"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #১৫৯ [তারিখ : ১৫-১২-২০২৩]

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ১৫৮ তম রাউন্ড শেষে আজ ১৫ই ডিসেম্বর ২০২৩, ১৫৯ তম রাউন্ড-এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার- @tasonya


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম - তাসলিমা আক্তার সনিয়া। জাতীয়তা - বাংলাদেশী।শিক্ষাগত যোগ্যতা - গ্রেজুয়েশন কমপ্লিট করেছেন।উনি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোনো ধরনের পেইন্টিং করতে পছন্দ করেন । যখনই অবসর সময় পান ছবি আঁকতে বসে পরেন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করা উনার পছন্দের। এছাড়াও বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করেন,রান্না করতেও ভালোবাসেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:

Screenshot_2023-12-15-19-32-02-168-edit_com.android.chrome.jpg



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYkK4ce2RcZvyH2BF3S4v3fKEtSZgki4JCfqNaX1rhubzwbFkfJQZ6DtzgCUFfJiwGmTAwGQCBS67a5Qeg3wUJ.jpeg



ছবিটি নেওয়া হয়েছে- সনিয়া'র পোস্ট থেকে

রেসিপি পোস্ট || পটেটো ললিপপ রেসিপি।(Post Publish: 15.12.2023 )

আসলে এখন শীতকাল হওয়াতে বিকেল বেলায় বিভিন্ন ধরনের নাস্তা খেতে বেশি ভালো লাগে। তার জন্য প্রতিদিন সম্ভব না হলেও মাঝেমধ্যে চেষ্টা করি কিছু না কিছু তৈরি করার। এই রেসিপিটা অনেক আগেই দেখেছিলাম। রেসিপিটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তখনই ভেবেছিলাম রেসিপিটা তৈরি করব।...


আজকের এবিবি ফিচার্ড পোস্টের জন্যে পোস্ট বাছাই করার সময় এই পোস্টটি বেশ ভালোভাবে নজর কেড়েছে। আর তা হবে নাই বা কেনো! এই ঠান্ডা ঠান্ডা শীতে যদি গরম গরম পটেটো ললিপপ পাওয়া যায় তাহলে আর কি লাগে?

চলুন তাহলে উনার পোস্টটি সম্পর্কে একটু আলোচনা করা যাক।প্রথমত,পোস্টটির টাইটেল থেকে যে কারোর ই এই রেসিপিটি খেতে ইচ্ছে করবে।কারণ,আলু পছন্দ না এমন মানুষ কিন্তু খুঁঁজে পাওয়া বেশ কঠিন।আর আমার তো ব্যাক্তিগত ভাবে আলু ভীষণ পছন্দের।আমি এমন একজন মানুষ,যে বিরিয়ানীতে মাংসের চেয়ে আলুটাই প্রথমে খুঁজি। তাই স্বাভাবিক ভাবেই, এই রেসিপিটিও আমার খুব বেশি পছন্দের।

পটেটো ললিপপ গুলো যদি ঝাল ঝাল খেতে হয় তাহলে খেতে বেশ মজা লাগে।আর সে সাথে যদি ব্রেডক্রাম্বে একটু গড়িয়ে নেওয়া যায় তাহলে তো টেস্টটা হয়ে যায় অসাধারণ। ভেতরে যেমন খেতে একেবারে নরম তুলতুলে হয় আর ঠিক তেমনটাই উপরের পার্টটি একেবারে মুচমুচে।এক কথায় যাকে বলে,পারফেক্ট স্ন্যাক্স।বানাতে যেমন খুব সহজেই বানিয়ে নেওয়া যায়।ঠিক তেমনটাই ঝটপট গরম গরম ভেজে গরম গরম পরিবেশন করা যায়।

তবে এই ললিপপ এর আইডিয়াটা দারুণ । কারণ সাধারণত এভাবে নরমালিই ভেজে খাওয়া হয়। তবে এভাবে স্টিক দিয়ে খেলে হাতে তেলটাও লাগবে না। এতে খেতেও সুবিধা আর ধরতেও। সব মিলিয়ে আইডিয়াটি দারুণ লেগেছে আমার কাছে।সে সাথে পটেটো ললিপপ এর কালারটিও দারুণ এসেছে উনার।

সনিয়া আপুকে ধন্যবাদ আমাদের সাথে এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্যে। আশা করি, ভবিষ্যতে ও উনি আমাদের সাথে এতো সুন্দর সুন্দর পোস্ট উপহার দিবেন।

Sort:  
 7 months ago 

আজকের ফিচারড আর্টিকেলে আমার পোস্ট মনোনীত করা হয়েছে দেখে সত্যি খুব ভালো লেগেছে। পটেটো ললিপপ আসলেই অনেক বিশেষ সুস্বাদু হয়েছিল, আর সবাই অনেক মজা করে খেয়েছিল। বিশেষ করে শীতের সময় হওয়ার কারণে, এই মজাদার খাবার টা খেতে খুব ভালো লেগেছিল। ধন্যবাদ জানাই আমার পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 7 months ago 

এই রেসিপি আমি দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল। পটেটো ললিপপ অনেক ইউনিক একটি রেসিপি মনে হয়েছে আমার কাছে। তাছাড়া সোনিয়া আপুর পোস্ট গুলো আমার কাছে খুবই ইউনিক লাগে। অনেক সুন্দর করে তৈরি করেন দক্ষতার সাথে। এমন সুন্দর এবং ইউনিক রেসিপিটি ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে অনেক ভালো লেগেছে।

 7 months ago 

সোনিয়া আপু সবসময় ইউনিক রেসিপি শেয়ার করেন। রেসিপিটি বেশ লোভনীয় লাগছে। আর গরম গরম ললিপপ বিকালের নাস্তায় যাস্ট জমে যাবে। সোনিয়া আপু পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত হতে দেখে বেশ ভালো লাগলো। পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করায় ধন্যবাদ।

 7 months ago 

পটেটো ললিপপ রেসিপি টি আসলেই নজর
কেড়েছে আমারও। রেসিপিটি অনেক চমৎকার ছিল। খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। এই শীতের দিনে গরম গরম পটেটো ললিপপ খেতে অসাধারণ লাগবে। অনেক ধন্যবাদ সনিয়া আপুর পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 7 months ago 

আজকের ফিচার্ড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। এই রেসিপি আমিও দেখেছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দারুন একটি পোস্ট নির্বাচিত করা হয়েছে এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 7 months ago 

সোনিয়া আপুর রেসিপি দেখে অনেক ভালো লাগলো। সোনিয়া আপু প্রতিনিয়ত আমাদেরকে সুন্দর সুন্দর রেসিপি পোস্ট উপহার দিয়ে থাকে। আজকের এই রেসিপি পোস্টও দেখে মনে হচ্ছে বেশি ইউনিক। গরম গরম ললি পপ খেতে ভীষণ মজা হবে।আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে আপুর পোস্টটি বাছাই করে নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ।

 7 months ago 

ফিচারড আর্টিকেল পোস্টে সোনিয়ার নামটা দেখে খুব ভালো লাগলো। তার সবগুলো পোস্ট সত্যি অনেক সুন্দর হয়। আজ এই পটেটো ললিপপ রেসিপি আমারও খাওয়া হয়েছে তার কারণেই। খেতে অনেক বেশি মজাদার হয়েছিল, যার স্বাদ আমি এখনো ভুলিনি। বিশেষ করে আলু আমার অনেক বেশি পছন্দের। আর এটা আলু দিয়ে তৈরি করার কারনে, সব থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে। পোস্টটা সিলেক্ট করার জন্য ধন্যবাদ জানাই।

 7 months ago 

আপু প্রতিনিয়ত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে থাকে। আজকে একটি ভিন্ন ধরনের রেসিপি আমাদের মাঝে উপহার দিয়েছে। শীতকালীন সময়ে সবাই দেখছি ভিন্ন ভিন্ন ধরনের খাবার খেতে খুবই পছন্দ করে। আমার কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে। সেরা আর্টিকেল হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58068.07
ETH 3133.85
USDT 1.00
SBD 2.44