"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৭১ [তারিখ : ১৫-০৯-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @tuhin002


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ আবুল বাশার খাইরুল আলম তুহিন।। জাতীয়তাঃ বাংলাদেশী । বিবাহিতা এবং বর্তমানে মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রামে বসবাস করছেন। বর্তমানে উনার একটা পুত্র সন্তান আছে। তুহিন ভাই গ্রাজুয়েশন শেষ করেছেন রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে । শখঃ ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করেন । স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - (২৭ - ০৬ - ২০২২) তারিখে স্টিমিটে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Untitled.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


পণ্যের ঊর্ধ্বগতির সাথে ঋণের সম্পর্ক। by @tuhin002 (date 14.09.2023 )

আমাদের এই দেশ বাংলাদেশ। দেশের আয়তনের চেয়ে জনসংখ্যা অধিক বেশি। আর আমাদের দেশের অধিকাংশ মানুষই হচ্ছে দারিদ্র নীচে বসবাস করছে। মানুষের অভাব অনটনের মধ্য দিয়ে জীবনযাত্রা পার করছে। দরিদ্র পরিবার থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে পড়েছে। পণ্যদ্রব্য যে দাম তাতে মানুষের আয়ের থেকেও বেশি। কোন মানুষের মাঝে যদি ২০ হাজার টাকা আয় করে তবে তার মাসে খরচ হয়ে যাচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। মানুষের সব সময় ঘাটতে দেখাচ্ছে। আয়ে কিছু টাকা সঞ্চয় করবে এমন তারা কখনোই করতে পারছে না। একদিকে যেমন সঞ্চয় করতে পারছে না অন্যদিকে তেমন ঋণের বোঝা মাথায় চেপে বসছে। আর এর ফলে মানুষ দিশেহারা হয়ে পড়ছে। মানুষের খাবারের দ্রব্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম দিন দিন বেড়েই চলেছে। আর এটাই হল মানুষের ঋণের বোঝার মূল কারণ। আমাদের দেশে তেমন কর্মসংস্থান নেই। দেশের অধিকাংশ মানুষ দিন আনে দিন খায়। আর এর মধ্যে তো আমি আবারও বলছি রয়েছে ঋণ। …


তুহিন ভাই আমাদের সাথে, পণ্যের ঊর্ধ্বগতির সাথে ঋণের সম্পর্ক। এই শিরোনামে একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে তার পোস্ট টি বর্তমানে বাংলাদেশের পেক্ষাপটে একেবারেই বাস্তব, কারন প্রতিনিয়ত বাংলাদেশে যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্রাদির দাম বাড়ছে তাতে করে সাধারণ মানুষ বেশ বিপদে আছে, বিশেষ করে মধ্যবিত্তরা ।

তুহিন ভাই তার পোস্টে দেখিয়েছেন কীভাবে সাধারন মানুষ তাদের জিবনযাত্রার ব্যয় নির্ভাহ করতে গিয়ে ঋণের বোঝাই আটকে যাচ্ছেন, তাদের বেচে থাকার শেষ সম্বল নিজের ভিটে মাটি বিক্রি করতে হচ্ছে।

সত্যিই আমাদের এসব বিষয় গুলো ভাবাচ্ছে , তুহিন ভাই তার পোস্টে লিখা এবং যুক্তি গুলো আমার যর্থাথাই মনে হয়েছে, সব দিকে বিবেচনাই নিয়ে এই পোস্ট টিকেই আজকের ফিচারড আর্টিকেল হিসাবে নির্বাচিত করা হল।


ছবিটি তুহিন ভাইয়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 11 months ago 

আসলেই জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, এতে করে সাধারণ মানুষদের টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা নিজের বাড়িঘর রেখে দূর দূরান্তে গিয়ে বাসা ভাড়া নিয়ে থাকছেন, তাদের দুঃখের সীমা নেই। কারণ বাসা ভাড়া দেওয়ার পর, তাদের কাছে পুরো মাস চলার মতো টাকা থাকে না। আমাদের এলাকায় এমন অনেক মানুষকে দেখছি প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। যাইহোক পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

অভিনন্দন @tuhin002 🎉🥳
আপনার পোস্টটি সেরা পোস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো। আপনার এই পোস্টটি বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে চমৎকার লিখেছেন যা একদমই বাস্তব সম্মত।

 11 months ago 

সত্যি বলতে ভাই আজকে আমি ভীষণ খুশি। আজকে এটা হওয়ার পেছনে আপনার যথেষ্ট অবদান রয়েছে। আর আমি এই পোস্ট লিখেছিলাম বাস্তবতার তীক্ষ্ণ অভিজ্ঞতা থেকে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার চমৎকার মন্তব্য করার জন্য।

 11 months ago 

আমি সবসময়ই আপনার এগিয়ে যাওয়ার সাথে আছি। এখানে অবদানের কিছু নেই আমি মানুষকে এগিয়ে নিয়ে যেতে চাই যাদের ভেতরে মানবিকতা রয়েছে। তাই মানবিক মানুষদের জন্য আমার হাতটা অনেক দূর প্রশস্ত।
দোয়া রইলো।

 11 months ago 

বর্তমানে যে ভাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তাতে করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ গুলো বেঁচে থাকা খুবই কষ্টকর হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ এখন দিশেহারা। যারা সীমিত বেতনের চাকরি করে তারা ঘর ভাড়া, প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় চিকিৎসা খরচ বহন করতে তাদের জীবন খুবই দুর্বিষহ হয়ে পড়েছে। আয়ের সাথে ব্যয় মিলাতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। আজকে ফিচার্ড আর্টিকেল পোস্টটি নিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

 11 months ago 

অভিনন্দন তুহিন ভাই প্রথমবারের মতো হলেও এই তালিকায় আপনার পোস্ট অন্তর্ভুক্ত হলো এটা দেখে খুবই ভালো লাগলো। এই তালিকায় নিজের পোস্ট অন্তর্ভুক্ত হওয়াটা যেন অনেক কঠিন একটা কাজ বলে আমার কাছে মনে হচ্ছে।

 11 months ago 

তুহিন ভাইয়ের পোষ্টটি ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আমার বাংলা ব্লক কমিউনিটির একজন ভালো ইউজার অনেক ভালো লিখেন। বর্তমান সময়ের প্রত্যেকটি জিনিসের যে পরিমাণ দাম বেড়েছে আসলেই সাধারণ জনগণের টিকে থাকা অনেক কঠিন হয়ে গিয়েছে। বাস্তবতার সাথে মিল রেখে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 11 months ago 

অভিনন্দন জানাই তুহিন মামা কারণ প্রথমবার আপনার পোস্ট ফিউচার আর্টিকেল হিসেবে মনোনীত পেয়েছে এই কারণে। আসলে বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দাম অনেক বেড়েই চলেছে। বিশেষ করে মধ্য পরিবারের মানুষের কাছে সব থেকে কষ্টকর হয়ে পড়েছে জীবন যাপন করা। ধন্যবাদ মামা পোস্টটি এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছিলেন তার কারণেই ফিউচার আর্টিকেল হিসেবে মনোনীত হয়েছে। ধন্যবাদ জানাই আরিফ ভাইকে এত সুন্দর ভাবে অনেকগুলো পোষ্টের মধ্য থেকে বাছাই করে এই পোস্টে আমাদের মাঝে ফিউচার আর্টিকেল হিসেবে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59871.00
ETH 2671.84
USDT 1.00
SBD 2.47