"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৬৩ [তারিখ : ০৫-০৯-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @monira999


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ মনিরা মুন্নী।। জাতীয়তাঃ বাংলাদেশী। মনিরা আপু ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছেন । শখঃ গল্প লিখা । মাঝে মাঝে পেইন্টিং করেন । অবসর সময়ে বাগান করা এবং পাখি পালন করা মনিরা আপুর শখের কাজ। মনিরা আপু আমাদের কমিউনিটির একজন ভেরিফাইড ইউজার। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০২১ সালের জুলাই মাসে স্টিমিটে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Untitled.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


প্রতিযোগিতা-৪৩||আমার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা। by @monira999(date 05.09.2023 )

কথায় আছে সময় নাকি মানুষকে বদলে দেয়। সময়ের সাথে সাথে আমরা মানুষ চিনতে শিখি। আর নিজেকে পরিপূর্ণরূপে গঠন করার পথে এগিয়ে যেতে শিখি। আমাদের প্রত্যেকের জীবনে আঘাত খুবই প্রয়োজনীয়। মাঝে মাঝে মনে হয় আঘাত থেকেই আমরা ঘুরে দাঁড়াতে শিখি। মাঝে মাঝে মনে হয় প্রত্যেকটি মানুষের জীবনে এমন কিছু আঘাত আছে যেগুলো মানুষকে সফলতার পথ দেখায়। হয়তো সেই আঘাতের মাধ্যমে আমরা নিজেকে নিজের মতো করে চিনতে শিখি। সেই সাথে নিজের অস্তিত্ব খুঁজে পেতে শিখি। হয়তো একটা সময় নিজের অস্তিত্ব হারাতে বসেছিলাম। হয়তো নিজেকে নিয়ে ভাববার মতো কিছুই ছিল না। পারিপার্শ্বিক অবস্থা এবং জীবনের বাস্তবতা সবকিছু যেন জীবনটাকে এলোমেলো করে দিয়েছিল। জীবনের শুরুটা যখন অনেক কষ্টের হয় তখন সেই কষ্ট থেকে ঘুরে দাঁড়ানো সত্যিই অনেক কঠিন হয়ে দাঁড়ায়। জীবনযুদ্ধে নেমে যেন হাঁপিয়ে উঠেছিলাম। বারবার খুঁজে বেড়াতাম কোন একটি ইনকামের পথ। কিন্তু বারবার ব্যর্থ হতাম। অনেক চড়াই উতরাই পেরিয়ে নিজের গ্রাজুয়েশন শেষ করি। …


মনিরা আপু এবারের কন্টেস্ট নিয়ে একটি পোস্ট করেছেন, আমাদের এবারে কন্টেস্টের বিষয় ছিলঃ প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা। আসলে প্রত্যেকের জীবনের বাস্তবতা ভিন্ন ধরণের , কারো অনলাইন ইনকাম এর উদ্দেশ্য কোন মতে হাত খরচ চালানো আবার , কারো অনলাইন ইনকাম এর উদ্দেশ্য জীবনের গুরুত্বপূর্ণ খরচ বহন করা। মনিরা আপু এই বিষয় টি পোস্টে উল্লেখ করেছেন।

তিনি ওই পোস্টে , কিভাবে স্টিমিট এ জয়েন হলেন । প্রথম কখন ভোট পেলেন এবং এই স্টিমিট এর ইঙ্কাম তার জীবনে কতটা প্রয়োজন ছিল। এই সব উল্লেখ করেন। তার পোস্টের কোয়ালিটি বিবেচনাই এই পোস্ট টিকেই আজকের ফিচারড আর্টিকেল হিসাবে নির্বাচিত অরা হল।


ছবিটি মনিরা আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 11 months ago 

ফিচারড আর্টিকেলে আমার পোস্ট নির্বাচিত করা হয়েছে দেখে সত্যিই অনেক খুশি হয়েছি। আসলে আমাদের বাস্তব জীবনের অনেক কিছুই হয়তো কারো সাথে শেয়ার করা হয় না। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যেমন ভালো লেগেছে তেমনি নিজের সম্পর্কে অনেক তথ্য তুলে ধরতে ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পোস্ট ফিচারড আর্টিকেলে নির্বাচিত করার জন্য।

 11 months ago 

মনিরা আপুর পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপু সবসময়ই খুব ভালো লিখেন। আপুর পোস্ট গুলো সবসময়ই দারুণ লাগে। এই পোস্টেও চমৎকার লিখেছে। নিঃসন্দেহে বলা যায় আপু আমাদের কমিউনিটির একজন টপ ব্লগার। সত্যি বলতে এতো চমৎকার একটি পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করা হয়েছে, যা দেখে খুবই ভালো লাগলো।

 11 months ago 

ফিচার্ড আর্টিকেলে মনিরা আপুর পোস্টটি যুক্ত করা হয়েছে দেখে খুবই ভালো লাগলো।আপুর পোস্টটি থেকে তার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা জানতে পারলাম।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 11 months ago (edited)

আজকের ফিচার্ড আর্টিকেলে মনিরা আপুর পোস্ট দেখে খুবই ভালো লাগলো। কেননা মনিরা আপুর প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতাটা একদমই আলাদা ছিল। আমি মনিরা আপুর এই পোস্ট পড়েছি। তার লেখাগুলো সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মত। অনেক অনেক ধন্যবাদ, মনিরা আপুর এই পোষ্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করে নেয়ার জন্য।

 11 months ago 

মনির আপুর পোস্টটা যদিও আমার পড়া হয়নি, তবে ওনার পোস্টগুলো আমার সব সময় খুব ভালো লাগে। আপুর এই পোস্টটাকে ফিচারড় আর্টিকেল পোস্ট হিসেবে বাছাই করা হয়েছে দেখে অনেক ভালো লাগলো। আপু সব সময় সুন্দরভাবে সব কাজগুলো করার চেষ্টা করে। অনেক ভালো লেগেছে।

 11 months ago 

ফিচারড আর্টিকেলে মনিরা আপুর পোস্টটি নির্বাচিত করেছে দেখে অনেক ভালো লাগলো। আমার কাছে আপুর প্রত্যেকটি পোস্ট এমনিতেই ভীষণ ভালো লাগে। কারণ আপুর সব সময় গুছিয়ে সুন্দর পোস্টগুলো আমাদের মাঝে শেয়ার করে। খুবই ভালো লাগলো আপুকে ফিচারড আর্টিকেলে নিয়ে এসেছে দেখে। আশা করব আপুর কাছ থেকে আরো ভালো ভালো কিছু পোস্ট উপহার পাবো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59824.84
ETH 2666.86
USDT 1.00
SBD 2.48