"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২২৪ [তারিখ : ২০-০২-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tauhida


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: তৌহিদা। তিনি বাংলাদেশে বসবাস করেন। তিনি বিবাহিতা, এক সন্তানের মা। তিনি রান্না করতে ও খেতে ভালোবাসেন , তিনি ঘুরতেও অনেক ভালোবাসেন। তিনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ড্রয়িং, ফটোগ্রাফি এবং কাগজ দিয়ে অনেক নতুন নতুন জিনিসপত্র তৈরি করে আমার বাংলা ব্লগ কমিউনিটিকে সমৃদ্ধ করে যাচ্ছেন। তিনি স্টিমিটে জয়েন করেন ২০২১ সালের এপ্রিল মাসে। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1.PNG

2.PNG


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


কাঁচা মরিচের আচার রেসিপি.... by @tauhida (date 19.02.2024 )

আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদেরকে মরিচের আচার তৈরি করে দেখাবো । আসলে মরিচ এর আচারটি খেতে আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে আমার থেকে আমার হাজবেন্ডের এটা অনেক পছন্দ । আমার হাজব্যান্ড এর জন্য আমি এটা তৈরি করেছি । সেদিন ছেলেকে নিয়ে স্কুল থেকে আসার পথে দেখলাম যে একটা ছেলে ভ্যান ভর্তি করে কাঁচামরিচ বিক্রি করছে । মরিচ গুলো দেখতে এতটা ভালো লাগছিল যে আমি তখন মরিচের সামনে দাঁড়িয়ে দাম জিজ্ঞাসা করলাম ওরা বলল যে ৬০ টাকা কেজি এবং মরিচ গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল । যার কারণে আমি ওর কাছ থেকে এক কেজি কিনে নিলাম । অনেক বড় বড় সাইজের মরিচ দেখে কেন জানিনা লোভ হচ্ছিল । আর সেই মরিচ গুলো দেখে আমার কাছে মনে হয়েছে এগুলো দিয়ে আচার বানালে ভালো লাগবে আর মরিচগুলো একটু কম ঝাল ছিল । যার কারণে আচার বানানোর কারণে খেতে খুবই ভালো লেগেছে আমার কাছে । মজাদার রেসিপি টা আপনাদের সাথে শেয়ার করে দিলাম ।....


আজকের ফিচার আর্টিকেলে যে অথরের কন্টিনিটি স্থান পাচ্ছে সেটি একটি ইউনিক রেসিপির কন্টেন্ট। সচারাচর আমরা তেঁতুল, বরই, আম ইত্যাদির আচার দেখে থাকি। মরিচের আচার আমাদের সকলের কাছেই খুব বেশি একটা পরিচিত নয়। কমিউনিটিতে আজকে এই কনটেন্টটি দেখে এক নজরেই ভালো লেগে যায়। পোস্টের উপস্থাপন, ফটোগ্রাফি এবং লেখার ধরন সবকিছুই ভালো ছিলো।

পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ নজরে আসে সবজি বিক্রেতার কাছে থাকা সুন্দর সুন্দর বড় সাইজের মরিচ। মরিচ গুলো দেখে তার মাথায় সুন্দর একটি ইউনিক রেসিপির আইডিয়া আসে। সবজি বিক্রেতার কাছ থেকে মরিচ গুলো কিনে নিয়ে তিনি বাসায় এসে সুন্দরভাবে সেগুলোকে আচার তৈরির জন্য প্রস্তুত করেন।

প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যে কেউ চাইলে সেটি দেখে শিখে নিজের বাসায় তৈরি করতে পারবেন। আমি পার্সোনালি ঝাল খেতে অনেক পছন্দ করি। অথরের আজকের এই রেসিপিটি দেখে আমার নিজেরও খুব লোভ লাগছে। যাইহোক সবকিছু বিবেচনা করে আজকে এই কন্টেনটিকে ফিচার আর্টিকেল হিসেবে নির্বাচন করা হলো।


3.PNG

ছবিটি tauhida আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 6 months ago 

বাহ চমৎকার একটি রেসিপি সিলেক্ট করছেন আপনি আজকের ফিচারড আর্টিকেলের জন্য। সত্যি রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে কথাটা সুস্বাদু হবে। কাঁচা মরিচের আচার মানে বেশ সুস্বাদু একটি খাবার। তৌহিদা আপু ভালো ভালো রেসিপি শেয়ার করেন আমার বেশ ভালো লাগে আপুর পোস্ট গুলো দেখতে। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটি ফিচারড আর্টিকেল সিলেক্ট করার জন্য।

 6 months ago 

আজকের ফিচার্ড আর্টিকেলে নিজের নামটি দেখে আসলেই খুব ভালো লাগলো ।আমি যখন আচারটি তৈরি করেছিলাম তখন সুন্দর করে রেসিপির ছবিগুলো তুলে আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু ভাবিনি যে এটি ফিচার্ড আর্টিকেল হিসেবে এখানে নির্বাচিত হবে । রিচার্ড আর্টিকেলে নিজের নামটি দেখতে পারলে আসলেই খুব ভালো লাগে । আর আমার আচারটি খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল । অনেক অনেক ধন্যবাদ আমার পোষ্টটিকে ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন করার জন্য ।

 6 months ago 

বেশ চমৎকার একটি রেসিপি সিলেক্ট করা হয়েছে রেসিপিটি আমি দেখেছিলাম এবং কমান্ড করেছিলাম আমার অনেক ভালো লেগেছে।তৌহিদা আপুর রেসিপি পোস্টটি ইউনিক ছিল। আপুর পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে তৌহিদা আপুর নাম দেখে ভালো লাগলো। ওনার তৈরি করা এই কাঁচা মরিচের আচারের রেসিপি অনেক ইউনিক এবং ভিন্ন ধরনের ছিল। ওনার কাছ থেকে আমি নতুন একটা রেসিপি তৈরি শিখে নিতে পেরেছি, এবং নতুন একটা রেসিপি সম্পর্কে জানতে পেরেছি। আজকের এই ফিচারড আর্টিকেল হিসেবে ইউনিক এবং মজাদার আচার তৈরি করার পোস্ট টা বাছাই করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

ঠিক তাই বেশ ইউনিক আচার কাঁচা মরিচের আচার।এই আচারটি খেতে বেশ মজা। খিজুড়ির সাথে খেতে দারুন লাগে। আজকের ফিচার্ড আর্টিকেলে এই পোস্ট দেখে ভালো লাগলো। ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনীত করার জন্য ধন্যবাদ।

 6 months ago 

তৌহাদা আপুর পোস্টগুলো আমার কাছে প্রতিনিয়তই খুব ভালো লাগে। তৌহিদা আপু এরকম একটা আচার তৈরি করেছিল যে, আমি তো ওনার রেসিপি টা দেখে ভাবছিলাম এটা খেতে কি রকম হয়েছিল। ধন্যবাদ জানাই আপনাকে অনেক বেশি এই পোস্ট টাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 6 months ago 

তৌহিদা আপুর মরিচের আচার রেসিপিটি অনেক ইউনিক ছিল।ফিচার্ড আর্টিকেল টি পড়ে খুবই ভালো লাগলো।আপুর পোস্টটি সিলেক্ট করা হয়েছে।তিনি সবসময় আমাদের মাঝে সুন্দর ব্লগ উপহার দিয়ে থাকেন।ভালো লেগেছে পোস্টটি।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60970.82
ETH 2602.36
USDT 1.00
SBD 2.65