"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৪২ [তারিখ : ১৪-০৮-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @emon42


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ ইমন।। জাতীয়তাঃ বাংলাদেশী। তিনি এখনো একজন ছাত্র । প্রিয় খেলাঃ ফুটবল। ইমন ভাই আমাদের কমিউনিটির একেবারে শুরুর দিক কার ইউজার। স্টিমিট ব্লগিং ক্যারিয়ার - ২০২০ সালের আগস্ট মাসের ৫ তারিখে স্টিমিটে জয়েন করেছেন।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

today.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করছে অন্য কেউ। by @emon42 (date 13.08.2023 )

আমাদের নিয়ন্ত্রণ করছে অন্য কেউ!! কথাটা শোনার পরে আপনার আমার মনে দুইটা প্রশ্ন উঠতে পারে। প্রথম কে আমাদের নিয়ন্ত্রণ করছে আর সত্যিই কী আমরা অন্য কারো নিয়ন্ত্রণে আছি। আবার অনেকের মনে আসবে হ‍্যা আমরা হয়তো সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণে আমি এটা বুঝিয়েছি। হ‍্যা প্রাথমিক অবস্থায় আমরা সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণে এই কথা ঠিক। তবে আমি এখানে সেটা বলিনি। দৈনন্দিন জীবনে কিছু মানুষ খুবই দক্ষতার সাথে আমাদের চিন্তা চেতনা ধ‍্যান ধারণা নিয়ন্ত্রণ করছে। এটা হয়তো এখন আপনাদের বোধগম্য হবে না তবে একটু বিস্তারিতভাবে বললে বুঝবেন। আমরা আধুনিক যুগে বসবাস করছি। আমাদের প্রতিটা পদক্ষেপে রয়েছে আধুনিকতার ছোয়া। খুবই দ্রুত কোনো ঘটনা বা কোনো নিউজ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে আর সেজন্যই হয়তো এই সমস্যা টা বেশি সৃষ্টি হচ্ছে। …


ইমন ভাই তার পোস্টে আমাদের সমাজের একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন। আসলেই বর্তমানে আমাদের কে সমাজিক যোগাযোগ মাধ্যম গুলোই নিয়ন্ত্রন করছে, কেননা আমরা এগুলোর উপর অতি মত্রাই আশক্ত হয়ে পড়েছি , ওখানে যা নিউজ হয় তাই আমরা বিশ্বাস করছি কোন ভাল মন্ধ বিচার বিবেচনা না করেই। তাই বলা যাই ইমন ভায়ের কথাটি আসলেই যোক্তিক
"আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করছে অন্য কেউ" ।

সব দিক থেকে বিবেছনাই নিয়ে এই পোস্ট টিকেই আজকের ফিচারড আর্টিকেল হিসাবে বিবেচনাই নিলাম আমি।


ছবিটি ইমন ভায়ের ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 last year 

ইমন ভাইয়ের কথাটি একেবারে যুক্তিসঙ্গত। আসলেই আমাদেরকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। এতো এতো সাংবাদিক এতো এতো নিউজ করে, আমরা সেগুলোর ভালো মন্দ বিচার না করে অনেক সময় বিশ্বাস করে ফেলি। ইমন ভাইয়ের পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

বেশ ভালো একজন ইউজার ইমন ভাই। তার প্রতিটি পোস্টটি আমার বেশ ভালো লাগে। উনার প্রতিটি কথায় যুক্তি আছে। আমরা সত্যিকারের অর্থে অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি। ধন্যবাদ দাদা ইমন ভাই এর পোস্ট ফিচারড আর্টিকেলে অন্তর্ভুক্ত করার জন্য।

 last year 

বর্তমানে আমরা আসলেই নিয়ন্ত্রিত।ইমন ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত।আমাদের সকল কিছু আমরা অন্যের নিয়ন্ত্রনের জন্য তুলে দিচ্ছি জেনে না জেনে।ইমন ভাইয়ের পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে মনোনিত হওয়ায় ইমন ভাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42