এবিবি ফান প্রশ্ন- ২৯৬ | পায়ের জামা পায়জামা হলে, গায়ের জামা গায় জামা না হয়ে পাঞ্জাবি হল কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

পায়ের জামা পায়জামা হলে, গায়ের জামা গায় জামা না হয়ে পাঞ্জাবি হল কেন?

প্রশ্নকারীঃ

@bristy1

প্রশ্নকারীর অভিমতঃ

ছোটবেলা থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে আসছি,কিন্তু এই পর্যন্ত উত্তরটি পেলাম না। দেখি আপনাদের কাছ থেকে পাই কিনা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 5 months ago 

আমি তো গায়ে পরা জামাকে গায় জামা ই বলি, পাঞ্জাবি বলে কিছু হয় আমি তো জানি ই না!🤭🤭🤣😂😂 এই তো কিছু দিন আগেই সরস্বতী পুজো উপলক্ষে আমি একটা গায় জামা কিনলাম ১৩০০ টাকা দিয়ে।

 5 months ago 

বাপরে বাপ আমি আপনি তো দেখছি সহজ-সরল একজন মানুষ। সবকিছুর সহজ সরল নাম দিয়ে দেন। তবে উত্তরটা কিন্তু দারুন ছিল।

 5 months ago 

বাপরে বাপ আমি আপনি তো দেখছি সহজ-সরল একজন মানুষ।

হিহিহিহি🤣🤣🤣🤭🤭 হ্যাঁ আপু, আমি এমন ই।

Posted using SteemPro Mobile

 5 months ago 

হাহাহা,তাহলে একজন পেলাম গায়জামা বলা মানুষ।😂😂

 5 months ago 

হি হি হি🤣🤣 হ্যাঁ আপু। পায়জামা ওয়ার্ড এখন পুরোনো। সবাই আমরা এখন থেকে গায়জামা ই বলা শুরু করি!🤭🤭

Posted using SteemPro Mobile

 5 months ago 

সত্যি ভাই হাসালেন।

আনন্দ 😍😍

 5 months ago 

হাসি, আনন্দ করার জন্যই তো এবিবি ফানের প্রশ্নগুলো ভাই। এইখানে করা প্রশ্নগুলো যেমন মজার হয়, উত্তরগুলোও সেরকম মজার দেওয়ার চেষ্টা করি। হিহি🤭🤭😂😂

Posted using SteemPro Mobile

 5 months ago 

আনন্দ 😍

 5 months ago 

পায়ের জামা পায়জামা হলে, গায়ের জামা গায় জামা না হয়ে পাঞ্জাবি হল কেন?

ছেলেরা তো প্রথমে এটার নাম গায় জামা ই দিয়েছিল,পরবর্তীতে মেয়েরা বললো তাদের নাকি এই নামটা পছন্দ হয় না। তারপর মেয়েরা নাম পরিবর্তন করে গায় জামা থেকে পাঞ্জাবি দিয়ে দিলো। আসলে ছেলেদের মন কোমল তো,তাই মেয়েদের কোনো আবদার ফেলতে পারে না 😂😂।

বিঃদ্রঃ আমাদের দেশের কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ কিন্তু তার গার্লফ্রেন্ডের কথা অনুযায়ী পাঞ্জাবিওয়ালা গানটি রিলিজ করে বেশ কয়েকবছর আগে 🤣🤣।

Posted using SteemPro Mobile

 5 months ago 

মজা পাইলাম ভাইয়া।

 5 months ago 

এক ভদ্রলোক তার বোন ের নতুন বিয়ে হওয়ার পর বেয়াইনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বেয়াইনের বাড়িতে বেড়াতে যাওয়ার পর, সুন্দরী বিয়াইন ভদ্রলোকের পকেট এ চুরি করে একটি পান উপহার দিয়েছিল সাথে একটি গোলাপ ফুল।

আসলে ওই সুন্দরী বিয়াইন কথার ফাঁকে ভদ্রলোককে পাঞ্জাবি কথাটি শিখিয়েছিল। এর আগে সকলেই পাঞ্জাবি কে ~গায়জামা~ বলতো।

সুন্দরী বিয়ান পকেটে চুরি করে পান দেওয়ার ফলে পরবর্তীতে এর নাম পরিবর্তন করে পাঞ্জাবি রাখা হয়েছিল।
😄😄

 5 months ago 

তাহলে আসল রহস্য হল সুন্দরী বেয়াইনের কাছে। জটিল রহস্য জানতে পারলাম ভাইয়া। 🤣🤣

 5 months ago 

আনন্দ 😍😍

 5 months ago 

দুইটা পা ঢাকা হয় বলেই আমরা তাকে বলি পায়জামা কিন্তু গায়ের জামা দিয়ে তো হাত, পিঠ, পেট শরীরের প্রায় সব অংশই ঢাকা যায় সেই জন্য গায় জামা না হয়ে নাম হয়েছে পাঞ্জাবি। আর তাছাড়া আমার মনে হয় পায়জামার নামের সাথে মিল রেখে পাঞ্জাবি নাম দেওয়া হয়েছে।

 5 months ago 

হুমম তাই👍👍👍

 5 months ago 

যে কারনে ঢাকার কলাবাগানে কলা ,হাতিরপুলে হাতি ও কাঁঠাল বাগানে কাঁঠাল পাওয়া যায় না, সেই কারনেই গায়ের জামাকে গায়জামা না বলে পাঞ্চাবি বলা হয়।

 5 months ago 

হাহাহা,আপু বেশ মিলিয়েছেন

 5 months ago 

প্রথম কারন হচ্ছে--- গায় জামা হলে তো লোকে শুধু গেঁয়ো জামা ভাববে।তখন শহরের মানুষ আর গায়ের জামা পরবেই না লজ্জায়।তাই পাঞ্জাবি বলা হয়।

আর দ্বিতীয় কারন হচ্ছে--গাঁয়ের জামাগুলি পাঞ্জাবি মানুষেরা বেশি ব্যবহার করে তাই তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য একে পাঞ্জাবি নাম দিয়েছে।

 5 months ago 

বাঙালিরা সোজা কথার মানুষ না। তাই একটু ঘুরিয়ে পিচিয়ে নাম দিতে পছন্দ করে আর কি।🤣🤣

 5 months ago 

এটা আসলে মানুষের মস্ত বড় একটি ভুল 🥴🥴

 5 months ago 

সাহিত্যে বাঙ্গালী জাতিকে বদলাতে পারে না কিন্তুু বাঙ্গলী জাতি সাহিত্যকে বদলাতে উস্তাদ।

গায়ের জামা প্রথমে গাইজামা ছিল। কিছু লোক বড় বড় জামা পড়া শুরু করে যে গুলো দ্বারা পা ও ডেকে যেতো। যেহেতো গায়ের আগে পা চলে তাই পাকে আগে এনে গায় জামাকে পড়ে নিয়ে আমাদের নিজের সুবিধা মত কাটসার্ট করে পাঞ্জাবী করে ফেলেছি,হে হে হে।😜

 5 months ago 

বেশ মজার উত্তর, অনেকটা মিল পেলাম😂😂🤣।

 5 months ago 

পাজামা নাম কোন ছেলে,আর পাঞ্জাবি নামটা কোন মেয়ে করেছে৷ আর মেয়েরা কোন কিছুই সহজ করে প্রকাশ করে না।তাদের না মানে হ্যা,হ্যা মানে না। সেজন্য গায়ের জামার নাম হয়ে গেছে পাঞ্জাবি।

 5 months ago 

গার্লফেন্ড বলেছে নাকি, হ্যা কে না, না কে হ্যা?🥴🥴

 5 months ago 

প্রপোজ করার পর বলছিল,বুঝতে পারি নাই।তাই আজো সিঙ্গেল।😁😁

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57249.71
ETH 3092.70
USDT 1.00
SBD 2.41