"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৩৬১ [ তারিখ : ১০-০৭-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tasonya


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম - তাসলিমা আক্তার সনিয়া। স্টিমিট আইডি: @tasonya। জাতীয়তা - বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা - গ্রেজুয়েশন কমপ্লিট করেছেন। উনি ছবি আঁকতে ভালোবাসেন। বিশেষ করে যে কোনো ধরনের পেইন্টিং করতে পছন্দ করেন । যখনই অবসর সময় পান ছবি আঁকতে বসে পড়েন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করা উনার পছন্দের বিষয়। এছাড়াও বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করেন, রান্না করতেও ভালোবাসেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে। বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

111.png

2222.png

333.png

444.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


545545.jpeg

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫৯ || "ক্লে" দিয়ে বর্ষাকালীন পাহাড়ি এলাকার প্রাকৃতিক দৃশ্য তৈরি। @tasonya (09.07.2024 )

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। তবে আজকে আমি আমাদের এই সপ্তাহের প্রতিযোগিতার পোস্ট নিয়ে আসলাম। আসলে আমার বাংলা ব্লগের সকল প্রতিযোগিতায় হচ্ছে নতুন ধরনের অভিজ্ঞতা। আর এবারেও নতুন অভিজ্ঞতার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় স্বাগতা আপুকে। যদিও ক্লে দিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জিনিসপত্রগুলো তৈরি করছিলাম।তবে একেবারে পুরো দৃশ্য তৈরি করা হয়নি। যেহেতু ক্লে দিয়ে তৈরি করার একটা অভিজ্ঞতা রয়েছে, তাই জন্য এই প্রতিযোগিতা টা দেখে ভীষণ ভালো লাগলো। এমনিতে বৃষ্টির দিন চলছে। বৃষ্টির দিনের মুহূর্ত এবং প্রাকৃতিক দৃশ্য গুলো অনেক বেশি ভালো লাগে। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে বৃষ্টির দিনের রংধনু। তাই জন্য আমি ভাবলাম আমি এমন একটা দৃশ্য তৈরি করবো, যেখানে রংধনু দিবো। আসলে বৃষ্টির দিনে বিভিন্ন ধরনের দৃশ্য কিন্তু দেখা যায়। তবে আমি অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম পাহাড়ি এলাকার দৃশ্য তৈরি করবো। ..


আসলে গত কিছু দিন ধরে আমরা সবাই শোকাহত। আমাদের দাদার বাবা চলে যাওয়ার কারণে অনেক বেশি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। কিন্তু আসলে কিছুই করার নেই এটা আমাদেরকে মেনে নিতেই হবে। আর আমাদের কাজগুলো স্বাভাবিকভাবেই করে যেতে হবে। তাই জন্য আমি আজকের ফিচার্ড পোস্ট সিলেক্ট করার জন্য পোস্টগুলো দেখছিলাম। আমাদের কমিউনিটিতে চলমান একটি কনটেস্ট চলছে। তাই জন্য সবাই দেখছি কন্টেস্ট সম্পর্কিত পোস্টগুলো শেয়ার করছে। আসলে ক্লে দিয়ে সবাই বেশ সুন্দর সুন্দর পোস্টগুলো শেয়ার করছে। এমনিতে সবার পোস্টগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে আজকের ফিচার্ড হিসাবে আমি এই পোস্টটাকে বেছে নিলাম। কারণ এই পোস্টের দৃশ্যটা আমার কাছে বেশি ভালো লেগেছে। বৃষ্টি নিয়ে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন অথর। তাছাড়া এই দৃশ্যের উপস্থাপনা সবকিছুই ভালো লেগেছে।

তাসলিমা আক্তার সনিয়া এই কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার এই নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি সব সময় এই কমিউনিটিতে কোয়ালিটিফুল পোস্ট করে থাকেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন। এর মধ্যে ফটোগ্রাফি পোস্ট, ট্রাভেলিং, আর্ট পোস্ট এছাড়াও ডাই প্রজেক্ট অন্যতম। এছাড়াও তিনি মাঝে মাঝে বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন তিনি তাদের মধ্যে একজন। সব মিলিয়ে আজকের এই পোস্টটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এজন্য আজকের ফিচার্ড হিসাবে আমি এই পোস্টটা সিলেক্ট করেছি।


asdasdad.jpeg

545545.jpeg

ছবি গুলো তাসলিমা আক্তার সনিয়া আপুর ব্লগ থেকে নেওয়া

সব মিলিয়ে উনার পোস্টের লেখার ধরণ, বানান সবকিছুই খুব ভালো ছিলো। আশা করছি উনি ভবিষ্যতেও আমাদের সাথে এভাবেই যুক্ত থাকবেন এবং আমার বাংলা ব্লগ কে দারুণ সব পোস্ট উপহার দেবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 last month 

প্রত্যেকটা প্রতিযোগিতা আসলেই আমার ভীষণ ভালো লাগে জয়েন করতে। আমি চেষ্টা করি নিজের সর্বোচ্চ টুকু দিয়ে ভালো কিছু তৈরি করার। এবারেও তেমনটা করেছিলাম, অনেক সময় নিয়ে তৈরি করেছি। তবে আপনাদের এতটা ভালো লেগেছে দেখে খুবই খুশি হলাম। চেষ্টা করব সব সময় নিজের সুন্দর কাজগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার। আমার পোস্টটা সিলেক্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last month 

আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে tasonya র নাম দেখে অনেক বেশি ভালো লেগেছে। এই প্রতিযোগিতা উপলক্ষ্যে সবাই অনেক সুন্দর সুন্দর ডাই তৈরি করতেছে। আর ঠিক তেমনি ভাবে সোনিয়া ও তৈরি হয়েছে। তার তৈরি করা এই সুন্দর ডাই দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়েছি। অনেক সময় দিয়ে তৈরি করেছে এটা তো দেখে বুঝতেছি। অসংখ্য ধন্যবাদ এই পোস্টটাকে ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 last month 

এত সুন্দর একটা মন্তব্য করে আমাকে আরো বেশি উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last month 

ফিচার্ড আর্টিকেলে সোনিয়া আপুর পোস্টটি দেখে অনেক ভালো লাগলো।প্রতিযোগিতা উপলক্ষে বর্ষাকালীন পাহাড়ি এলাকার প্রাকৃতিক দৃশ্য বেশ দারুন ভাবে উপস্থাপন করেছেন।সত্যিই দৃশ্যটা অসাধারণ ছিল যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 last month 

আপনাদের যেন পছন্দ হয় ওরকম ভাবেই সুন্দর একটা দৃশ্য তৈরি করেছি। সত্যি আমি অনেক আনন্দিত।

 last month 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো। এই পোস্ট আমিও দেখেছিলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। বর্ষাকালের অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। সোনিয়া আপুর প্রত্যেকটা পোস্ট অনেক ভালো লাগে আমার।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64198.11
ETH 2759.09
USDT 1.00
SBD 2.66