"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২৯০ [ তারিখ : ২৯-০৪ -২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @afrinkhanupoma


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

আসসালামু আলাইকুম। আমি আফরিন খান উপমা। আমি রাজশাহী বিভাগের বগুড়া জেলায় বসবাস করি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের মানবিক বিভাগের একজন ছাত্রী। আমার জাতীয়তা বাংলাদেশী। আমি একজন ব্লগার, উদ্যোক্তা। আমি গান গাইতে , নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ছাদ বাগান করতে খুব ভালোবাসি। আমি আনন্দময়ী এবং সকলকে নিয়ে হৈহুল্লর ও একসঙ্গে সকলকে নিয়ে মজা করতে পছন্দ করি। আমি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২৩ সালের নভেম্বর মাসে আমি স্টিমিটে যুক্ত হই।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1000025316.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


1000025317.jpg

Recipe || ডিমের পুডিং by @afrinkhanupoma (date 28.04.2024 )

আসসালামু আলাইকুম। এই গরমে আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমিও সৃষ্টিকর্তার অশেষ রহমতে বেশ ভালো ও সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমার রেসিপিটি হল ডিমের পুডিং। এই গরমে ঠান্ডা পুডিং খেতে বেশ ভালোই লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।...


আজ যখন কমিউনিটির পোস্টগুলো দুপুরবেলা দেখার চেষ্টা করছিলাম, তখন অথরের এই পোস্টটার দিকে কিছুটা নজর গিয়েছিল, মূলত পোস্টটার উপস্থাপনা বেশ ভালো লেগেছিল।

আমি যে একদম মিষ্টি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করি, তেমনটা না। তবে মাঝে মাঝেই টুকটাক মিষ্টি জাতীয় খাবার খেয়েই থাকি, এটা কিন্তু একদম সত্য কথা।

আমার পছন্দের মিষ্টি জাতীয় খাবারের ভিতরে পুডিং থেকেই যায় , তবে বাড়িতে বানানো পুডিংগুলো খেতেই বেশি ভালো লাগে , রেস্টুরেন্টে যদিও পুডিং কিনতে পাওয়া যায়, তবে সেদিকে খুব একটা আমার আগ্রহ নেই। তাছাড়া পুডিং এ পুষ্টিগুণাগুণ বেশ ভালই, সেদিক থেকে চিন্তা করলেও এই খাবারটা এই সময় কমবেশি খাওয়া যেতেই পারে।

সত্যি বলতে গেলে কি , এই তো মাত্র কদিন আগেই আপনাদের ভাবি বাসায় পুডিং বানিয়ে ছিল, আজকের অথরের পোস্টটা দেখে, সেই কথা কিছুটা হলেও যেন মনে পড়ছিল। থাক সেসব কথা, অথরের কাছ থেকে তো আর বাস্তবে খাওয়ার সৌভাগ্য নেই, তাই ভার্চুয়ালি মনে মনে অথরের পুডিংটা একটু টেস্ট করে দেখলাম। বাহ বেশ ভালই বানিয়েছে।

যাইহোক নিত্য নতুন রেসিপি বানানো এক ধরনের আর্ট , বলতে গেলে সৃজনশীল কর্মকাণ্ড। যেমন উপস্থাপনা ছিল, তেমন ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছে পুরো প্রক্রিয়াটি। বলতে গেলে দারুণ উপভোগ করেছি পোস্টটা, তাই সব মিলিয়ে এই পোস্টটাকে আজকের ফিচার্ড হিসেবে মনোনীত করলাম। অথরের জন্য শুভেচ্ছা রইল।


1000025299.jpg

ছবিটি উপমা আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 months ago 

মিষ্টি জাতীয় খাবার পছন্দ না করলে কি হবে মাঝে মাঝে তো মিষ্টি জাতীয় জিনিস খাওয়াই হয় ঠিকই বলেছেন ।আর পুডিং তো কম বেশি সবাই খেতে পছন্দ করে ।আজকের ফিচার্ড আর্টিকেল হিসেবে আফরিন আপুর এই পোস্টটি দেখে ভালো লাগলো । কারণ ওনার পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে । আপু পুডিংটি একেবারে পারফেক্ট বানিয়েছেন।

 2 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আফরিন খান উপমা আপুর পোস্টগুলো আমার কাছেও বেশ ভালো লাগে। পুডিং রেসিপি দারুন ছিল। আমার কাছেও বেশ ভালো লেগেছিল। আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 months ago 

ফিচার্ড আর্টিকেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত কমিউনিটির সেরা পোস্ট গুলো দেখার সুযোগ পাচ্ছি। আজকে @afrinkhanupoma আপু তার সুন্দর পোস্ট করার মাধ্যমে এবিবি ফিচার্ড আর্টিকেলের মধ্যে তার পোস্টি টি হাইলাইটস করা হয়েছে। আসলে তার তৈরি ডিমের পুডিং টি খুবই সুন্দর হয়েছে।আর @afrinkhanupoma আপু আমাদের কে প্রতিনিয়ত খুবই সুন্দর সুন্দর রেসিপি উপহার দিয়ে থাকেন।

 2 months ago 

পুডিং খেতে বেশ ভালো লাগে। পুডিং এমন একটি কাবার ছোট-বড় সকলেই অনেক বেশি পছন্দ করেন। তাছাড়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এত সুস্বাদুভাবে পুডিং তৈরি করেছে আপু দেখেই লোভ সামলানো যাচ্ছে না। তাছাড়াও উপমা আপুর সব পোস্ট আমার বেশ ভালো লাগে। উনার আজকের রেসিপিটি দেখে আমার অসাধারণ ভালো লেগেছে। দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে নিয়ে আসলেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে বিস্তারিত শেয়ার করলেন।

 2 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে উপমা আপুর নাম দেখে অনেক বেশি ভালো লেগেছে। ডিমের পুডিং আমি অনেকবার খেয়েছি। ডিমের পুডিং কিন্তু খুবই মজাদার হয়, আর খেতেও খুব ভালো লাগে। উপমা আপুর ডিমের পুডিং দেখে তো মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। ডিমের পুডিং আমি খুব পছন্দ করি। তিনি আমার পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে উপমা আপুর মজাদার রেসিপি পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 2 months ago 

ওয়াও ভাই আপনি ভার্চুয়ালিভাবে এই সুন্দর পুডিং টা টেস্ট করে দেখলেন যে, ভালই হয়েছে সত্যিটা দারুন ব্যাপার। আরফিন খান উপমা আপুর এই রেসিপি পোস্টটি আমার কাছে ও বেশ দারুন লেগেছে। এমন সুন্দর ডিমের পুডিং পাইলে পেট পুরে খাওয়া যেতো। এই পোস্টটি ফিচার আর্টিকেল করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

ডিমের পুডিং অনেকবার তৈরি করেছি, যার কারণে অনেকবার খাওয়া হয়েছে আমার। ডিমের পুডিং মাঝে মাঝে তৈরি করে থাকি, কারণ এটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে। আর আমার ফ্যামিলির সবাইও খুব পছন্দ করে। উপমা আপু অনেক মজাদার ভাবে ডিমের পুডিংটা তৈরি করে নিলো। দেখে তো মনে হচ্ছে অত্যন্ত সুস্বাদু ছিল ডিমের পুডিং। উনার ডিমের পুডিং এর রেসিপি পোস্ট পিকচার আর্টিকেল হিসেবে সিলেক্ট করা হয়েছে দেখেই তো খুব ভালো লাগলো।

 2 months ago 

পুডিং আমার খুব প্রিয় সেটা যে কোন ধরনের পুডিং হোক না কেন।তবে মনে করি এটি চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 months ago 

ফিচার্ড আর্টিকেলের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। ডিমের পুডিং কমবেশি সকলেই পছন্দ করে থাকে। আমারও অনেক প্রিয়।পুডিং রেসিপিটি অনেক লোভনীয় ছিল। ধন্যবাদ দারুণ একটি পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 60632.95
ETH 3382.33
USDT 1.00
SBD 2.51