এবিবি ফান প্রশ্ন- ৩২৯ || ঈদে পুরুষ মানুষের শপিংয়ের বাজেট কম থাকে কেন।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ঈদে পুরুষ মানুষের শপিংয়ের বাজেট কম থাকে কেন।
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
কারণ পুরুষ মানুষ ঘরের প্রদীপ, তাই সবাইকে আলো দিয়ে খুশি রাখে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
পরিবারের মুখে হাসি ফোটাতে, তাদের বাজেট মেটাতে গিয়ে, নিজের বাজেট কম হয়ে যায়।
আরে ভাই বুঝলেন না, পুরুষ মানুষ হচ্ছে সংসারে কুলুর বলদ। যে বলদ কিনা সংসারের সমস্ত বোঝা টানতে টানতে নিঃস্ব হয়ে। আর নিঃস্ব হয়ে যাওয়া পুরুষ কিভাবে ঈদের শপিংয়ের জন্য বাজেট বেশি করে রাখতে পারে। সমস্ত বাজেট তো পরিবারের পেছনেই খরচ করে ফেলে। যার কারণে ঈদে পুরুষ মানুষের শপিংয়ের বাজেট কম থাকে।
হাজারও প্রশ্নের মাঝে একটি প্রশ্ন বারবার উঠে আসে, পুরুষ কিসে আটকায়? আজকে বিষয়টি ক্লিয়ার 😜 পুরুষ মানুষ নিজের জন্য ঈদের শপিংয়ে আটকায়।
ইলিশ মাছের যেমন বিজ্ঞাপন লাগে না। একইভাবে পুরুষ মানুষের অতিরিক্ত শপিং দরকার হয় না। পুরুষ মানুষ এমনিতেই সুন্দর। যা পরিধান তাতেই সে সুন্দর লাগে।
কারন পুরুষ মানুষের সাজতে কোন টাকা লাগে না। একটা লুঙ্গি আর গেঞ্জি হলেই তাদের হয়ে যায়।
কারণ সকলের কেনাকাটা করতে করতে আর বাজারে ব্যাগ হাতে দৌড়ানি দিতে দিতে পুরুষ মানুষ হাঁফিয়ে যায়,অন্যদিকে পকেটের অবস্থাও বেহাল হয়ে পড়ে তাই ঈদে পুরুষ মানুষের শপিংয়ের বাজেট কম থাকে।
পুরুষ যখন ছোট থাকে তখন তাদের বাজেট অনেক বেশি থাকে। যখন পুরুষের মাথার ওপর দায়িত্ব চলে আসে তখন সকলের জন্য বাজার করতে করতে নিজের জন্য যদি কিছু থাকে তবেই এটা তারা নিজের জন্য বাজার করে। প্রত্যেকটি পুরুষ ফ্যামিলির প্রতিটা মানুষকে খুশি রাখতে তাই তারা সবসময় নিজেকে খুশি না করে ফ্যামিলির খুশিতে তারা খুশি।
আরে পুরুষ মানুষের তো গার্লফ্রেন্ড থাকে ১০০ টাকার উপরে। এতগুলো গার্লফ্রেন্ডের ঈদের শপিং এর টাকা জোগাড় করতেই তো হিমশিম খেয়ে যায়। সেখানে আবার নিজের শপিং করবে কি দিয়ে? নিজের জন্য শপিং করে গার্লফ্রেন্ড হারবে নাকি? আর এই জন্য তো পুরুষ মানুষ তাদের শপিং এর বাজেট কম রাখে। হিহিহি।
পুরুষ মানুষ হলো হাজারো আশা আকাঙ্খার প্রতীক।সেই আশা আকাঙ্খা পূরণ করতে বাজেট ফুরিয়ে যায়। 😪😪
ছেলেরা নিজের থেকেও তার স্ত্রীর সন্তান পিতা-মাতাকে সব সময় বেশি ভালোবাসে। আর এই কারণে তাদের ঈদের শপিংয়ে বাজেট কম কম রেখে তাদের জন্য বাজেট করে।