আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮০
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
দেখতে দেখতে পার হলো সারা বেলা,
ঘড়ির কাঁটা গুলো ডাকে আমায়
দুটি চোখ শুধু দেখতে চাই তোমায়।
একটি প্রজাপতি এসে আমায় বলে কিরে !!
দাঁড়িয়ে রইলি কেন এই অবেলায় ?
আমি দাঁড়িয়ে আছি বৃষ্টির শিশিরে
তারই অপেক্ষায় ,
যদি সে বাতাসে ভেসে এসে
একটু খানি মন ছুঁয়ে যায়।
লেখক
লেখক এর অনুভূতি:
কিছু কিছু অপেক্ষার সময় ঘড়ির কাঁটাকেও হার মানায়। হার মানায় প্রকৃতির নীরবতাকেও। আর আমিও হেরে যায় প্রকৃতির সেই টিপ টিপ বৃষ্টির ছোঁয়ায়। আর অপেক্ষায় থাকি ভালোবাসার।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
দেখতে দেখতে পার হলো সারা বেলা,
ঘড়ির কাঁটা গুলো ডাকে আমায়
দুটি চোখ শুধু দেখতে চাই তোমায়।
একটি প্রজাপতি এসে আমায় বলে কিরে !!
দাঁড়িয়ে রইলি কেন এই অবেলায় ?
আমি দাঁড়িয়ে আছি বৃষ্টির শিশিরে
তারই অপেক্ষায় ,
যদি সে বাতাসে ভেসে এসে
একটু খানি মন ছুঁয়ে যায়।
দেখো, আবার বর্ষা এসেছে,
তোমার সাথে সবার মুখে হাসি ফুটিয়েছে।
দেখো বৃষ্টির মধ্যে বাতাস কেমন ধীরে বয়ে যায়,
পৃথিবীটা তোমারি থাক,
পারলে নীল্ রং দিও,
আকাশটা তোমারি থাক,
পারলে কিছু তারা দিও,
মেঘ টাও তোমারি থাক,
পারলে একটু ভিজতে দিও,
হৃদয়টা তোমারি থাক,
পারলে একটু জায়গা দিও।
সময়ের সাথে ভাবনাগুলো থাকে দাঁড়িয়ে
হৃদয়ের স্পন্দন কাঁপাতে থাকে আমায়
আমার চোখ দুটো খুঁজছে শুধু তোমায়।
সূর্য ডুবে অন্ধকারে ভাসিয়ে যায় চারপাশ
তবুও আমি দাঁড়িয়ে তার অপেক্ষায়।
এই অবেলায়, অন্ধকার অমানিশয়ায়
আমি তারই অপেক্ষায়,
একটু জোছনা যদি ভেসে আসে
যদি তার স্পর্শ খুঁজে পাওয়া যায়।
অসাধারণ হয়েছে ভাইয়া👌.
সব বাঁধা পেরিয়ে ঘড়ির কাঁটাও আজ ক্লান্ত,
হার মেনেছে কঠিন অপেক্ষার কাছে
আঁখিরা শুধুই প্রতীক্ষারত দিবারাত্রি।
একটি ভ্রমর আমার কানে গুনগুনিয়ে!!
এত অপেক্ষা কিসের?
আমি নিষ্পলকে তাকিয়ে
হাওয়া আমাকে ছুঁয়ে যায়,
যদি তার স্পর্শের গন্ধ এসে
গাঁয়ে আলতো মেখে দেয়।
বৃষ্টির কান্না ঝরে যেন ঘন মেঘে,
মেঘের গর্জনে তার কথা মনে আসে।
যদি তুমি সেই মেঘ হয়ে
আসো আমার কাছে,
যত্ন করে রাখবো তোমায় অনেক ভালোবেসে।
চিরদিন ধরে অপেক্ষা করি আমি
যদি আমার কাছে থাকতে তুমি
আমার সব আশা পূরণ পাওয়ার মাঝে,
স্বপ্নের সুরভি হতে তুমি।
আমার সারাটা দিন মেঘলা আকাশ
প্রকৃতির অরণ্যের সবুজের বাতাস,
প্রতিটি সময় দিন ঘন্টা তোমায় ভেবে কাটে।
ওই দূর আকাশ পানে
যখন মুগ্ধ হয়ে দেখি
নীলিমার নীল টি তুমি
রাঙ্গিয়ে দাও বুঝি
তোমায় খুঁজি ওই নীল আকাশে
মেঘের মন খারাপে,
টিপ টিপ বর্ষায়
ভিজি আমি মনের আনন্দে,
প্রকৃতির নীরবতায় খুজে পাই তোমাকে।
তুমি যদি মোর সুখ হও,আমি হবো সে সুখের ঋণি।
তুমি যদি ডানামেলা পাখি হও,আমি হবো বিশাল আকাশ।
আমার কিরণে রাঙাবো তোমায়,জড়াবো বাতাসের শীতলতায়।
স্রোতের বিপরীতে ভাসাবো তোমায়,ঠাঁই দেবো মনের মণিকোঠায়।
লেলিহান শিখা নিভিয়ে দেব,অজস্র ভালোবাসা ছড়িয়ে।
ক্লান্তিময় দিন ভুলিয়ে দেব,রাতের জ্যোৎস্নার আলোতে।
সুখের চাদরে জড়িয়ে রাখব,বাঁধবো কঠিন বাঁধনে।
দুজন মিলে হারিয়ে যাব,নিজেদের স্বপ্নের শহরে।
সময় গড়িয়ে এখন সন্ধ্যা অবেলা
ঘড়ির কাটায় টিক টিক শব্দ
দুটি চোখ অন্ধকারে শুধু খোঁজে তোমায়।
একটি জোনাকি এসে বলে কিরে !!
আধারে পথ হারালি বুঝি?
আমি দাড়িয়ে আছি জোৎস্নার আলোয়
তারই অপেক্ষায়,
যদি সে আলোক বর্তিকা হয়ে ছুটে আসে
আমার হৃদয় আলোকিত করতে।
প্রজাপতির ডানায় লিখে প্রেমের চিঠি;
পাঠিয়েছি তোমার মনের ঠিকানায়,
পথ চেয়ে বসে আছি প্রিয়তমা উত্তরের আশায়;
আমার ভাঙা কুঠির আঙ্গিনায়।
দেখতে দেখতে কেটে গেল সারা বেলা;
দাঁড়িয়ে রইলাম তোমারি অপেক্ষায়,
আশা ছিল তোমার মিষ্টি প্রেমের পরশ;
এই বুঝি আমার উতলা মন ছুঁয়ে যায়।