"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৮৭ [তারিখ : ০১-১০-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shimulakter


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ শিমুল আক্তার । আমি একজন বাংলাদেশী। বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী। আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Untitled1.png

Untitled12.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


pic.jpg

রেসিপি পোস্ট -- 😋 " চিংড়ি মাছ ও নারিকেল দিয়ে কচু ভাজা রেসিপি। by @shimulakter (date 01.10.2023 )

যেকোনো সবজি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজার হয়।তবে যাদের এলার্জি তারা চিংড়ি মাছ খেতে পারেন না।তবে কচু কিন্তু খুব উপকারী সবজি।এর অনেক গুনের কথাই শোনা যায়। তাই আমি আজ চিংড়ি মাছ দিয়ে কচু রান্নার মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি।আশাকরি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।তবে চলুন রেসিপি শেয়ার করার আগে এই রেসিপিটি করতে আমার কি কি উপকরন লেগেছে তা এক এক করে দেখে নেই--…


রেসিপি এবং ভিন্ন স্বাদের কিছু সর্বদা আমাকে দারুণভাবে আকৃষ্ট করে, কারন স্বাদের কিছুর সাথে হৃদয়ের একটা দারুণ সখ্যতা আছে আমার। আমি বরাবরের মতো স্বাদের কিছুর প্রতি দুর্বল। তাই অন্যদের স্বাদের পোষ্টগুলো যেমন চেক কর ঠিক তেমনি নিজেও স্বাদের এবং ভিন্ন ধরনের কিছু তৈরী করার চেষ্টা করি। আসলে ভিন্ন বা ব্যতিক্রম যাই কিছু বলেন না কেন? আমার কাছে স্বাদের বিষয়টি বেশী গুরুত্বপূর্ণ।

একই জিনিষ, আপনি রান্না করেছেন এবং সেটা আমিও রান্না করেছি কিন্তু দুটোর স্বাদ দুই রকম হয়েছে কারন রান্নার কৌশল। এখানেই সকলের সাথে সকলের পার্থক্য তৈরী হয়ে যায়। তাই আমি যে রান্নাটা পারি সেটাও অন্যদের রান্নার ক্ষেত্রে চেক করার চেষ্টা করি যদি ভিন্নতা কিছু পাওয়া যায়, তাহলে সেভাবে চেক করার সুযোগ পাওয়া যাবে। আজকের চিংড়ি মাছ ও নারিকেল দিয়ে কচু ভাজা রেসিপিটি চেক করে দেখুন, নিঃসন্দেহে ভিন্ন কিছুর সাথে স্বাদের কিছুও খুঁজে পাবেন, আর সেটা না পেলে আমাকে দাওয়াত দিতে পারেন আপনার বাড়িতে আমি দেখিয়ে দিবো হি হি হি।


Pic2.jpg

shimulakter এর পোস্ট খেকে নেয়া

ধন্যবাদ সবাইকে

Banner New.png

Sort:  
 11 months ago 

ফিচারড আর্টিকেলে আমার নামটি দেখে ভীষণ ভালো লাগলো।আমার আজকের এই মজার রেসিপিটি ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 11 months ago 

বাহ্! শিমুল আক্তার আপু বেশ লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছে। এই রেসিপিটা অনেকদিন আগে খেয়েছিলাম। যদিও নারিকেল আমার তেমন একটা পছন্দ না। তবে এমন রেসিপিতে নারিকেলের পেস্ট ব্যবহার করলে খেতে আরো বেশি সুস্বাদু লাগে। চিংড়ি এবং কচুর কম্বিনেশনটা পারফেক্ট বলে আমি মনে করি। যাইহোক এতো মজাদার একটি রেসিপি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 11 months ago 

শিমুল আক্তার আপুর পোস্টগুলো আমি বেশিরভাগ সময় দেখে থাকি। উনি সব সময় অনেক সুন্দর করে প্রত্যেকটা পোস্ট করে থাকেন। আজকের এই ফিচারড আর্টিকেল পোস্টে আপুর নামটা দেখে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর তিনি কিন্তু অনেক বেশি লোভনীয় একটা রেসিপি তৈরি করেছেন। ধন্যবাদ আপুর পোস্টটা সিলেক্ট করার জন্য।

 11 months ago 

আজকে শিমুল আপুর পোস্টটি অসাধারণ ছিল। রেসিপিটি অনেক ভালো লেগেছে আমার।
ফিচার্ড আর্টিকেল হিসেবে এই রেসিপির পোস্টটি বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।
শিমুল আপু আমার বাংলা ব্লক কমিউনিটির একজন ভাল ইউজার অনেক ভালো লিখেন আপু। আপুর জন্য অনেক শুভকামনা।

 11 months ago 

আজকের ফিচারড আর্টিকেল প্রিয় শিমুল আক্তার আপু চিংড়ি মাছ ও নারিকেল দিয়ে কচু ভাজা রেসিপি টি মনোনীত করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। আসলে সত্যি চিংড়ি মাছ ও নারিকেল দিয়ে কচু ভাজা রেসিপি তৈরি প্রক্রিয়া চমৎকার হয়েছে। সত্যি বেশ দুর্দান্ত হয়েছে বিশেষ করে নারিকেল দেওয়াতে খেতে নিশ্চয়ই অনেক মজাদার এবং সুস্বাদু হবে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 11 months ago 

খুব নতুন ও চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59999.40
ETH 2646.89
USDT 1.00
SBD 2.44