"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৩২১ [ তারিখ : ৩০-০৫-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @shapladatta


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নামঃ হৈমন্তী দত্ত । স্টিমিট আইডি- @shapladatta । জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে। কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না। পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Pic image-1.png
Pic image-2.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Photo-2.jpg

অতি চালাকের গলায় দড়ি || by @shapladatta (30/05/2024 )

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করছি ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করবো উপজেলার ভোট নিয়ে চালাকি করে নিজের ভোট নিজেই নষ্ট করার গল্প। আশা করছি আপনাদের ভালো লাগবে। ................... আগামীকাল ছিলো ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।বেশ অনেক দিন থেকেই খুব জমজমাট ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন সব প্রার্থীরা ও তাদের সামর্থীত লোকজনেরা। বাড়ি বাড়ি আসেনি বল্লেই চলে প্রচারণা চালিয়েছেন মাইকিং এর মাধ্যমে। আমার তেমন এই ভোট নিয়ে মাথা ব্যাথা নেই বল্লেই চলে।শুধু আমার নয় গ্রামের কারো প্রতি ভোট নিয়ে উৎসাহ উদ্দীপনা নেই বল্লেই চলে। মুখে মুখে ভোটের কোন গল্প নেই যা ইউনিয়ন নির্বাচনে ব্যাপকহারে লক্ষ করা যায়।


আজকে একটা মজার পোষ্ট সিলেক্ট করেছি ফিচার্ড পোষ্ট হিসেবে, সত্যি বলতে অতীতের বেশ কিছু স্মৃতি মনে পড়ে গিয়েছে আজকের ফিচার্ড হওয়া পোষ্টটি পড়ে। প্রথম বার যখন ভোটার হিসেবে আমি ভোট দিতে গিয়েছিলাম, তখন আমিও এমন কিছু সুবিধার মায়ায় পড়ে গিয়েছিলাম, ভেতরে ভেততে যেমন পুলকিত হচ্ছিলাম ঠিক তেমনি ভোট দেয়ার সুযোগ পেয়ে দারুণ একটা উত্তেজনা অনুভব করতেছিলাম। আমাদের সকলের জীবনে প্রথমবারের মতো নতুন কিছু করার ক্ষেত্রে দারুণ একটা অনুভূতি কার্যকর থাকে, অন্য রকম একটা উত্তেজনায় বেশ অস্থিরতা অনুভব করি তখন।

বাস্তব জীবনে এমন অনেক স্মৃতি বা মজার ঘটনা আমাদের জীবনে রয়েছে যা মাঝে মাঝে মনে করে যেমন হাসি ঠিক তেমনি আবার মাঝে মাঝে লজ্জাবোধও করি। বিশেষ করে নির্বাচনের বিষয়ে একটু মজা হয়ে থাকে আমাদের সমাজে। কারন আমাদের সমাজের সংস্কৃতিটা বহুলাংশে পাল্টে গেছে, সহজ কথায় বলতে পারেন অতীত ঐতিহ্যগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, অতিরিক্ত লোভী মানসিকতা কিংবা সুবিধাভোগ করার আশায়। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশী পরিবর্তন এসেছে নির্বাচনের ক্ষেত্রে, যেখানে আগে একটা উৎসব মুখর পরিবেশ বিড়াজ করতো সেখানে এখন অনেকটাই অনাগ্রহ পরিলক্ষিত হয়।


Photo-1.jpg

ছবিটি @shapladatta আপুর ব্লগ থেকে নেওয়া

যাইহোক, কিছু বিষয় সব সময়ই চিরন্তন সত্য হয়ে প্রকাশ পায়, যদিও মাঝে মাঝে আমরা সেগুলো বিশ্বাস করি আমার মাঝে মাঝে করি না। আজকে @shapladatta আপুর ভোট দেয়ার অনুভূতি এবং ঘটনাটি শুনে বেশ হাসি পেয়েছে, অতীতের একটা স্মৃতি দারুণভাবে আমারও মনে পড়ে গিয়েছে, পরবর্তীতে অন্য কোন পোষ্টের মাঝে সেটা শেয়ার করার চেষ্টা করবো। তবে সাবধান, হ্যা, আপনাদের বলছি অতি চালাকি করতে গিয়ে গলায় দড়ি পরিয়েন না কিন্তু আবার, হা হা হা। আশা করছি আজকের ফিচার্ড পোষ্টটি আপনাদের কাছেও ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 27 days ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। আসলে যারা অনেক সময় চালাকি করে তারাই বেশি বিপদে পড়ে। তবে এটা ঠিক আগের মত ভোটের সেই উৎসব এখন আর নেই। সেই আমেজ এখন আর খুঁজে পাওয়া যায় না।

 27 days ago 

আজকে শাপলা দত্ত আপুর পোস্ট সিলেক্ট করেছেন দেখে ভীষণ ভালো লাগলো ‌। বিশেষ করে ঘটনাটা শুনে একটু অবাক লাগলো। আমি মনে করি আজকের পোস্টগুলোর মধ্যে এটাই ফিচার্ড পোস্ট হিসেবে যোগ্য ছিল। শাপলা দত্ত আপুকে জানাই অনেক অনেক অভিনন্দন।

 27 days ago 

আমার পোস্ট টি ফিচার্ড আর্টিকেল হয়েছে দেখে আমি ভীষণ আনন্দিত।পোস্টটি করা সার্থক মনে হচ্ছে । আমার যতোবার মনে পড়ে নাক ফুল দিয়ে চালাকি করতে গিয়ে গলায় দড়ি পরেছে ততই হাসি পায় ভাইয়া।ধন্যবাদ আমার পোস্ট টি ফিচার্ড আর্টিকেল করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61358.50
ETH 3378.70
USDT 1.00
SBD 2.52