"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩২৩ [ তারিখ : ০১.০৬.২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shahid540


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম মোঃ শাহিদ ইসলাম।স্টিমিট আইডি - @Shahid540 ।বর্তমানে বাংলাদেশের, রংপুর শহরে বসবাস করেন। তিনি একজন ছাত্র। উনার সব থেকে বড় শখ হচ্ছে উনি একজন উদ্যোক্তা হবেন। যাতে করে উনি আরো কিছু বেকার যুবকের কর্মসংস্থান করে দিতে পারেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২৩ সালের অক্টোবর মাসে। বর্তমানে স্টিমিট জার্নির প্রায় ৯ মাস চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-06-01-02-20-10-385-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkQ5rj2K1oSXWkaTTgNPmeyH6ygEWn3tiMgPcoMuXQgHqsYPaQwbvUM42EdVVsPSx44WzyLtEb2u852NBhtiVLBG7ZsapfTNW2r.png

জেনারেল রাইটিং - আপন ভেবে কাউকে মনের কথা বলতে নেই... @shahid540 (31/05/2024 )

ব্যস্তময় জীবন চলছে যেন রোবটিক্স এর মত। নেই ঘুম নেই শান্তি নেই তেমন একটা বিশ্রাম। শুধু পরিশ্রম আর পরিশ্রম। এভাবেই চলছে প্রতিনিয়ত জীবন। তারপরেও যেন নিজেকে খারাপ লাগার মধ্য দিয়েও ভালোলাগা শুরু হয়ে গিয়েছে। খারাপ অবস্থায় থাকার পরেও কেন জানি মনের মধ্যে আর মনে হয় না আমি ভালো নেই। ..


আজকের এবিবি ফিচার্ড পোস্ট বাছাই করার সময় ওনার পোস্টটি নজরে পরে এবং জেনারেল রাইটিং হওয়াতে ভাবলাম যে একটু পড়ে দেখি এবং পোস্টটি পড়ার পর বেশ ভালো লেগেছে। তাই ভাবলাম যে আজকের এবিবি ফিচার্ড হিসেবে এই পোস্টটিকে বাছাই করা যাক।

আসলে আমার একটি কথা উনার পোস্টটি পড়ে যেটা খুব সুন্দর কথা মনে হয়েছে। সেটা হচ্ছে, নিজের দুর্বলতা কখনোই অন্য কাউকে দেখানোর প্রয়োজন নেই। কারণ আপনি যখন একটা মানুষকে নিজের দুর্বল জায়গাটা চিনিয়ে ফেলবেন। তখন দেখবেন যে, চাইতে বা না চাইতে সে ই সব সময় আপনার দুর্বল জায়গাটিতে আঘাত করবে এবং দুঃখের বিষয় হলো যে সবসময় সেটা ইচ্ছাকৃতভাবেই করবে। অর্থাৎ আপনি হয়তো কাউকে আপন মানুষ মনে করে কিংবা ভালো বন্ধু মনে করে আপনার কোনো খারাপ সময়ের কথা, আপনার অতীতের কথা কিংবা আপনার বর্তমানের কোনো ঝামেলার কথা শেয়ার করে ফেললেন। পরবর্তীতে দেখবেন যে, আপনাকে ওই মানুষটা ওই ব্যাপারটি নিয়েই খোঁটা দেওয়া শুরু করেছে কিংবা জনসম্মুখে আপনাকে এমন ভাবে কথা বলা শুরু করেছে। যেটা আপনি কখনোই আশা করেননি।

দিন দিন মানুষ এতোটা বিশ্বাসঘাতক হয়ে উঠেছে যে, মানুষকে বিশ্বাস করাটাই এখন অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে পরেছে এবং আমি উনার এই কথাটির সাথে একেবারেই একমত। আর একটি ব্যাপার উনি আরো বেশি ভালো বলেছেন যে, সব সময় আমরা আসলে চোখের সামনে একটা মানুষকে যেমন দেখি। মানুষ আসলে সব সময় তেমনটা হয় না। অর্থাৎ আমাদের চোখের সামনে মানুষ হয় একরকম। আর চোখের আড়াল হলে ওই মানুষটা অন্যরকম হয়ে যায়। তাই আসলে মানুষকে বিশ্বাস করার আগে অনেক বেশি ভাবনা চিন্তা করা উচিত।

আমার লেখাটি পড়ে সত্যি কথা বলতে অনেক বেশি ভালো লেগেছে। কারণ আমি মনে করি উনার এই লেখাগুলো প্রতিটা মানুষের মনের কথা হওয়া উচিত। কারন আমি সব সময় মানুষকে বিশ্বাস করে ঠকে যাই। তাই যদি নিজে ভালো থাকতে চান। তাহলে অবশ্যই প্রথমে নিজের গোপন কথাগুলো মানুষের সাথে শেয়ার করা বন্ধ করুন।


TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkQ5rj2K1oSXWkaTTgNPmeyH6ygEWn3tiMgPcoMuXQgHqsYPaQwbvUM42EdVVsPSx44WzyLtEb2u852NBhtiVLBG7ZsapfTNW2r.png

ছবি গুলো @shahid540 এর ব্লগ থেকে নেওয়া

সর্বোপরি উনার পোস্ট বেশ ভালো লেগেছে। পোস্টের মার্কডাউন এবং পোস্ট এর বানান দুটোই খুব ভালো ছিলো। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে এভাবেই থাকবেন এবং নিজের এই কাজের ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 2 months ago 

আজকের ফিচার্ড আরটিকেলে শহিদ ভায়ের পোস্ট টা দেখে ভালো লাগলো।খুব দারুন একটি জেনারেল রাইটিং করেছেন।আসলেই নিজের দূরবলতা অন্য কাউকে বলা বোকামি।

 2 months ago 

ফিচারড আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে। শহীদ ভাইয়ের জেনারেল রাইটিং পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। কাউকে বেশি আপন ভেবে নিজের মনের কথাগুলো প্রকাশ করা বোকামি। কারণ আজকাল মানুষ দুর্বলতার সুযোগটাই বেশি নেয়। অনেক ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে নির্বাচিত করার জন্য।

 2 months ago 

আজকের ফিচারড আর্টিকেলে শাহিদ ইসলাম ভাইকে দেখে খুবই ভালো লাগলো। কেননা তিনি রীতিমতো খুব ভালো পোস্ট উপহার দিচ্ছেন। শুধু তাই নয়, তিনি মার্কডাউন এবং পোস্ট এর বানানের প্রতি খুব যত্নবান। মানুষ আসলেই সময়ের গতির চেয়েও দ্রুত গতিতে পাল্টে যায়। তাই আমাদের নিজের গোপন কথাগুলো কেবলমাত্র নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে।

 2 months ago (edited)

অবশেষে আমার চেষ্টার সফলতা মিলল। অনেকদিন ধরেই আমি গতানুগতিক পোস্টগুলি লিখে আসতেছি যাতে আমার পোস্ট ফিচার আর্টিকেল হিসেবে মনোনীত হয়। বলতে পারেন এটা আমার অনেক দিনের আশা। অবশেষে আমার এই ছোট্ট লক্ষ্য পূর্ণ হল। বেশ কাজের প্রতি অনুপ্রাণিত ও হলাম। আমার পোস্টটি ফিচার আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।

 2 months ago 

আজকে যে পোস্টটা সিলেক্ট করেছেন এটা দেখে ভীষণ ভালো লাগলো। আসলে শাহিদ ভাইয়ের লেখাটা সত্যি ভীষণ সুন্দর হয়েছে। বর্তমানে আপন ভেবে কাউকে মনের কথা বলতে নেই। তাহলে দেখা যায় মানুষ দুর্বল জায়গায় আঘাত করে। আর তখন এর থেকে বেশি কষ্ট আর কিছুই মনে হয় না। পারফেক্ট একটা পোস্ট সিলেক্ট করা হয়েছে আজকে।

 2 months ago 

আজকের ফিচার্ড আর্টিকেল পোস্টটি খুব ভালো লাগলো।জেনারেল পোস্টটি শহীদ ভাইয়ার ছিল।মানুষকে আপন ভেবে মনের কথা বলাটা আসলেই বোকামি যেটা তিনি হাইলাইট করেছেন তার পোস্টে।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.14
JST 0.030
BTC 68220.71
ETH 3321.59
USDT 1.00
SBD 2.74