এবিবি ফান প্রশ্ন- ৩১১ | ন্যাড়া বেল তলায় একবারই যায় কেনো?বেল তলার সাথে...
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রশ্ন: ন্যাড়া বেল তলায় একবারই যায় কেনো? বেল তলার সাথে ন্যাড়ার কাহিনী টা কি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার তো মাথাভর্তি চুল! আমি ন্যাড়াও না, আমি জানিও না... আপনাদের কি মনে হয় সেটা জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
একবার এক ন্যাড়া গেছিল বেলতলায় বেল কুড়ানোর জন্য। সেই সময় সেই বেল গাছে এক কাক প্রায় এক ঘন্টা ধরে গাছের বেল খাওয়ার চেষ্টা করে যাচ্ছিল কিন্তু কোনভাবেই সে বেল খাওয়াতে সফল হতে পারছিল না। হঠাৎ করে কাক উপর থেকে লক্ষ্য করে, নিচে একটি বেল চকচক করছে। কাক হয়তো তখন ভেবেছিল, ওই বেলটা সে খেতে পারবে। তাই তখন সে গাছ থেকে উড়ে গিয়ে সেই বেল খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। তখন সে বেল ফুটো করতে গিয়ে, ন্যাড়ার মাথা ফুটো করে দেয়! হিহি🤣🤣 এই ঘটনার পর ন্যাড়ার যা শিক্ষা হয়ে গেছে, সেই জন্য সে আর কোনদিন বেলতলা যায় না। এটাই ছিল ন্যাড়ার বেল তলায় না যাওয়ার আসল কাহিনী। হিহি🤣🤣
মাথা ভর্তি চুল থাকায় বড় বাঁচা বেঁচে গিয়েছি তাহলে 🙊
হিহি 🤣🤣 হ্যাঁ দিদি, ঠিক বলেছেন।
ন্যাড়া বেল তলায় একবার গিয়ে কাঁটার গুঁতা খেয়েছিল প্রথমে,তারপর গাছ থেকে ঠাস ঠাস করে ন্যাড়ার মাথায় বড় সাইজের দুটি বেল পড়ে😂😂। এরপর ন্যাড়ার মাথা ফেটে রক্ত বের হতে থাকে এবং রক্ত দেখে ন্যাড়া অজ্ঞান হয়ে যায়। এক সপ্তাহ হসপিটালে ভর্তি ছিলো ন্যাড়া। এমন ভয়াবহ ঘটনা ঘটে যাওয়ার পর, ন্যাড়া আর বেলতলায় যায়নি ভয়ে 🤣🤣।
আপনার কথাটা শুনে তো আমি হাসতে হাসতে শেষ 🤣🤣।
এই কাহিনী কল্পনা করে বেচারা ন্যাড়ার জন্য খুব কষ্ট হচ্ছে ভাই 🤣🤣😂😂
ন্যাড়ার তো একবার যাওয়ার পর বেল পরে ন্যাড়া ফেটে গিয়েছে আবার যাবে কেমনে তার কি আর স্মৃতিশক্তি আছে🤣🤣।তবে আরেকবার গেলে ভালো হইতো আবার বেল পরে বাংলা সিনেমার মত স্মৃতি শক্তি ফিরে পেত🤪🤪
বাংলা সিনেমার মতো হয়ে যেতো ব্যাপারটা। তাহলে আবার ন্যাড়াকে ধরে বেঁধে বেলতলায় পাঠাতে হবে। দারুন ছিল আপু।
পুরাই বাংলা সিনেমার কাহিনী! খালি ন্যাড়ার একটা গালফ্রেন্ড থাকলেই গান গেয়ে টেনে সেই বেলতলায় আরেকটা বার নিয়ে গেলেই আগের মতোন স্মৃতিশক্তি ফেরত পেতে পারে.... 🤣🤣
বেলতলা আর ন্যাড়ার সম্পর্ক হচ্ছে বেলের৷ বেল যেমন চকচকা ন্যাড়া মাথাও তেমনি। ফলে বেল গাছ একটু সন্তান স্নেহে, বেল ন্যাড়ার মাথায় ফেলে দিয়ে গাট্টা মারে৷ আর ন্যাড়া বাবাজির আদরে অক্কা পাবার যোগাড় হয়।।তাই ন্যাড়া আর দ্বিতীয়বার বেলতলায় পা রাখে না৷
সন্তানস্নেহে গাট্টা! 🤣🤣🤣🤣 এটা আসলেই ভালো ছিলো!
আমাদের এখানে শোনা যায় সন্ধ্যার সময় তালের বড়া নিয়ে বেলতলায় যেতে হয় না, আর যারা ন্যাড়া থাকে বেলতলায় গেলে মাথার উপর পড়ে 😅😅সুন্দর মাথায় তালটা সে মাথার উপর এসে পড়ে 😅
ন্যাড়া একবার বেলতলা দিয়ে যাওয়ার সময় হাস্যকরভাবে বেলকে বলে তোমরা সব বেল মিলে আমার এই একটা ন্যাড়ার সমান হবে না। বেল তখন রাগ হয়ে ন্যাড়ার মাথায় একটি বেল ছুড়ে মারে, তখনই নেড়া অজ্ঞান হয়ে যায়🥴, স্বপ্নে বেল ন্যাড়াকে বলে আর একবার বেল তলায় আসলে তোক জ্যান্ত রাখবোনা😁,এটাই কারণ।
এইটা বেশ ভালো ছিলো!! 😂😂😂
বেল তলার সাথে ন্যাড়ার কাহিনীটা হচ্ছে---একবার ন্যাড়া বেল তলায় বেল চুরি করতে গিয়ে ধরা পড়ে।তারপর গণপিটুনি খেয়ে সোজা কয়েক মাসের জন্য বিছানায় শয্যাশায়ী।তাই দ্বিতীয়বার যাওয়ার নাম করে না।তবে হ্যাঁ,আমি কিন্তু ন্যাড়া নই☺️☺️।
ন্যাড়া বেল তলা থেকে একটি বেল পেরে আনে আর বউ কে শরবত তৈরি করে দিতে বলে।এরপর ন্যাড়া বেলটি তার মাথার পাশে রেখে ঘুমায় যায়।ন্যাড়ার বউ বেল ফাটাতে গিয়ে বেলের বদলে ন্যাড়ার মাথা ফাটিয়ে দেয়।সেই থেকে ন্যাড়া বেল তলায় আর যায় না।😇😇🤣
সব দোষ তাহলে বউয়ের। এবার আসল কাহিনী বুঝলাম। এখন তো দেখছি ন্যাড়ার বেলতলায় না যাওয়াই ভালো।
যেইখানেই নারী সেইখানে ভুল হবে সারি সারি।😂😂
ন্যাড়ার বউ তো আর উপায় রাখে নি ন্যাড়ার বেলতলায় যাওয়ার৷ বহুদিনের রাগ -ক্ষোভ একদম সুযোগে উসুল করে নিয়েছে 🥱🥱
সুযোগেই তো সৎ ব্যাবহার করতে হয়।ন্যাড়ার বউ ও তাই করেছে।🤣🤣
ন্যাড়া ভুলে একবার বেল তলায় গেছিলো। তারপর তার ন্যাড়া মাথায় একটি বেল পড়েছিল। যার ফলে সে ছয়মাস হাসপাতালে ঘুমিয়ে এসেছে। এখন সে বল তলা দেখলেই ভয়ে আঁতকে উঠে,হা হা হা।🤣🤣
আসলেই অনেক মজার ছিল বিষয়টা 🤣🤣।
তবুও তো ন্যাড়া ছয় মাস ঘুমিয়ে ছিল। এরকম বেলতলা পেলে আমিও একবার যেতাম। আর ছয় মাস আরামে থাকতাম।
মাত্র একটা বেল পড়েছে। ছয় মাস কিভাবে হসপিটালে ছিল বুঝলাম না 🤣🤣।
ন্যারা একবার বেল তলায় গেছিলো পাকা বেল খুজতে তার মাথায় ছিল প্রচন্দ গরম ঠান্ডা করার জন্য বেল খেতে চেয়েছিলো কিন্তু অভাগা বেচারা গরম মাথায় আরো বেল পরে বেশি গরম হয়ে যায় পরে আর রাগ করে বেল তোলায় যায় না ওই এক বারি গেছিল।