"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #২২৮ [তারিখ : ২৪-০২-২০২৪]

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdwomen


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

উনার ভাষ্যমতে - আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিটে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-02-24-16-22-31-03.webp

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


image.png

আর্ট:- পুরাতন চশমার উপরে দুটি আলাদা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং by @bdwomen by.• 24 February 2024||

আমি তখনই চশমাটা হাতে নিয়ে চিন্তা করলাম আজকে চশমার উপরেই পেইন্টিং করার চেষ্টা করব। আমার তো যেমন কথা তেমন কাজ। ঠিক তখনই রং তুলি নিয়ে পেইন্টিং করতে বসে গেলাম। তারপর অনেক ভেবেচিন্তে দুটি সুন্দর পেইন্টিং করার চিন্তা করলাম। তারপর চেষ্টা করেছি পুরাতন চশমার উপরে নিজের মতো করে সুন্দরভাবে পেইন্টিং করার জন্য। আসলে চশমা ছোট হওয়ার কারণে পেন্টিং গুলো করতে কিন্তু বেশ অনেক সময় লেগেছে। আপনারা সবাই জানেন আমার কম বেশি পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তাছাড়া পেইন্টিং গুলো আপনাদের মাঝে শেয়ার করতে আরো ভালো লাগে। তাই আজকে চেষ্টা করেছি অন্যরকম ভাবে পুরাতন চশমার উপরে পেইন্টিং করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করি আমার এই ইউনিট কাজটা আপনাদের সবার বেশ পছন্দ হবে। …

image.png

ছবিটি নেওয়া হয়েছে - bdwomen আপুর পোস্ট থেকে

নতুন ও ইউনিক কিছু দেখতে কার না ভালো লাগে। এতদিন হাজার রকমের আর্ট দেখেছি তবে সেটি আর্ট পেপার কিংবা সাদা কাগজে। আর আজকে নতুন একটি একটি আর্ট দেখলাম যা চশমার মধ্যে করা হয়েছে। সত্যি আকলিমা আক্তার মুনিয়া আপুর দক্ষতা ও বুদ্ধির প্রশংসা করতে হয়।

চশমাটির মধ্যে খুবই সুন্দর ভাবে দুইটি দৃশ্য পেইন্টিং করেছেন যা দেখতে খুবই ভালো লাগছে। শেষের ছবি গুলোর দেখেও বেশ ভালো লাগলো যেখানে দেখা গেলো পেইন্টিং করা চশমাটি বাচ্চার চোখে লাগিয়ে কিছু ছবি তোলা হয়েছে। জানিনা সে চশমাটি পড়ার পর কি দেখছে, তবে আমার কাছে বিষয়টা বেশ ইউনিক ও ভালো লাগার মতো একটা পোস্ট মনে হয়েছে।

তাই আজকে আমি আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে আকলিমা আক্তার মুনিয়া আপুর করা (আর্ট:- পুরাতন চশমার উপরে দুটি আলাদা প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং ) পুষ্টিকে পছন্দ করে নিলাম ও নিজের মনের অনুভুতিটা প্রকাশ করার চেষ্টা করলাম।

আমি আশাকরি এভাবেই উনি উনার মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আরো নতুন কিছু আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করবেন, আর এভাবেই নিজের সৃজনশীলতার প্রকাশ করবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 5 months ago 

তিনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। আজকের চিত্রটি খুবই সুন্দর ছিল দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি। এত সুন্দর করে চশমার উপর প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছে যে কেউ দেখলে মুগ্ধ হবে। সেরা আর্টিকেল নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন।

 5 months ago 

আসলে আমার কাছে এরকম ভিন্ন রকম কিছুর উপরে পেইন্টিং করতে কিন্তু বেশ ভালো লাগে। তাছাড়া আমার মেয়েকে চশমাটা লাগানোর পরে শুধু অন্ধকার দেখছে। চশমা লাগানোর সাথে সাথে খুলে নেওয়ার জন্য চিৎকার করতেছিল। আমি তার হাত দুটি ধরে তাড়াতাড়ি দুটি ছবি তুলে নিলাম। তারপর আমি যখন চশমাটা লাগালাম তখন অন্ধকার ছাড়া আমিও কিছু দেখলাম না। আসলে চশমাটা কিন্তু বেশ অনেক সুন্দর হয়েছে। আমার নিজের কাছেও চোখে দেওয়ার পরে অনেক ভালো লাগলো। তাছাড়া আমার পোস্টটি সিলেক্ট করেছেন তাতে আমি আরো অনেক খুশি হয়েছি। ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। চশমার উপর পেইন্টিং করার আইডিয়াটা সত্যিই দারুণ ছিল। একেবারে ভিন্ন ধরনের একটি পোস্ট দেখতে পেলাম।

 5 months ago 

মুনিয়া আপু বেশ দারুন চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। আপুর চিত্র অংকন গুলো আমার অনেক ভালো লাগে। আপুর অংকনটি আমি বারবার দেখছিলাম এবং দেখে মুগ্ধ হয়ে অনেকক্ষণ তাকিয়ে ছিলাম। আসলেই প্রশংসার দাবি রাখে আপু। আপুর এই পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

এই পোস্ট যখন দেখেছি তখনই ভালো লেগেছে । চশমার উপর কখনো কাউকে আঁকতে দেখিনি । আপুর আর্ট ভালো হয় আজকের আর্টটি আরো বেশি ভালো লেগেছে । দারুন একটি পোস্টকে ফিচার্ড আর্টিকেল হিসেবে নির্বাচন করা হয়েছে দেখে খুবই ভালো লাগলো । একেবারে ইউনিক খুবই সুন্দর লেগেছে ।

 5 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে মুনিয়া আপুর নামটা দেখে অনেক ভালো লেগেছে। পুরনো চশমার উপরে তিনি অনেক সুন্দর করে দুইটি ভিন্ন প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছে। আর চশমাটা উনার মেয়েকে পড়ানোর পর তো আরো সুন্দর লাগছিল। উনার এই ইউনিক আইডিয়া দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছিলাম। আর এখন এই পোস্ট ফিচারড এ দেখে আরো ভালো লাগলো। এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58051.31
ETH 3136.86
USDT 1.00
SBD 2.44