাশ করতে পারছিনা। মন চাই আকাশে ডানা মেলে উড়তে। মন চাই সমুদ্রে যেয়ে ডুব দিতে লবণ পানিতে🤗। আরো যে কত কিছু লাগে মনের ভিতর উরুৎ! ফুরুৎ!😂😊

 22 days ago 

আপু, আপনার মনের ভিতর দেখি অনেক কিছুই চলছে! আপনি দেখি কল্পনার জগতেই হারিয়ে যাচ্ছেন। হিহি.. 🤭🤭

 22 days ago 

আসলেই আপু কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। কল্পনাতে বেশ ভালই হারিয়ে যেতে পারেন দেখছি 😮

 22 days ago 

আমার মনে হয় এবার বুঝি রিচ হয়ে গেলাম😁😁।তারপর ফরেইন কান্ট্রি গুলোতে একটা করে ট্যুর দেওয়ার স্বপ্ন জাগে।😁😁

 22 days ago 

আপু ট্যুর দেয়ার জন্য চাঁদে গেলেও কিন্তু মন্দ হবে না 😍

 22 days ago 

চাঁদে যাওয়ার সামর্থ্য আমার নাই🙂।এই জন্মে যাওয়া হবেনা এইটা সিউর।

 22 days ago 

এসবিডি ১০০% থাকলে ঘরে বসেও চাঁদে যাওয়া যায় 😍

 22 days ago 

হ্যা সেটা ঠিক বললেন ভাই,ঘরে বসেই সম্ভব😁😁।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61358.50
ETH 3378.70
USDT 1.00
SBD 2.52