আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ -১০steemCreated with Sketch.

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

নির্বাচন নিয়ে কৌতুক বা মজার কোন অনুগল্প ।

বিষয় নির্বাচনকারীঃ

@hafizullah

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

বাস্তব একটা অনুগল্প শেয়ার করতে যাচ্ছি।

আমার বাড়িতে এক জেঠু মশাই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল। তখন আমার জেঠুর প্রচার-প্রচারনার জন্য গ্রামে মিছিলের আয়োজন করা হয়েছে। সেখানে আমার জেঠাতো ভাইও ছিল,আর জেঠাতো ভাইটি একটু দুষ্ট প্রকৃতির ছিলো। তখন মিছিলের মধ্যে যখন স্লোগান দেয়া হচ্ছিল তোমার ভাই আমার ভাই হোসেন ভাই হোসেন ভাই। তখন আমার জেঠাতো ভাই স্লোগান দিচ্ছিল আমার আব্বা তোমার ভাই হোসেন আব্বা হোসেন ভাই😀😀।

হা হা হা বেশ মজা পেলাম পড়ে।

 2 years ago 

এক লোকের ইচ্ছে হয়েছে, তিনি সংসদ নির্বাচন করবেন। ইচ্ছে অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েও গেলেন। ভোট হলো। গণনা শেষে দেখা গেল, তিনি মাত্র তিনটি ভোট পেয়েছেন। ফলাফল দেখে লোকটির স্ত্রী তো রেগে আগুন। বললেন, ‘আমি আগেই সন্দেহ করেছিলাম, তুমি নিশ্চয় অন্য কোনো মেয়েকে ভালোবাস। তা না হলে তৃতীয় ভোটটা দিল কে?'

তাই বলে এতটাও সন্দেহ করা ঠিক না।🤣

 2 years ago 

যেখানে তৃতীয় ব্যক্তি আছে সেখানে তো সন্দেহ থাকবেই একটু।☺️

হা হা হা দারুন লিখেছেন। পড়ে খুব মজা পেলাম।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

নাটু কাকা(ভোট দিতে গিয়ে) -এই রাজু তোর কাকিমার ভোট পড়ে গেছে?
রাজু (হাসতে হাসতে)-হ্যাঁ কাকা!
নাটু কাকা-ইস্ আরেকটু আগে আসলে দেখা হয়ে যেতো।
প্রিসাইডিং অফিসার-কেনো আপনার স্ত্রী আপনার সাথে থাকে না?
নাটু কাকা-আরে না রে বাবা! উনি ১০ বছর হল স্বর্গবাসী হয়েছেন। শুধু ভোট এলে ভোটটা দিয়ে চলে যান।

 2 years ago 

হাহাহাহাহা!!!!!
মৃত ব্যক্তিও ভোট দেয় ৷

 2 years ago 

হুম ভোটের সময় আরো কত কিছু ঘটে যায়, স্বর্গবাসী হয়েও চমৎকারভাবে ভোট দেয়ার সুযোগ পায় হা হা হা।

 2 years ago 

এখন থেকে যাদের আত্মীয় ও পিতা-মাতার মৃত্যু হয়েছে। তারা ভোটের সময় সারাদিন ভোটকেন্দ্রে বসে থাকবো।একটু তাদের সাথে সাক্ষাৎ এর জন্য।

 2 years ago 

এক নেতা ভোট চাইতে ভোটারের কাছে গেলেন-

নেতা- চাচা, কথা দেন, ভোটটা আমাকেই দিবেন।
ভোটার- কিন্তু ভাতিজা, আমি যে আরেকজনকে ভোট দেব বলে কথা দিয়ে ফেলছি।
নেতা- তাতে কী? কথা দিলেই যে কথা রাখতে হবে, এমন টা তো নয়।
ভোটার- তাইলে ভাতিজা তোমারেও কথা দিলাম।

হিহিহি।

 2 years ago 

হুম কথা দিলে তো দোষের কিছু নেই ৷ এবার ভোট এলে এভাবেই বলতে হবে ৷
হিহিহিহি!!!

তাহলে এই ভাবে কথা দিতে হবে লোকজন কে... হা হা হা....🤣

 2 years ago 

হ্যাঁ ভাই ভোটের দিনে তো পদপ্রার্থীরাও কথা চাই, আর ভোটাররাও কথা দেয়। আর কথা দিলে যে ভোট দিতে হবে এমনটি তো নয়। কৌতুকে যুক্তি ছিল। অসাধারণ হয়েছে।

 2 years ago 

হিহি🤣🤣 দারুন হয়েছে ভাই। কথা দিতে যখন সমস্যা নেই সবাইকেই কথা দেওয়া যায়।

 2 years ago 

এটা চমৎকার ছিল আমিও কথা দিলাম এবার আমিও ভোট দেবো।

শরিফ মিয়া আনারস মার্কা নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। আর জলিলের মার্কা ছাতা। একদিন রাস্তায় কথা হচ্ছিল তাদের-

শরিফ: বুঝলা জলিল, ভোটে কিন্তু আমিই পাস করব। কেন জানো? আমার দলের কর্মীরা যখন রিকশায় ওঠে রিকশাঅলার খোঁজখবর নেয়। রিকশা থেকে নামার সময় তাকে ১০ টাকা বকশিশ দেয়। আর বলে, ‘ভাই, ভোটটা কিন্তু আনারস মার্কায়ই দিয়েন।’
জলিল: না রে শরিফ, ভোটে আমিই জিতব। কারণ, আমার লোকেরা রিকশায় উঠেই রিকশাওয়ালাকে গালিগালাজ করে। রিকশা থেকে নামার সময় ১০ টাকা কম দেয়। আর বলে, ‘ওই ব্যাটা, ভোটটা কিন্তু আনারস মার্কায় দিবি।’

 2 years ago 

জলিল সাহেবের লোকদের আপনার মতই বুদ্ধি। এত বুদ্ধি কই রাখেন🤣🤣

Steemit এর একটা গোপন চেম্বার আছে। সেখানে জমা করে রাখি।😁

 2 years ago 

ওরে উল্টো বুদ্ধি।

না হলে তো নির্বাচনে জেতা যাবে না😁😁

 2 years ago 

এটা ঠিক নির্বাচনে জিতাটাই আসল।কার কি হলো দেখার সময় নেই।

 2 years ago 

বাপরে বাপ এরকম বুদ্ধিও যে মানুষের হয় তা আজকে প্রথম জানলাম।😜😜

নেতা মন্ত্রীদের অনেক চালাকি বুদ্ধি থাকে তো। না হলে নির্বাচন জিতবে কেমনে। খিক খিক খিক.....😁😁

 2 years ago 

পরের বার ভাবছি আমার বিপরীতে আপনাকে নির্বাচনে দাঁড় করিয়ে দেব। হিহি 🤣 জলিল, শরীফ অনেক নির্বাচন করলো এবার আমাদের পালা।

কথা ঠিক। হা হা হা 🤣

 2 years ago 

ভোটার নেই, নির্বাচনী আমেজ নেই, মিটিং-মিছিল নেই, স্লোগানের হট্টগোল নেই। কিন্তু তার পরও এক নেতা হাজার হাজার পোস্টার ছাপিয়েছেন।
প্রেসের লোক এসে বলল, ‘স্যার, এত পোস্টার ছাপাইলেন, বিলটা কিন্তু এখনো পাইলাম না।’
নেতা বললেন, ‘খাড়াও মিয়া। সংসদে তো যাইতেছিই। তখন তো খালি বিলই পাস করমু।

 2 years ago (edited)

ভোটার নেই, নির্বাচনী আমেজ নেই, মিটিং-মিছিল নেই, স্লোগানের হট্টগোল নেই। তার পরও এক নেতা হাজার হাজার পোস্টার ছাপিয়েছেন।

  • প্রেসের লোক : স্যার, এত পোস্টার ছাপাইলেন, বিলটা কিন্তু এখুনো পাইলাম না স্যার।

  • নেতা : খাড়াও মিয়া। সংসদে তো যাইতেছিই। তখন তো খালি বিলই পাস করমু!

তখন কয়টা বিল নিবা দেখা যাবে।।।।

 2 years ago 

বল্টু ভোট দিয়ে পোলিং অফিসারকে জিজ্ঞাসা করল : স্যার আঙ্গুলের এই দাগ কি পানি দিয়ে ধুলে যাবে?

অফিসার: না।
বল্টু: তা হলে স্যার, সাবান দিয়ে ধুলে যাবে?
অফিসার: না।
বল্টু: তাহলে স্যার, কত দিন পরে উঠবে?
অফিসার: (বিরক্ত) এক বছর পর যাবে।
বল্টু: তাহলে আরও একটু দেবেন স্যার?
অফিসার: কেন?
বল্টু: চুলে লাগাব স্যার। আজকাল হেয়ার ডাই গুলো এক সপ্তাহের বেশি থাকে না।

 2 years ago 

হাহা! এই কালি আমারও চাই। চুল পেকে যাচ্ছে।

 2 years ago 

হুম সাদা চুলগুলোতো ঢাকতে হবে নাকি, কেমন জানি বুড়া বুড়া লাগছে হা হা হা।

 2 years ago 

হ্যাঁ আমারো। কেমন বুড়ি বুড়ি লাগছে। 😆

ভালো বুদ্ধি তো। পরের বার ভোট দিতে গিয়ে কিছুটা নিয়ে আসবো।🤣🤣

 2 years ago 

কি বুদ্ধি, টাকা ও বাচলো, সাথে সাথে স্হায়ী চুলের রং হলো।

 2 years ago 

হাহাহা এবার ভোটের সময় ঠিক এই কাজ করতে হবে ৷

 2 years ago 

হি হি,দারুণ মজার ছিল ভাইয়া।

 2 years ago 

চুলে লাগানোর বুদ্ধিটা অনেক বেশি কার্যকরী হবে অবশ্যই। অসাধারণ ছিল কৌতুকটি।

 2 years ago 

ভাগ্যিস নির্বাচনের সময় হাতে সাদা রং লাগায় না। তাহলে তো সবাই মেকআপ ভেবে মুখে লাগিয়ে নিত।

 2 years ago 

হিহি...এই বার ভোট দিতে গেলে আমিও ওই কালি চেয়ে নিয়ে আসবো। সুন্দর পরামর্শ পেলাম বল্টুর কাছ থেকে।

 2 years ago 

আসলেই তো ট্রাই করে দেখা যেতে পারে, হাহাহা চমৎকার ছিল টাকা বাঁচানোর বেশ বড়সড় ধান্দা, চুলের জন্য পার্মানেন্ট রং হয়ে যাবে।

 2 years ago 

বল্টুর বউ: ভোট দিতে গিয়ে বল্টুর বউ বলল আপা আমার ভোট কখন দিমু?
ডিউটি অফিসার: আপনার ভোটার আইডি কার্ডের সিরিয়াল বলেন?
বল্টুর বউ: আমি এতকিছু জানি না আপা আমার স্বামী বল্টুর নামের পরেই আমার নাম।
ডিউটি অফিসার: উনি তো একটু আগেই ভোট দিয়ে চলে গেলেন।
বল্টুর বউ: আহারে আর একটু আগে আইলেই আমার স্বামীর দেখা পেতাম। কতদিন দেখি না।
ডিউটি অফিসার: কেন উনি বাড়িতে থাকেন না?
বল্টুর বউ: উনি তো পাঁচ বছর আগেই মইরা গেছে। কিন্তু প্রত্যেকবার ভোট দিতে আসে।
😅😅😅

 2 years ago 

হাহাহা এত সত্য কথা ফাঁস হয়ে গেল বেশী সত্য কথা বলতে নেই। হিহিহি

 2 years ago 

চেয়ারম্যানঃ আমি যদি এবার চেয়ারম্যান হতে পারি, তবে একটা ব্রিজ করে দেব।
জনৈক ব্যক্তিঃ চেয়ারম্যান সাহেব, আমাদের গ্রামে তো কোন খাল নেই, তবে ব্রিজ করবেন কিভাবে??
চেয়ারম্যানঃ ইয়ে, মানে আগে খাল করব তারপর ব্রিজ করব।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.039
BTC 95276.42
ETH 3297.99
USDT 1.00
SBD 3.16