"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ২৯৩ [ তারিখ : ০২-০৫-২০২৪ ]

Today's Featured post.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdhero


অথরের নাম আমি আল হিদায়াতুল শিপু। ইউজার নেম (@bdhero)। বর্তমানে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । তিনি ফটোগ্রাফি করতে পছন্দ করেন। তিনি ভ্রমণ করতে অনেক পছন্দ করেন। তিনি মাঝে মাঝে কবিতা ও লিখেন। তার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও তার লেখা কবিতা রয়েছে। তিনি স্টিমিটে জয়েন করেন ২০২১ সালের মে মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


bdhero1.png

bdhero2.png

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


bdhero.jpg

বর্তমান তাপ দূর্যোগে আমাদের কিছু করণীয় 😇 [০২-০৫-২০২৪ ]

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বর্তমান তাপ দূর্যোগে আমাদের কিছু করণীয়। আশা করি সবাই পোস্টে পড়বেন কারণ এই পোস্টটির মাধ্যমে আমরা চলমান তাপ দূর্যোগে আমাদের কিছু করণীয় সম্পর্কে জানতে পারবো। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আমি এর আগে একটি পোস্ট করেছিলাম পোস্টটির টপিক ছিল পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণ ও এর ফল। আমাদের পৃথিবীতে তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলে আমাদের মাঝে দেখা যাচ্ছে অসহনীয় গরম। প্রায় গত কয়েক দশকের তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড ভেঙে নতুন তাপমাত্রার রেকর্ড গড়েছে বাংলাদেশ। এই তাপমাত্রার দিন দিন বেড়েই চলছে। এই তাপমাত্রা বৃদ্ধির পেছনে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে মানুষ দায়ী। আমরা প্রকৃতির সাথে অনিয়ম করলে প্রকৃতি আমাদের ছেড়ে কথা বলবে না এটিই প্রকৃতির নিয়ম। বর্তমানে প্রতিনিয়তই নিউজ দেখা যাচ্ছে যে হিট স্ট্রোকে মানুষের মৃত্যু ঘটছে। মূলত এই অতিরিক্ত গরমের প্রভাবেই মানুষ হিট স্ট্রোক করে মারা যাচ্ছে। তাই এই প্রচন্ড তাপ দুর্যোগে আমাদের কিছু করণীয় রয়েছে যাতে করে আমরা এটি থেকে রক্ষা বা সুরক্ষিত থাকতে পারি।...


bdhero.jpg

bdhero...jpg


ছবিগুলো নেয়া হয়েছে @bdhero এর পোস্ট থেকে


আজকের ফিচার্ড পোস্ট বাছাই করতে গিয়ে দারুন দারুন পোস্ট দেখতে পেয়েছিলাম। এই পোস্টটি হচ্ছে আমাদের সকলের সচেতনতা বৃদ্ধির জন্য। বর্তমানে দাবদাহে পুরো বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের অনেক কয়েকটি দেশ জ্বলছে। এতে করে আমাদের নিজস্ব শারীরিক সুস্থতা আমাদের নিজেদেরকেই নিশ্চয়তা করতে হবে। এই বিষয়ে আমাদের অথর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার এই পোস্টের মধ্যে উল্লেখ করেছেন।

শিপু এই কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার এই নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি সব সময় এই কমিউনিটিতে কোয়ালিটি ফুল পোস্ট করে থাকেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন। এর মধ্যে ফটোগ্রাফি পোস্ট, ট্রাভেলিং এছাড়াও ডাই প্রজেক্ট অন্যতম। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন তিনি তাদের মধ্যে একজন।

বর্তমানে এই দাবদাহে আমাদের কোন কোন বিষয়গুলোতে সচেতনতা বৃদ্ধি করতে হবে, এই বিষয়গুলো তিনি তার পোস্টের মধ্যে অনেক চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। এছাড়াও কোন কোন বিষয়ে দিকে লক্ষ্য রাখলে আমরা সুস্থ থাকতে পারবো সেই বিষয়ে তিনি এই পোস্টের মধ্যে ইনফরমেশন দিয়েছেন মোটকথা এই পোস্টটি অনেকটাই ইনফরমেটিভ পোস্ট হয়েছে। আমার কাছে এই পোস্টটি অনেক সময় উপযোগী একটি পোস্ট বলে মনে হয়েছে। সবদিক থেকেই এই পোস্টটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, তাই এই পোস্টে আজকে ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করা হলো।



ধন্যবাদ

Sort:  
 2 months ago 

সময়োপযোগী ও সচেতনতামূলক আজকের এই পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত হওয়ায় শিুপকে অভিনন্দন জানাচ্ছি। এবং প্রত্যাশা করছি আরো সুন্দর সুন্দর সচেতনতা মূলক পোস্ট আগামীতে দেখতে পাবো। সময়োপযোগী এই পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য, আমার বাংলা ব্লগ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সচেতনামূলক এই পোস্টটি আমাদের সকলের পড়া উচিত বলে আমি মনে করছি। ধন্যবাদ।

 2 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে শিপু ভাইয়ার নামটা দেখে অনেক বেশি ভালো লাগলো। তিনি সচেতনতামূলক একটা পোস্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। উনার পোস্টটা সম্পূর্ণ পড়ার সুযোগ হয়েছে ফিচারড আর্টিকেল হিসেবে পোস্টটি সিলেক্ট করার জন্য। এই পোস্টটা যদিও এর আগে দেখিনি, ফিচারডে প্রথম দেখলাম। উনার লেখাগুলো সত্যি অনেক সুন্দর ছিল। উনার পোস্টটি ফিচারড হিসেবে সিলেক্ট করায় সবাই পড়বে, আর সচেতনতা বৃদ্ধি করতে পারবে। ধন্যবাদ পোস্টটি মনোনীত করার জন্য।

 2 months ago 

শিপু ভাই তো দেখছি অনেক সুন্দর একটা সতর্কতামূলক পোস্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন। আর ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখেই তো খুব ভালো লাগলো। এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার কারণেই পোস্ট টা দেখলাম, আর সম্পূর্ণ পড়লাম। এই পোস্টটার মাধ্যমে ছিল আমাদের জন্য সতর্কবার্তা। সবকিছু ভালোভাবে দেখেই এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো।

 2 months ago 

এই সময় তাপমাত্রা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে করে এক প্রকারের দুর্যোগে পরিণত হয়েছে। আর আমাদের সকলের প্রিয় শিপু ভাইয়া এত সুন্দর করে এই বিষয়টি নিয়ে লিখেছেন দেখে ভালো লাগলো। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো।

 2 months ago 

শিপু ভাই বেশ দারুন ও সতর্কতামূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। পোস্টটি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো । এই গরমে তাপমাত্রা যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে আমাদের সবাই কে সচেতন থাকতে হবে। অনেক ধন্যবাদ ফিচারড আর্টিকেলে পোস্টটি মনোনীত করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 58140.63
ETH 3077.94
USDT 1.00
SBD 2.33