এবিবি-ফান প্রশ্ন- ৫৬ || মেয়েদের হাত কেন রাজহাঁসের পালকের মতো কোমল ... ... .... ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মেয়েদের হাত এতো নরম হয় যে মনেই হয় না কোন মানুষের হাত। আবার ছেলেদের হাত এতো কর্কশ আর শক্ত হয় যে ওটাও মনে হয় না কোন মানুষের হাত। বরং বানরের হাতই মনে হয়। আমার প্রশ্ন হলো মেয়েদের হাত কেন রাজহাঁসের পালকের মতো কোমল আর ছেলেদের হাত কেন বানরের মতো কর্কশ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
উত্তর জানা নেই। তবে একবার গ্রামের এক ছেলের হাতে হ্যান্ড শেক করে মনে হয়েছিলো কোন বাচ্চা গরিলার হাত ধরেছি। বাপ রে এতো শক্ত!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ রাজহাঁস যেমন সারাদিন জলে ডুব দিয়ে পালকগুলি কোমল থাকে তেমনি মেয়েদের ও সারাজীবন অন্যের বাড়িতে ডুব দিয়ে থাকতে হয়।একবার বাপের বাড়ি তো একবার শ্বশুরবাড়ির গামলা মাজার জন্য হাত কোমল থাকে।তাছাড়া সমাজটা পুরুষশাসিত তাই ছেলেদের হাত ছোটবেলা থেকেই বানর/রোবটের মতো কর্কশ করে ঘষে তৈরি করা হয়,বউ পিটানোর জন্য।
হুম সত্যিটা অবলিলায় বলে দিলেন, এই জন্যই ছেলেদের হাত কোমল হয় না, আফসুস।
আফসুস করে লাভ নেই ভাইয়া, শক্ত হাত নিয়েই থাকতে হবে।হি হি 😅😅
কিভাবে বলি কোন দিন তো মেয়েদের হাত ধরি নি।তবে আন্দাজ করি মেয়েদের হাত ধরার জন্য ছেলেদের প্রচুর পরিশ্রম করতে হয় কারন বেকার ছেলের হাত মেয়েরা ধরে না।তাই পরিশ্রমে ছেলেদের হাত হয় ওরকম।আর মেয়েদের একমাত্র পরিশ্রম যা করা লাগে তা হল সাজগোজ তাই মেয়েদের হাত নরম।ছেলেদের হাত রুক্ষ না হলে কেউ ধরে না তেমনি মেয়েদের হাত নরম না হলে ধরে না।
প্রশ্নটা যখন পেলাম তখন বাজারে ছিলাম। পাশ দিয়ে তখন এক সুন্দরী এক রমণী হেটে যাচ্ছিলো। চিন্তা করলাম তার হাতটা ধরে পরখ করে দেখি আসলেই হাতটা রাজহাঁসের পালকের মত নরম কিনা? তারপর থেকে দৌড়ের উপর আছি।
ভাইয়া,ভাবী জানে?
না জানলে আমাকে নাম্বারটা দেন,জানিয়ে আসি😜😜
রূপক দা জলদি পাসপোর্ট করে দেশের বাইরে চলে যান। পরিবেশ ঠিক হলে আবার চলে এসেন। কি হয় বলা তো যায় না। হা হা হা...
এই খবরটা বাড়িতে কে দিলো ভাই?
আপনি না দিলেই হল 😃😃
সেটাই এখন খোঁজার চেষ্টা করছি। সর্বনাশটা কে করলো?
বাজারে গিয়ে আজকাল দেখি রাজহাঁসের পালক খোঁজা হচ্ছে। 😅😅😅😅
এখন তাহলে এমন চিন্তাও হয় 😜😜
তাহলে আমার বউকে আজই বলবো রাতে ঘুমানোর সময় আমার মুখে চড়াতে, যতক্ষন না আমার ঘুম আসে। আর ঘুম ভালো হলে সকালে বউয়ের জন্য গাছে গাছে ঘুরে ঘুরে ফল পেরে আনব। কারণ আমাদের হাত তো বানরের মতো। যাই হোক এখন বউয়ের তারা খেয়ে গাছে উঠে আছি।
এত কিছু রেখে এখন এখন কি তোমার বউয়ের হাতে চড় খাওয়ার ইচ্ছা হলো নাকি। হাঃ হাঃ হাঃ... তুমি বাপু একটা জিনিষ।
কারণ বউয়ের হাত তো পালকের মতো নরম।
মেয়েদের হাত রাজহাঁসের পালকের মত কোমল কারণ মেয়েদের হাতে শুধু ভালোবাসা ছড়ায়। আর ছেলেদের হাত বানরের মত কর্কশ কারণ তারা বউ পিটায় তাই হাত শক্ত হয়ে গেছে পিটাতে পিটাতে।😂😂
জাতি আগে জানতে চায় কয়টা মেয়ের হাত,ধরে এই কথাটা কনফার্ম হয়েছেন😜😜।যাই মেয়েরা তো ফুলের মত তাই তো হাতও ফুলের মত নরম কোমল🫣।ছেলেরা তো ইটের মত তাই তো হতচ্ছাড়া হাত ও পাথরের মত শক্ত😝😝।তাছাড়া মেয়েদের কসমেটিক আছে না🤪🤪
মেয়েদের আর কাজ কি, ঘরের খুঁটিনাটি অল্পস্বল্প কাজ করা। তাই তাদের হাত কোমল ও নরম হয়ে থাকে। কিন্তু ছেলেরা তো বুঝ হওয়ার পর থেকেই ক্রিকেট বল থেকে শুরু করে অনেক ভারি ভারি কাজও করে। যার কারণে পুরুষদের হাত শক্ত ও কর্কশ হয়ে থাকে।
নারী হলো মমতাময়ী মা।আর সন্তানদের লালন-পালন যত্ন মায়েরাই করে থাকেন। শিশুরা তো অনেক কোমলমতি হয়,শিশুদের সঠিকভাবে যত্ন করার জন্য মহান বিধাতা নারীদেরকে অনেক কমল করে তৈরি করেছেন।
এবং স্বামীদের মনকে আরো বেশি প্রশান্তি দিতে স্ত্রীর কোমল হাতের পরশ অনেকটাই তৃপ্তিদায়ক।মহান সৃষ্টিকর্তা নারীকে তার সন্তান এবং স্বামীর জন্যই তার হাত এত বেশি কোমল নরম করে তৈরি করেছেন।♥♥
মেয়েদের হাত ধরার স্বপ্ন দেখা যায়। তবে ধরতে গেলেই বুঝতে পারবেন গালের উপর কি পড়লো রাজহাঁসের পালক নাকি ভূমিকম্প।😅😅
ভূমিকম্প হলেও হাত ছাড়বো না, যা হবার হবেই হি হি হি।
তাহলে কিন্তু ভূমিকম্পের চেয়েও বড় কিছু হয়ে যেতে পারে। আগেই সতর্ক করে দিলাম ভাইয়া। মেয়েদের হাত দেখলেই সাবধান। 😅😅
😂😂😂🤣🤣আপু!!!
সে না হয় একটু ভূমিকম্প হল, তাতে দোষ কি। তবে সেই ভয়ে তো আর হাতছাড়া যাবে না। আমি তো চিন্তা করেছি আজকের পর থেকে রাজহাঁসের পালক ধরবো।
দেখবেন ভাইয়া রাজহাঁসের পালক ধরতে গিয়ে আবার যেন বিচুটি পাতা না ধরতে হয়। 😅😅
এমনিতে বোধহয় নরম থাকে সময় বুঝে ভূমিকম্প হতে পারে মেয়েদের হাত তো বোঝা যায় না। 😁
বর্তমানে মেয়েরা রান্নাঘরে যায় না একদম ফাঁকিবাজ, তাই তোদের হাত নরম। আর ছেলেরা বাজারের ব্যাগ টানতে টানতে হাত শক্ত হয়ে যায়।
আমরা খুব কর্মঠ তো তাই....!!!