এবিবি ফান প্রশ্ন- ২১৯ | খাচ্ছিলো তাঁতী তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে - কিন্তু কেনো ?steemCreated with Sketch.

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

খাচ্ছিলো তাঁতী তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে - কিন্তু কেনো ?

প্রশ্নকারীঃ

@rme

প্রশ্নকারীর অভিমতঃ

আপনাদের উত্তরগুলো আগে দেখতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

কারন কথায় আছে -- "সুখে খেলে ভুতে কিলায়"।তাঁতীর হয়েছে সেই দশা বংশ পরম্পরার পেশা কাপড় বুনতে বুনতে তার মাথায় সুতার মতো চিকন পিনের বুদ্ধি আসলো।তারপর সেই পেশাকে লাথি মেরে দূরদর্শীতার অভাবে সে এঁড়ে গরু কিনলো।তাঁতী নিজে ছিল একজন বলদ তার উপরে আরেক বলদ গরু কিনে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হলো দুজনের মধ্যে।সেই লড়াইয়ে তাঁতী তো হেরে গেল তাই এঁড়ে গরু কাল হলো।

 last year 

খাচ্ছিলো তাঁতী তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে - কিন্তু কেনো ?

এঁড়ে গরু তো ছাড়া গরু। যেখানেই খাবার দেখে সেখানেই ঝাপিয়ে পড়ে। কোনটা তাঁতীর খাবার, আর কোনটা সখিনার মায়ের খাবার, সেটা জানার টাইম নাই এঁড়ে গরুর 🤣🤣। খাবার পেলেই হয় 🤣🤣।

 last year 

এটা ঠিক বলেছেন ভাই, ছাড়া গরুর তো চিন্তা নাই।কোনটা ভালো আর কোনটা মন্দ। তাই সবকিছু করতে পারে।

 last year 

দাদা বিয়ের আগে জীবনটা কত স্বাধীন ছিল। যেখানে ইচ্ছা সেখানে যেতে পারতাম,যা ইচ্ছা তা করতে পারতাম। এখন বিয়ে করে জীবনটা তেজঁপাতা হয়ে যাচ্ছে।

তাঁতীর সেই একই অবস্থা,তাঁত বুনে খাচ্ছিলো সেটাই ভালো ছিল। কিছু ভদ্রলোক তাতীঁকে এঁড়ে গরু কিনে দিলো,এখন তারও আমার মত অবস্থা। এঁড়ে গরু আর বউ কোনটা কম জ্বালাচ্ছে না,হা হা হা 🤣🤣🤣

 last year 

ভাই বিষয়টা ভাবি জানে তো।😅😬

 last year 

ভাই জানলে রক্ষা নেই,কমপক্ষে তিন দিন খানা বন্ধ থাকবে।🤣🤣🤣

 last year 

বিয়ের পরে বউকে সামলাতে পারবে কিনা এটা যাচাই করার জন্য তাঁতী প্রথম ধাপে এঁড়ে গরু কিনে এনেছে। সাহস পেলে বিয়ের প্রস্তুতি নিবে। 😅😅

 last year 

আপু মেয়েরা বুঝি এঁড়ে গরু থেকে বিপজ্জনক! 😅😅😅

 last year 

লোভে পাপ পাপে মৃত্যু আর এ কথা আমরা সকলেই জানি। কিন্তু বেচারা তাঁতি তো আর সে কথা জানে না। তাইতো তাঁতি লোভ করে তাঁত বুনা বন্ধ করে লাভবান হওয়ার আশায় এরে গরু কিনে এনেছিল। আর সেই এরে গরুর গুতো খেয়ে বেচারা তাঁতি এখন শয্যাশায়ী। তাই তাঁতি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করে আর বলে, তার তাঁত বুনাই ভালো ছিল, এরে গরু কিনে আনাটাই তার কাল হয়ে দাঁড়ালো।😭😭

 last year 

খাচ্ছিলো তাঁতী তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে - কিন্তু কেনো ?

এঁড়ে গরুর শিং বড় ছিল, তাই হঠাৎ করে এঁড়ে গরুর রেগে গিয়ে তাঁতীর তাঁত ভেঙে দিয়েছিল। আর এতেই এঁড়ে গরু তাঁতীর কাল হয়ে গেল।

 last year (edited)

হবেই তো! এড়ে গরু তো আর কথা শুনেনা। সে নিজের মতোই নিজে চলে। একদিকে বললে আরেক দিকে যায়। আর যাবে নাই বা কেন? অন্যের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডকে জোর করে কিনে নিয়ে আসলে তো এমনই হবে। ওইযে কথায় বলে না- ছেড়ে দে শয়তান ছেড়ে দে, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। হিহিহি। এড়ে গরু কিনে তাঁতির অবস্থাও হয়েছে সেরকম।😁😁😁😁😁😁😁

 last year 

গরু কি আর তাঁতিদের তাঁত বুনোনে বুঝে,সে শুধু বোঝে খাওয়া তাঁত বুনোনে দেখলে তার পেট ভরবে নাহ।সেজন্যই তো তাঁতির এই হাল।🤩🤩

 last year 

তাঁতি সভাব ছিল ভাবিদের সঙ্গে প্রেম করা।তাঁতি সখ করে একটি এঁরে গরু কিনে পালন করার জন্য।কিছুদিন পর হঠাৎ করে এঁরে গরু পাশের বাড়ির গাভীকে নিয়ে পালিয়ে যায়।তখন তাঁতির তাঁত বিক্রি করে সেই গাভী গরুর জরিমানা দেই।তাই খাচ্ছিলো তাঁতী তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে।

 last year 

তাঁতী তাঁত বুনে খাচ্ছিলো সেই সাথে সুন্দর দিনও কাটাচ্ছিল। পরে কেউ একজন তাকে পরামর্শ দেয়, গুরুর দুধের অনেক দাম তার যদি একটা গরু থাকতো তাহলে সে দুধ বিক্রি করে আরো বেশি সচ্ছলভাবে চলতে পারতো। তাঁতী সহজ সরল মানুষ গরুর কথা শুনেই সে তার তাঁতের সমস্ত কিছু বিক্রি করে একটা এঁড়ে গরু কিনে নিয়ে আসে। এইবার ব্যাপারটা হয়েছে তাঁতী এঁড়ে গরুর কাছ থেকে দুধের আশা করেছিল সেটাই তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59377.35
ETH 2639.75
USDT 1.00
SBD 2.45