"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল- রাউন্ড #২২৯ [২৫-০২-২৪]

Today's Featured post.png

Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @selinasathi1


অথরের নাম: সেলিনা সাথী @selinasathi1 । তিনি একজন প্রফেশনাল প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর । তিনি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছাড়া ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। তিনি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। তার লেখা মোট ১১ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করেন। তার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের জুন মাসে। তিনি কমিউনিটির অত্যন্ত সুপরিচিত একজন মেম্বার। যিনি শুরু থেকেই তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত দিনের পোস্টগুলি :


Screenshot 2024-02-25 200603.png

" আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল


sfsdfsfsdffs.jpeg

একুশে বইমেলায় হাফিজ উল্লাহ ভাইয়ের সাথে কিছুক্ষণ||~~✍️ [২৫-০২-২৪]

বন্ধুরা,আজ আমি আমার প্রিয় বাংলা ব্লগ পরিবারের অন্যতম এডমিন আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং অতি প্রিয় রসিক মানুষ। হাফিজুল্লাহ ভাইয়ের সাথে একুশে বইমেলায় কাটানো কিছুক্ষণ সময় আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। বন্ধুরা গতকাল ছিল ২৪ শে ফেব্রুয়ারি ২০২৪। সকাল বেলা প্রেসক্লাবে আমার একটি প্রোগ্রাম ছিল।সেই প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় তিনটা বেজে গিয়েছিল। হাফিজুল্লাহ ভাইয়ের সাথে আগে থেকেই কথা ছিল যে একুশে বইমেলায় আমার সাথে দেখা করে আমার হাতে হাতে অবারিত নীল বইটি গ্রহণ করবেন। নীলফামারী সাহিত্য ও সাংস্কৃতির একাডেমির এটি তৃতীয় প্রকাশনা।প্রথম প্রকাশনাটি ছিল কাব্যকলি। কাব্যকলি এবং অবারিত নীল দুটোতেই আমাদের শ্রদ্ধেয় হাফিজুল্লাহ ভাইয়ের লেখা কবিতা স্থান পেয়েছে। প্রকাশকের হাত থেকে লেখক কবি গ্রহণ করার মজার আলাদা একটি স্বাদ রয়েছে। যাইহোক গতকাল তিনটার পর ভাইয়া সিয়াম কে ফোন দিয়ে বলেছিলেন যে উনি মেলায় এসেছে।পরে আমি হাফিজুল্লাহ ভাইয়ের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ৭৩৬ নম্বর স্টল হ্যাভেন চিল্ড্রেন এর সামনে দেখা করি।এবং সেখানেই হাফিজুল্লাহ ভাইয়ের হাতে দুটি বই আমরা তুলে দেই আমি এবং শান্তিপদ দাদাসহ। একটি হচ্ছে সাথীর শত কবিতা এবং আরেকটি হচ্ছে অবারিত্ নীল। বইটি হাতে পাওয়ার পর হাফিজুল্লাহ ভাইয়ের মনে অন্যরকম একটি উচ্ছ্বাস কাজ করছিল যেটা আমি উপলব্ধি করেছি।...


sdfddfsdf.jpeg

sfsdfsfsdffs.jpeg


ছবিগুলো নেয়া হয়েছে @selinasathi1 এর পোস্ট থেকে


আজকের ফিচার্ড পোস্ট বাছাই করতে গিয়ে দারুন দারুন পোস্ট দেখতে পেয়েছিলাম। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই পোস্টটি দারুণ লেগেছিল। বর্তমানে ভাষার মাস চলছে এবং ভাষার মাসে প্রতিবছরেই বইমেলায়ের আয়োজন করা হয় এবং সেই বই মেলাতে ঘিরেই এই পোস্টটি করা হয়েছে। প্রতিবছরই তিনি একটি করে বই প্রকাশের চেষ্টা করেন। সেই ধারাবাহিকতায় এই বছরে তিনি দুইটি বই প্রকাশ করেছেন, এটি একটি সাথীর শত কবিতা এবং একটি অবারিত নীল। অবারিত নীল বইটি অনেকগুলো লেখকের লেখাগুলো নিয়ে তৈরি করা হয়েছে। এই বইয়ের মধ্যে আমার বাংলা ব্লগ কমিউনিটির ফাউন্ডার @rme দাদা ও এডমিন হাফিজুল্লাহ ভাইয়ের ও লেখা রয়েছে।

সেলিনা সাথী এই কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার এই নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি সব সময় এই কমিউনিটিতে কোয়ালিটি ফুল পোস্ট করে থাকেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন। এর মধ্যে ফটোগ্রাফি পোস্ট, ট্রাভেলিং পোস্ট এছাড়াও ডাই প্রজেক্ট অন্যতম। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন তিনি তাদের মধ্যে একজন।

গতকাল হাফেজ ভাই বইমেলায় গিয়েছিল কিছু বই সংগ্রহ করার জন্য এবং সেই সাথে অবারিত নীল এবং সাথীর শত কবিতা বইটিও তিনি সংগ্রহ করে নেন। পস্টের মধ্যে বইমেলা এবং বই সংক্রান্ত অনেকগুলো বিষয়টি নিয়ে ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটির সমস্ত নিয়ম কানুন মেনে এই পোস্টটি করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমার কাছেও এই পোস্টটি অনেক ভালো লেগেছে বিধায় এই পোস্টটি আজ ফিচার্ড আর্টিকেল পোস্ট হিসেবে মনোনীত করা হলো।



ধন্যবাদ

Sort:  
 5 months ago 

সাথী আপুর পোস্টটি দেখেছি আসলে একুশে বইমেলায় হাফিজ ভাইয়ের সাথে দেখা।এটা আসলে ভালো লাগার একটি বিষয়। যাই হোক আমার বাংলা ব্লগ এর আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @selinasathi1 আপুকে দেখে খুব ভালো লাগলো।

 5 months ago 

ভাইয়া আপনার মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি আপ্লুত করেছে। সেই সাথে উৎসাহ যুগিয়েছে অনেক বেশি।অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 5 months ago 

🙏▶🙏

 5 months ago 

অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় ভাইয়া।

 5 months ago 

ভাইয়া আপনার সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহ এবং অনুপ্রেরণা যোগায়।অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 5 months ago 

💐🙏💐,

 5 months ago 

দুই জন প্রিয় মানুষকে একসাথে দেখে ভালো লাগলো। আজকের ফিচার্ড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। সাথী আপুর জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 5 months ago 

দুজন প্রিয় মানুষকে একসাথে দেখে যেমন আপনার ভালো লাগছে। ঠিক তেমনি আপনার মন্তব্য অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছে আমাকে। ধন্যবাদ আপু।

 5 months ago 

সবচেয়ে অনেক বেশি ভালো লাগে যখন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এত ভালো ভালো মানুষের উপস্থিত লক্ষ্য করি। আমরা অনেক বেশি ভাগ্যবান অনেক গুণী মানুষের উপস্থিত এখানে রয়েছে। তাদের মধ্যেই সাথী আপূ অন্যতম। তাছাড়া এডমিন মডারেটর ভাই বোনেরা তো আছেন। সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় দাদারা। আজকের পোস্ট অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ জানাই এমন গুরুত্বপূর্ণ একটি পোস্ট ফিচারড আর্টিকেলে দেখতে পেয়ে।

 5 months ago 

আমার বাংলা ব্লগে যারা আছে আমরা সবাই একটি পরিবারের মত আর এখানে গুণীজন আছে বললেই
আমার বাংলা ব্লগ আরো বেশি সমৃদ্ধ আরো বেশি শক্তিশালী হচ্ছে।

 5 months ago 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে সাথী আপুর নাম দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। গতকালকে ওনার এই পোস্ট আমি দেখেছিলাম। আমাদের সবার প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের সাথে দেখা হয়েছিল ওনার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে সিলেক্ট করার জন্য।

 5 months ago 

আজকের ফিচার্ড আর্টিকেলে আমার পোস্টটি স্থান পেয়েছে দেখে অনেক বেশি ভালো লাগছে এ যেন দারুন এক অনুভূতি।অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতার জানাচ্ছি কর্তৃপক্ষকে।

 5 months ago 

সেলিনা সাথী আপুর এই পোস্টটি আমি দেখেছিলাম। একুশে বইমেলায় হাফিজ উল্লাহ ভাইয়ের সাথে উনার দেখা হওয়ার বিষয়টা সত্যি অনেক বেশি ভালো ছিল।বইয়ের মধ্যে দাদা এবং হাফিজ উল্লাহ ভাইয়ের লেখা রয়েছে এটা জেনেও ভালো লেগেছে। আর ওনার এই পোস্ট ফিচারড আর্টিকেল বাছাই করা হয়েছে দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। এই পোস্টটা বাছাই করার জন্য ধন্যবাদ।

 5 months ago 

বেশ দারুণ একটি পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে। আমি এই পোস্ট একটু আগে কমান্ড করেছি আর এই পোস্টটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত হয়েছে দেখে আমার বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে দারুণ একটি পোস্ট সিলেক্ট করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58132.39
ETH 3138.08
USDT 1.00
SBD 2.44