"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #৫২ [তারিখ : ২৪-০৮-২০২৩]steemCreated with Sketch.

গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। আজ ২৪ আগস্ট ২০২৩, ৫২ তম রাউন্ড-এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার- @bristy1


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম তাহমিনা আক্তার বৃষ্টি,উনি একজন বাংলাদেশী।অথর অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করে। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা উনার পছন্দের কাজ। তবে রান্নাবান্না উনার ভালোলাগা, চেষ্টা করে সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত উনিও ঘুরতে পছন্দ করি।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:

Screenshot_2023-08-24-13-15-53-532-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81agVctDdqTrKSTixK3BZ5ewx15v49s7dowxvpMC9n1UGS5tPcpQhsnj7brrcQGFYAkLzhu82PUDkc6jmbGUk5LXUFtMuQ.jpeg

আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ ||রঙিন কাগজ দিয়ে কাঠগোলাপের মত ফুল তৈরি।(Post Publish: 24.08.2023 )

আজকের পোস্ট হল আমাদের কমিউনিটিতে চলমান কনটেস্ট পোস্ট। এই এক সপ্তাহ ধরেই দারুন একটা প্রতিযোগিতা চলছে। কাগজ দিয়ে ফুল তৈরির প্রতিযোগিতা। আসলে প্রতিযোগিতা গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে। কারণ নতুন নতুন অনেক কিছু দেখতে এমনিতেই তো ভালো লাগে। সবাই সবার অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে খুব দারুণ কিছু ফুটিয়ে তুলে। যেহেতু এবারের কনটেস্টটি হল ডাই কনটেস্ট এক্ষেত্রে পুরো সপ্তাহ জুড়েই সবার ব্যস্ততা কাজ করে...


ABB featured article এর পোস্ট বাছাই করার সময় যখন পোস্ট খুঁজছিলাম,তখন এই পোস্টটাতে আমার চোখ আটকে গিয়েছিলো। তার বিশেষ একটা কারণ হলো পোষ্টের কভার। আসলে যে কোনো কোয়ালিটি পোস্ট এর খুব বড় একটি বিশেষত্ব হলো যে কোনো পোস্ট এর কভার। তাই পোস্টের কভার সুন্দর হলেই যে কারোরই ইচ্ছে করে পোস্টটা একবার দেখার জন্য।

যথারীতি আমিও পোষ্টের কভারটাতে আকর্ষিত হয়েই পোস্টটাতে ঢোকার পরে দেখলাম, আমাদের আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ৪২ এর সুন্দর একটি পোস্ট।কমবেশি আমরা সবাই জানি আমাদের কমিউনিটির খুব কোয়ালিটি ফুল এবং বেস্ট একজন ব্লগার হলো বৃষ্টি আপু। কারণ উনার পোস্টগুলো বরাবরই অনেক বেশি সুন্দর হয়। এবং সবচেয়ে বড় কথা হলো উনার পোস্টের ফটোগ্রাফি গুলো খুব বেশি সুন্দর হয় এবং তা সব সময়ই হয়। উনার পোষ্টের শুধু যে প্রতিযোগিতার পোস্ট গুলোই এতো কোয়ালিটিফুল হয় তা নয়। উনার প্রায় প্রতিটি পোস্ট ই কোয়ালিটিফুল।

যাইহোক আমি আজকে উনার সবগুলো পোষ্টের কথা না বলে, শুধুমাত্র আজকের পোস্টটা নিয়ে কথা বলতে চাই। প্রথমতই আমরা সবাই কাঠগোলাপ অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে বাঙালিরা তো অনেক বেশি পছন্দ করে।আর তা নিয়ে যদি ডাই প্রজেক্ট হয়,তাহলে আসলে আমাদের সবারই ভালো লাগার কথা। উনার এই ডাই প্রজেক্টটিতে আমার যে ব্যাপারটা খুব বেশি সুন্দর লেগেছে তা হল বাঁশের ঝাঁঝরির ব্যবহার টা। এটা ব্যবহার করাতে ফুলগুলো অনেকটা একেবারে সত্যিকারের ফুলের মতো লাগছে। আর নিচে যে ঘাসের মতো অংশগুলো দিয়েছে, তাতে ফুলগুলোকে আরো বেশি বাস্তবে রূপান্তরিত করেছে।

সেই সাথে পুরো পোস্টে প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। যেনো এই ধাপগুলো একজন ফলো করলেই এই ডাই প্রজেকটি সহজেই recreate করতে পারবে।সে সাথে কাঠ গোলাপ গুলোও খুব সুন্দর হয়েছে। বিশেষ করে হলুদ রঙের কাঠগোলাপ গুলো একেবারে দেখতে মনে হচ্ছে সত্যিকারের কাঠগোলাপ।সব মিলিয়ে পোস্ট টা দেখেই বুঝা যাচ্ছে যে পোস্টটা করতে অনেক কষ্ট হয়েছে এবং অনেকটা সময় লেগেছে পোস্টটা করতে।এই ধরনের কাজগুলো আমার বাংলা ব্লগের সৌন্দর্য। আর সে সাথে পোস্টের কোয়ালিটি, মার্কডাউন,লেখার ধরণ, বানান সবকিছুই একেবারে পারফেক্ট ছিলো, যাকে বলে সর্বগুণসম্পন্ন।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81agVctDdqTrKSTixK3BZ5ewx15v49s7dowxvpMC9n1UGS5tPcpQhsnj7brrcQGFYAkLzhu82PUDkc6jmbGUk5LXUFtMuQ.jpeg

ছবিটি নেওয়া হয়েছে- বৃষ্টি আপুর পোস্ট থেকে

@bristy1 আপুকে কে ধন্যবাদ আমাদের কমিউনিটিকে এবং আমাদেরকে এতো সুন্দর একটি ডাই পোস্ট উপহার দেয়ার জন্য।

Sort:  
 last year (edited)

আমি একদমই অবাক হয়ে গেলাম আজকের ফিচার্ড পোস্টে আমার নাম দেখে।সত্যি বলতে এই ডাই প্রজেক্ট করতে যতটা সময় লেগেছে ততটা সময় হয়তো আমার লাগতো না।এর কারণ হলো আমার ছোট বাবুটা,সে চায়না আমি ওকে রেখে অন্য কোনো কাজ করি।সবসময় আমার পিছু পিছু ঘুরে,আর এখন কিছুটা হাটতে শিখেছে তাই দুষ্টুমিও করে।তবে আমি চেষ্টা করি সবসময় কোয়ালিটি রেখে কাজ করে যেতে।আর তাছাড়া অনেকদিন খুব বেশি ব্যস্ত থাকায় কমিউনিটিতেও তেমন সময় দিতে পারিনি।আজ সত্যিই অনেক বেশি ভালো লাগছে।পর পর সব গুড নিউজ পাচ্ছি😍😍আমার বাংলা ব্লগের এই উদ্যোগে আমি খুবই খুশি।

 last year 

সত্যি @bristy1 আপুর তৈরি করা কাঠ গোলাপ ফুল গুলো অনেক দারুণ হয়েছে। আমার নিজের কাছেও ভীষণ ভালো লেগেছে। তাছাড়া এটাও ঠিক বলেছেন আপুর প্রত্যেকটা পোস্টের কোয়ালিটি খুবই ভালো। সেটা আজকে আবারো প্রমাণিত হলো। সেই জন্য আজকের ফিচার্ড পোস্ট হিসেবে এই পোস্ট সিলেক্ট করেছেন খুবই ভালো লাগলো। আশা করি বৃষ্টি আপুর মাধ্যমে আমরা পরবর্তীতে আরো দারুন দারুন পোস্ট দেখতে পাবো।

 last year 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

বৃষ্টি আপু আমাদের কমিউনিটির খুব ভালো মানের একজন ব্লগার। আপু প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে থাকেন। এই পোস্টটি তো এককথায় দুর্দান্ত হয়েছে। বিশেষ করে কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হয়েছে। কাগজ দিয়েও কতো সুন্দর ফুল তৈরি করা যায়। ক্রিয়েটিভিটি কোথায় গিয়ে পৌঁছেছে, দেখে জাস্ট অবাক লাগে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আপুর কাঠগোলাপ ফুলগুলো দেখতে সত্যিই অসাধারণ হয়েছে। বৃষ্টি আপু আমার বাংলা ব্লক কমিউনিটির একজন ভালো ইউজার। আপুর পোস্টগুলো পড়া হয় অনেক ভালো লিখেন আপু। কাঠ গোলাপ ফুলের কালার কম্বিনেশন টা অনেক সুন্দর হয়েছে । অনেক ধন্যবাদ বৃষ্টি আপুর পোস্টটি ফিচার্ড আর্টিকেলে বাছাই করার জন্য।

 last year (edited)

বৃষ্টি আপু কিন্তু সত্যি অসাধারণ ফুল তৈরি করেছে। ওনার তৈরি করা ফুল আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছিল। আজকের এই ফিচার্ড পোস্টে বৃষ্টি আপুর নাম দেখে অনেক বেশি ভালো লেগেছে। বৃষ্টি আপুর ক্রিয়েটিভিটি সত্যি অসাধারণ। আপুর প্রত্যেকটা পোষ্টের কোয়ালিটি অনেক ভালো এটা নতুন করে কিছুই বলার নেই। বৃষ্টি আপু সব সময় দারুন কাজ করে। আপুর পোস্টটা বাছাই করে নিয়েছেন দেখে অনেক ভালো লেগেছে।

 last year 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার- @bristy1 কে দেখে ভালো লাগলো। তবে আমি যতটুকু উপলব্ধি করেছি সে প্রত্যেকটি পোস্ট কোয়ালিটি বজায় রেখে করতে চেষ্টা করে। যাইহোক তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46