এবিবি- ফান প্রশ্ন-১০৭ || টাকা হলেই মাথায় টাক পড়ে। কথাটি কি সত্যি? by abb-fun
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
টাকা হলেই মাথায় টাক পড়ে। কথাটি কি সত্যি ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার জানা নেই, তবে আপনাদেরটা জানতে ইচ্ছুক।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
টাকাওয়ালা কিভাবে হবে সেই চিন্তায় প্রথমে চুল পড়া শুরু করে। তারপর যখন টাকা বেশি হয়ে যায় সেই টাকা কিভাবে রাখবে সে চিন্তায় মাথার চুল সব পড়ে যায়। আর এরই ধারাবাহিকতায় সুন্দরী বউ কিভাবে পাবে তার চিন্তায় পুরোপুরি টাক পড়ে যায় মাথায়,হাহাহা।
বর্তমানে দুর্নীতি না করে টাকাওয়ালা হওয়া যায় না। এত কালো টাকা লুকাবে কই সেই চিন্তায় চিন্তায় টাক পড়ে যায়।
অবশ্যই নইলে টাকওয়ালা কাকুরা সুন্দরী মেয়ে কখনোই পেত না। মেয়েরা এই সিক্রেট জানে জন্যই তো সব টাকওয়ালা কাকু কেই বিয়ে করে।টাক আর ভুড়ি টাকা হওয়ার আর সুন্দরী বউ পাওয়ার পূর্ব শর্ত।
গরম পানি গায়ে দিলে যেমন চামড়া উঠে যায়, ঠিক তেমনি টাকার গরমের মাথার চুলগুলো পড়ে টাক হয়ে যায়।
তাই বিষয়টি তো আপনি দারুন বলেছেন এভাবে তো ভেবে দেখা হয়নি।
১০০% সত্যি ভাই,কারন সুন্দরী মেয়েরা টাকাওলা টাকলা জামাই বেশি পছন্দ করে,হা হা হা।
কথায় আছে সুন্দরী মেয়েদের কপালে নাকি টাকলা বর জুটে। তাইতো টাকাওয়ালা লোকগুলো আরো টাকা উপার্জনের চিন্তায় এবং সুন্দরী বউ পাওয়ার আশায় মাথায় টাক ফেলে দেয়।😅😅
টাকা হলে মাথায় টাক পড়ে কথাটি সত্য কারণ টাকা হলে বউ এর চাহিদা বেড়ে যায়, তাই টাকার চিন্তায় টাক পড়ে যায়।
সাধারণত আমরা যা বুঝি টাক তিন প্রকার
১/ সুখ টাক।
২/ দুঃখ টাক।
৩/ টুক টাক।
আর এই তিন প্রকারের বৈশিষ্ট্য নিয়ে তাদের জীবন। কেউ সুখী, কেউ দুঃখী, কেউবা কোন রকম।
জ্ঞানী লোকদের মাথায় টাক পড়ে। তাদের জ্ঞান অনেক বেশি সেই কারণে রাতে তাদের ঘুম হয় না। এই কারণে মাথায় টাক পড়ে যায়।
ভাই শুধু টাকা না সুন্দরী বউ থাকলেও মাথায় টাক পরে। টাকা আর সুন্দরী বউ এই দুইটার জ্বালা বেশী, যার প্রভাব সরাসরি মাথায় পড়ে আর মাথা গরম হলেই চুল পড়া শুরু হয়। আর বেশী কিছু বলা যাবে না, তাহলে মামলা খেতে হবে হা হা হা।
ভাইয়া না হেসে পারলাম না,হাহাহা। একেবারে খাঁটি কথা বলেছেন।