এবিবি ফান প্রশ্ন- ৩৮২ || বেদনার রং নীল কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বেদনার রং নীল কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
এই বিষয়টা আমার জানা নেই। এ জন্য আপনাদের থেকে জানতে চাই?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বেদনা তো বেদনা। তার আবার রং কিসের? কেউ কি কখনও হাতে নিয়ে দেখেছে যে বেদনার কোন রং আছে? আমার তো মনে হয় বেদনা মানুষ হিসাবে রং বদলায়। কারও কাছে নীল, কারও কাছে কালো এবং কারও কাছে কালো।
বেদনার রঙ তো নীলই হওয়ার কথা! লাল রঙ নিজের বিপদ ডাইকা আনছে। সাদা রঙ গেছে শান্তি প্রতিষ্ঠা করতে। কালো রঙ হইতাছে আমাগো ভবিষ্যৎ। হলুদ রঙ ব্যস্ত গাড়ি স্লো করার জন্য। সবুজ রঙ তো সাধু! বাকী রইল কেবল নীল যার কোন কাজ নাই। মনে বেদনা নিয়া বইসা ছিল। এইজন্য, তারেই বেদনার দায়িত্ব দেয়া হইছে।
অনেক সুন্দর মতামত দিয়েছেন ভাইয়া ।পড়ে খুবই ভালো লাগলো 😂।
😎😎
বেদনা তো ভালো জিনিস না অর্থাৎ অশুভ কারণেই আমাদের বেদনার মধ্যে দিয়ে যেতে হয়।আর সব শুভ জিনিসগুলোর রং হয় সাদা।এখানে বেদনাকে অশুভ হিসেবেই পরিচিতি দেওয়া হয়েছে তাই বেদনার রং নীল হিসেবে বর্ণিত হয়েছে,ধন্যবাদ।
বেদনার রঙ নীল। তার দুটি কারণ।
১. আমাদের কোথাও আঘাত লাগলে জায়গাটা প্রথমে নীল হয় যায়৷ পরে খানিকটা সবুজ হয়ে কালো হয়ে যায়৷
সদ্য আঘাতের রঙ যেহেতু নীল তাই বেদনার রঙ নীল।
২. বিষ পান করলে মানুষ নীল বর্ণের হয়৷ ঠিক যে কারণে মহাদেব কে নীলকন্ঠ বলা হয়। বিষের রাসায়নিক ক্রিয়ায় শরীর নীল হয় ঠিকই তবে তা যথেষ্টই যন্ত্রণাদায়ক। সেকারণেও বলা হয় বেদনায় নীল হয়ে যায়/যন্ত্রণায় নীল হয়ে যায়৷ অর্থাৎ বেদনার রঙ নীল৷
বেদনা ও দুঃখ কষ্টে যাদের জীবন তাদের মনটা আকাশের মতো বিশাল।আর যেহেতু আকাশের রং নীল এজন্যই বেদনার রং নীল।
মানুষ অনেক বেদনায় পড়লে বিষ খেয়ে নিজেকে শেষ করে দেয়। আর বিষ খাওয়ার পরে তার শরীর নীল রঙের হয়ে যায়। এই জন্যই বেদনার রং কে নীল ধরা হয়।
কোন কিছুতে মানুষ যখন কস্ট পায় তখন তার মুখ নীল বর্ণ ধারন করে । তাই বলা হয় বেদনের রং নীল।
বেদনার গার্লফ্রেন্ড এবং স্ত্রী দুজনের পছন্দের রং হচ্ছে নীল🥰। আর দুজনের মন রাখার জন্যই বেদনার রং নীল হয়েছে। অন্য রং হলে তো দুজনেরই মন খারাপ হবে😅। আর দুজনে বেদনা কেও ছেড়ে চলে যেতে পারে। আর তাই বেদনা বুদ্ধি করে নিজের রংটা নীল দিয়েছে 🤣🤣।
বেদনার রং নীল ,কারন নীল রং সাগরের সঙ্গে যেমন তুলনা করা হয় তেমনি বৃষ্টির জলের সঙ্গেও তুলনা করা হয়।আর আমাদের কষ্টগুলো বেদনায় ভরাক্রান্ত হয়ে চোখে গভীর সাগরের সৃষ্টি হয় তারপর বৃষ্টির জলের মতো অশ্রু হয়ে ঝরে পড়ে তাই বেদনার রং নীল।।
বেদনার রং নীল হিসাবে প্রতীকী ভাবে ব্যবহৃত হয় কারণ নীল রং সাধারণত বিষণ্ণতা, একাকীত্ব, ও দুঃখের অনুভূতিকে প্রকাশ করে। নীল রং সমুদ্র ও আকাশের সাথে সম্পর্কিত, যা বিশাল ও অজানা ধারণা দেয়, এইজন্য মানুষের মধ্যে মাঝে মাঝে শূন্যতা ও অস্থিরতার অনুভূতি জাগ্রত করে। এছাড়াও, কবিতা ও সাহিত্যে নীল রং বেদনা ও দুঃখের চিত্রায়নে বিশেষভাবে ব্যবহৃত হয়েছে, যার ফলে নীল রংটি বেদনার প্রতীক হিসেবে জনপ্রিয়তা পেয়েছে।