"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৩০৯ [ তারিখ : ১৮-০৫ -২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @razuan12


অথরের নামঃমোঃ রেজুওয়ান আহমেদ । জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত । তার শখ- ছবি তোলা এবং বিভিন্ন যায়গায় ভ্রমন করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


Screenshot_20240517_141654.jpg

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


Screenshot_20240517_141639.jpg

রেসিপি পোস্ট ||ঘরোয়া পদ্ধতিতে মোমো তৈরি 🌿🫰❤️ (তারিখ ১৭.০৫.২০২৪)

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে মোমো রেসিপি তুলে ধরবো মোমো খেতে আমার ভীষণ ভালো লাগে। বাইরের পরিবেশের থেকে বাড়িতে তৈরি করতে আরো বেশি ভালো লাগে।রেস্টুরেন্টের কিছু খাবার আমরা যদি বাসায় তৈরি করে খাই তেমন স্বাদ না হলেও বেশ স্বাস্থ্যকর ভাবে খাওয়া যায়। আশা করি আপনারা দেখবেন। আমি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করেছি।এই রেসিপিটি আশা করি সকলেরই ভালো লাগবে এবং খেতেও বেশি দারুন হয়েছিল।আপনারা সকলেই দেখবেন। তো চলুন শুরু করা যাক।


5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScdqYWaagdmaAtVpmRPtxLFnRTg3oYWektkgAigq91rCDFAb7UWWE8GJkX9DBMP8EdGn5oRgTKXEXLSrnQazBqxWX8wDfwkd95dN37PmHTre.jpg



ছবিটি নেয়া হয়েছে @razuan12 এর পোস্ট থেকে


আজকে ফিচার পোস্ট বাছাই করতে গিয়ে razuan12 ভাইয়ের মোমোর রেসিপি পোস্টটি দেখে আমার কাছে খুব ভালো লাগলো। মোমো গুলো দেখেই মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিলো। এই খাবারটা আগে আমাদের দেশে এতটা প্রচলন ছিলো না। তবে বর্তমানে দেখতে পাই ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মোমোর বেশ জনপ্রিয়তা রয়েছে। মানুষ আসলে প্রতিনিয়ত নিত্য নতুন বৈচিত্র্যময় খাবারের সন্ধান করে। সেই সন্ধানেই হয়তো মোমো নামের এই খাবারটা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। razuan12 ভাই তিনি মোমো তৈরির ধাপগুলো বেশ চমৎকার করে দেখিয়েছেন। যদিও তিনি উপকরণের পরিমাণটা উল্লেখ করেননি। সেটা করলে তার পোস্টটা পূর্ণতা পেতো।

রেজোয়ান ভাই আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখগুলোর একটি। ডিসকর্ডে তার সপ্রতিভ উপস্থিতি আমাদের সকলের চেনা। তিনি জীবনের নানা রকম প্রতিকূলতা সত্ত্বেও সমস্ত বাধা ডিঙিয়ে এগিয়ে চলেছেন। শারীরিক প্রতিবন্ধকতা বা সামাজিক প্রতিবন্ধকতা কোন কিছুই তাকে থামিয়ে রাখতে পারেনি।

তিনি যে শুধু আমার বাংলা ব্লগে কাজ করেন তা নয়। তিনি আমার বাংলা ব্লগের পাশাপাশি বিউটি অফ ক্রিয়েটিভিটি এবং ট্রন ফ্যান ক্লাবেও কাজ করেন। তিনি ফটোগ্রাফি পোস্ট করতে দারুন পছন্দ করেন। সেই সাথে কবিতা আবৃত্তি এবং জেনারেল রাইটিং পোস্টে ও তার দক্ষতা খারাপ না। আবার তিনি দারুন সব ডিজিটাল আর্ট ও তৈরি করতে পারেন। তিনি তার সৃজনশীলতা দিয়ে আমার বাংলা ব্লগকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছেন। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।


ধন্যবাদ

Sort:  
 6 months ago 

আজকে আমি ভীষণ খুশি। মনটা খারাপ ছিল হঠাৎ তার রূপক ভাইয়ের অ্যানাউন্সমেন্ট দেখলাম তখন মনে মনে ভাবছিলাম। ইস!আমার পোস্টটা যদি সিলেক্ট করা হতো। কালকে একটু আভাস পেয়েছিলাম হাফিজুল্লাহ ভাই কমেন্ট করেছিল। আজকে হঠাৎ এ নিজের নামটি দেখতে পেয়ে ভীষণ ভালো লাগতেছে। আসলে একটা ইউজার তখনই সার্থকতা পায় যখন প্রতিটা এডমিন মডারেটর তার নামে সুন্দর প্রশংসা মূলক বাক্য তুলে ধরেন। পাশাপাশি প্রতিটা ইউজার আমাকে খুব ভালোবাসে।প্রতিটা মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছি এটাই আমার সার্থকতা। ধন্যবাদ আজকের পোস্টটা সিলেক্ট করার জন্য।

 6 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। রেজওয়ান ভাইয়ার এই পোস্ট আমিও দেখেছিলাম। মোমো তৈরির পদ্ধতি অনেক সুন্দর করে উপস্থাপন করেছে। বেশ ভালো লেগেছে এই পোস্ট দেখে।

 6 months ago 

রেজুওয়ান আহমেদ ভাইয়ের ঘরোয়া পদ্ধতিতে মোমো তৈরির রেসিপিটা সত্যিই দারুন হয়েছে। এমন পোষ্ট গুলো ফিচার্ড আর্টিকেলে এড করলে দারুন একটি সংগ্রহশালা হবে। রেসিপিটা দেখতেও চমৎকার লাগছে। ধন্যবাদ।

 6 months ago 

আমরা প্রতিনিয়ত এবিবি ফিচার্ড আর্টিকেলের মাধ্যমে প্রতিদিনের সেরা পোস্ট গুলো দেখতে পারি। এটা আমাদের জন্য অনেক ভালো একটি দিক। আজকে এবিবি ফিচার্ড আর্টিকেলের মধ্যে রাজুয়ান ভাই এর একটি পোস্ট মনোনয়ন করা হয়েছে। এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। রাজুয়ান ভাই সুন্দর একটি পোস্ট করার মাধ্যমে তার পোস্ট টি সকলের মাঝে হাইলাইটস করা হয়েছে।

 6 months ago 

আজকের ফিচার আর্টিকেলে রেজওয়ান ভাইয়ের এই পোস্টটা দেখে ভালো লাগলো । ঠিকই বলেছেন মোমো এবং অন্যান্য আরো অনেক খাবারই আমাদের দেশে তেমন একটা প্রচলন ছিল না ইদানিং অনেক বেশি পরিমাণে মানুষজন এসব খাবারের প্রতি ঝুঁকে পড়ছে । ওনার এই পোস্টটা যখন দেখেছি তখনই আমার কাছে ভালো লেগেছিল । উনি খুব সুন্দর ভাবে মোমোগুলো তৈরি করেছেন দেখতেও লোভনীয় লাগছে । আর পোস্টটা ফিচার্ড হিসেবে নির্বাচন হওয়ার যোগ্য ছিল ।

 6 months ago 

বেশ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে। রেজওয়ান ভাইয়ের এই পোস্ট আমি দেখেছিলাম।ঘরোয়া পদ্ধতিতে মম তৈরির রেসিপিটি অসাধারণ ছিল। বেশ ভালো লেগেছে পোস্টটি দেখে ধন্যবাদ।

 6 months ago 

আজকের ফিচার্ড পোস্ট হিসেবে রেজওয়ান ভাইয়ের রেসিপি পোস্ট সিলেক্ট করেছেন দেখে ভালো লাগলো। মোমো খেতে সাধারণত আমরা সবাই খুবই পছন্দ করি। তাছাড়া ভাইয়া কিন্তু রেসিপিটা খুব সুন্দর করেছিল। তাছাড়া দেখেই মনে হচ্ছে রেসিপিটা খেতে খুব সুস্বাদু হয়েছে।

 6 months ago 

আমি মনে করি এটি চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.033
BTC 92034.70
ETH 3102.77
USDT 1.00
SBD 3.07