"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩৩ [তারিখ : ০৪-০৮-২০২৩]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tasonya


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - তাসলিমা আক্তার সনিয়া। জাতীয়তা- বাংলাদেশী। পড়াশোনা - ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। শখ - আঁকতে ভালোবাসে, ভ্রমণ করতে পছন্দ করে। এছাড়াও বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করে।রান্না করতেও ভালোবাসে এবং সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2023-08-04-13-37-07-257-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWXz6SawdHErwF6q6Ga9E64AohE7zWpp9Bs5Vwnb7Pwnwr2cMWS2ET7qadKbYBq7n6Bx6bNWNHQ42PXiYBQHXfc.jpeg

রেসিপি :- আলুর ঝাল পুরি রেসিপি... @tasonya (04.08.2023 )

বিকেলের নাস্তায় এই ধরনের কিছু পেলে অসাধারণ লাগে। কিছুদিন আগে যখন বৃষ্টি হয়েছিল, তখন আমার কাছে খুব ইচ্ছে করছিল পুরি খেতে। তাই জন্য ভাবলাম তৈরি করে ফেলি। তবে আমার কাছে একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। তাই জন্য আলুকে গ্রেটার দিয়ে গ্রেট করে, বেশি ঝাল দিয়ে ভেজে নিলাম। তারপর পুর হিসেবে ব্যবহার করলাম। আসলেই এভাবে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। বিকেলের নাস্তায় আমরা পরিবারের সবাই মিলে অনেক মজা করে খেয়েছিলাম। যদিও এই ধরনের নাস্তা তৈরি করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। যেহেতু ইচ্ছে করছিল তাই জন্য তৈরি করে ফেললাম। আপনাদের মন চাইলে আপনারাও তৈরি করতে পারেন।তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম।..


আজকের ফিচারড আর্টিকেল এর জন্য যখন পোস্ট বাছাই করছিলাম। তখন ঠিক এই পোস্টটাতে এসেই আমার চোখ আটকে গিয়েছিলো।কারণ এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির পরিবেশে এমন আলুর ঝাল পুরি খেতে কি মজা তা তো আমরা সকলেই জানি। আর তেলেভাজা ঝাল ঝাল, গরম গরম পুরি কমবেশি আমরা সবাই পছন্দ করি।আর রেসিপি পোস্ট করতে কষ্ট তো আছেই।কারণ অনেক কিছু জোগাড় করতে হয়।সেই সাথে একটি রেসিপি পোস্টে সব কিছু একসাথেই নিয়ে বসতে হয়। যা আমরা সাধারণত ঘরে রান্না করার সময় করি না। আর সবচেয়ে বেশি কষ্টের কাজ যেটা আমার কাছে মনে হয়। সেটা হচ্ছে রান্নার পদ্ধতির সব গুলো ধাপের ছবি তোলা যায়। যা আপুর।পোস্টে খুব সুন্দর ভাবে দেওয়া হয়েছে।

তো এখন একটু আপুর এই পোস্টটি সম্পর্কে বলি। আসলে আপুর এই পোস্টের যে রেসিপির সাব্জেক্টটা এটা আসলে কম বেশি আমরা সবাই খেতে খুব ভালোবাসি। আর সে সাথে ওনার রেসিপি পোস্টগুলো সব সময় অনেক বেশি সুন্দর হয়। আর এই রেসিপি পোস্ট এর একটি বিশেষ দিক হলো।এই রেসিপি পোস্ট এর ফটোগ্রাফি গুলো এতো বেশি সুন্দর, যা দেখেই আসলে খেতে ইচ্ছে করছে।

আলু আসলে আমাদের কম বেশি সবারই অনেক পছন্দ। আর তা যদি হয় ঝাল ঝাল পুরির মধ্যে তাহলে সন্ধ্যাটা জাস্ট জমে যায়।আর পুরো পোস্টের কথা যদি আমি বলি। তবে ওই যে বললাম ফটোগ্রাফি, মার্ক ডাউন এবং লেখার ধরণ সবকিছুই খুব বেশি সুন্দর ছিলো। আমরা সত্যিই আনন্দিত এতো সুন্দর একটি ফিচার্ড পোস্ট আজকের দিনের জন্য বাছাই করতে পেরে।আমাদের এতো সুন্দর রেসিপি পোস্ট উপহার দেয়ার জন্য সনিয়া আপুকে অনেক ধন্যবাদ।


99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWXz6SawdHErwF6q6Ga9E64AohE7zWpp9Bs5Vwnb7Pwnwr2cMWS2ET7qadKbYBq7n6Bx6bNWNHQ42PXiYBQHXfc.jpeg

ছবি গুলো সনিয়া আপুর ব্লগ থেকে নেওয়া

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last year 

আসলেই আলুপুরি গুলো খেতে খুবই অসাধারণ ছিল। তবে আমার পোষ্টের সবকিছু এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন যেটা খুবই ভালো লেগেছে। আসলে আমি সব সময় পোস্টগুলো সুন্দর ভাবে করার চেষ্টা করি। তবে আজকের রেসিপি এর এত প্রশংসা পেয়ে ভীষণ ভালো লাগলো। আর ফিচার্ড আর্টিকেল হিসেবে নিজের পোস্ট দেখতে পেয়ে আরও বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আমার পোস্ট এত পছন্দ করার জন্য।

 last year 

আজকে ফিউচার আর্টিকেলের জন্য বাছাই করা হয়েছে আমাদের সনিয়া আপুর পোস্ট। আসলে এই সপ্তাহের পোস্টগুলো বেশ দারুন দারুন পোস্ট ছিল। আসলে আপুর প্রত্যেকটি রেসিপি আমার কাছে দেখতে বেশ ভালো লাগে।আসলে এত সুন্দর ভাবে পোস্টটি বাছাই করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আলুর ঝাল পুরি রেসিপি দারুন হয়েছে। এই ধরনের খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর বিকেলের নাস্তার জন্য এই খাবারগুলো তৈরি করতে ভালো লাগে। আমার কাছে এই রেসিপি অনেক ভালো লেগেছে। দারুন একটি রেসিপি নির্বাচন করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।

 last year 

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সোনিয়া আপুর এই পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য। আপু আমাদের কমিউনিটির একজন ভালো মানের ব্লগার। ডালপুরির চেয়ে আলুপুরি আমার বেশি পছন্দ। বিকেলের নাস্তায় গরম গরম এবং ঝাল ঝাল আলুপুরি পেলে তো আর কোনো কথাই নেই। আপুর পোস্টটি এককথায় দুর্দান্ত হয়েছে।

 last year 

সোনিয়া আপুর পোস্টগুলো অনেক ক্রেয়েটিভ। উনি অনেক সুন্দর করে পোস্ট করেন। আবার তার মধ্যে অনেক ক্রেয়েটিভিটিও রয়েছে। আমি প্রতিদিন চেষ্টা করি উনার পোস্ট পড়ার জন্য।আর এমন একজন ক্রেয়েটিভ ব্লগার কে আজকের ফিচারড আর্টিকেল করায় দাদার প্রতি জানাচিছ আন্তরিক কৃতজ্ঞতা। শুভ কামনা রইল আপু আপনার প্রতি। ধন্যবাদ জানাই দাদা কে।

 last year 

প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সনিয়া আপুর পোস্ট ফিচার্ড আর্টিকেলে বাছাই করার জন্য। আপুর পোস্টগুলো অনেক দারুন ছিল। আপু অনেক ভালো একজন ইউজার। আপুর রেসিপি দেখে অনেক ভালো লাগলো। রেসিপিটি আমার কাছে অনেক ইউনিক মনে হয়েছে। দারুন একটি রেসিপি পোস্ট বাছাই করা হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 last year 

সোনিয়া আপুর পোস্টগুলো অনেক ভালো ছিল, এছাড়াও তিনি অনেক ভালো মানের ব্লগিং করেন এটা আমরা সকলেই জানি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44