"আমার বাংলা ব্লগ" আজকের ফিচার্ড আর্টিকেল - রাউন্ড #৪৬ [তারিখ : ১৮-০৮-২০২৩]steemCreated with Sketch.

Todys_Featured_Articles_2.png
Banner Credit @alsarzilsiam


০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdwomen


##### অথরের নামঃ আকলিমা আক্তার মুনিয়া। জাতীয়তা- বাংলাদেশী । বৈবাহিক অবস্থান- বিবাহিত। তার শখ- রেসিপি তৈরি করা, আর্ট এবং রঙিন কাগজ এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করা। স্টিমেট ব্লগিং ক্যারিয়ার শুরু- ২০২১ সালের এপ্রিল মাসে। কমিউনিটির শুরু থেকে যে কয়জন মেম্বার এখন পর্যন্ত নিষ্ঠার সাথে লেগে রয়েছেন তিনি তাদের ভেতর অন্যতম। তিনি তার পরিশ্রম, মেধা এবং ঐকান্তিক প্রচেষ্টা দিয়ে আমার বাংলা ব্লগে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :


IMG_20230818_225918.jpg


2VZXybTSZJq1AreaDn1D7Jp7ZEvgLC9TvJctofX1ChMgSZmvWS65fQ2ZjQU9SChLf7at3ftPxxZKL6DSood5EWsoac2VCBLxqpbdwxG3H9sEQwwhD5tFhpb4r8pGBD9ygVwJdRtCKr3q2sWCGBpc3VJaRZG.jpeg

বাঁশির ম্যান্ডেলা আর্ট|| ১৮/০৮/২০২৩


সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সব সময় এভাবেই চেষ্টা করি আমি সুন্দর কিছু আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার সব সময় এরকম সুন্দর আর্ট গুলো করতে ভালো লাগে। তাই আজকে আমি এই বাঁশির সুন্দর ম্যান্ডেলা আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম। এই আর্ট গুলো করতে গেলে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। তা না হলে এই আর্ট গুলো অল্পের জন্য পুরো আর্ট নষ্ট হয়ে যেতে পারে। তাই সবসময় ধৈর্য ধরে নিজের আর্ট গুলো সুন্দর ভাবে করতে হয়। এমনিতেই আমার এই আর্টগুলো করতে অনেক ভালো লাগে। সব সময় এভাবে চেষ্টা করি সুন্দর আর্ট গুলো করার জন্য। এমনিতেই বিভিন্ন ধরনের আর্ট এর পাশাপাশি কিছু কিছু পেইন্টিং ও আপনাদের মাঝে শেয়ার করি। তাই আজকে বাঁশির এই সুন্দর ম্যান্ডেলা আর্ট করে আপনাদের মাঝে ভাগ করে নিলাম। আশা করি এই ম্যান্ডেলা আর্ট আপনাদের সবার অনেক পছন্দ হবে।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xadYLVgNvEtLUb6CRyth8aoFy5AZQXFrgw5zrfUXnuEXFj3Mtdni5i73673XLd1BFBvZpNe5sbP78Ag7w9sc7Dpb4B8fG.jpeg



ছবিটি নেয়া হয়েছে @bdwomen এর পোস্ট থেকে।


কমিউনিটির যে সকল মেম্বার নিজেদের সৃজনশীলতা এবং বুদ্ধিমত্তা ও পরিশ্রমের মিশেলে কমিউনিটিতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন @bdwomen আপু হচ্ছেন তাদের ভেতরে অন্যতম। যে কোন কনটেস্টে দারুন সব ইউনিক পোস্ট নিয়ে তিনি হাজির হয়ে যান। তাছাড়া ছবি আঁকাতে তার দক্ষতা রীতিমতো ঈর্ষণীয়। তিনি যে শুধু ছবি আঁকতেই ভালো তা নয়। যেকোনো ধরনের ডাইপ্রজেক্ট তৈরিতেও তিনি সিদ্ধ হস্ত। তাছাড়া তিনি বেশ ভালো কবিতাও লেখেন। এগুলি শুনে মনে করছেন তার গুণের ফিরিস্তি শেষ হয়েছে? জি না এখনো কিছুটা বাকি রয়েছে। তিনি এনএফটি আর্ট করতে দারুণ পছন্দ করেন এবং ট্রন ফ্যান ক্লাবে এখন পর্যন্ত তিনি বেশ কিছু ভালো এনএফটি আর্ট করেছেন। দারুন সৃজনশীলতা এবং দক্ষতার জন্য কমিউনিটির মেম্বারদের ভেতরে তার অবস্থান একেবারে উপরের সারিতে। তার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।


ধন্যবাদ

Sort:  
 last year 

আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdwomen কে দেখে খুব ভালো লাগলো।ভালো ব্লগারদের জন্য ভালো একটি উদ্যোগ ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

বাঁশির ম্যান্ডেলা আর্ট দারুন হয়েছে। আপু অনেক পরিশ্রমী একজন মানুষ। সেই শুরু থেকেই পরিশ্রম করে যাচ্ছে। আর দারুন দারুন সব আর্ট গুলো আমাদের মাঝে উপহার দিয়ে যাচ্ছে। এই পোস্টটি ফিচার্ড আর্টিকেলে নির্বাচিত হয়েছে দেখে অনেক ভালো লাগলো।

 last year 

বিডি ওমেন কমিউনিটির একজন ভালো মানের ইউজার। প্রতিনিয়ত তিনি বেশ ‍সুন্দর সুন্দর পোস্ট করার পাশাপাশি ভালো মানের আর্টও করে থাকে। তার ম্যান্ডেলা আর্ট গুলি বেশ ভালো হয়। তাই এমন একজন ইউজার কে কমিউনিটির আর্টিকেল অব ফিচারড করায় দাদাকে ধন্যবাদ।

 last year 

আপুর ম্যান্ডেলা টি অনেক সুন্দর হয়েছে এত চমৎকার ভাবে ম্যান্ডেলা তৈরি করেছে যা চোখে পড়ার মত।আর আপু প্রতিটি পোস্ট অনেক সুন্দর ভাবে করে এবং প্রতিটি পোস্ট অনেকে যত্ন সহকারে উপস্থাপন করেন। যেটা আমার কাছে অনেক ভালো লাগে।তাই আপু আজকের ফিচারড আর্টিকেল হওয়ায় আমি অনেক অনেক খুশি।

 last year 

অভিনন্দন বিডি ওমেন আপু, আপনি চমৎকার কাজের ফলস্বরূপ এই সম্মাননা পেলেন। আপনার অংকন বরাবরই আমার ভীষণ ভালো লাগে, আর আজকের আর্টটি জাষ্ট অসাধারণ লেগেছে আমার কাছে। এভাবেই এগিয়ে যান দোয়া রইল।

 last year 

প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ফিউচার আর্টিকেল হিসেবে অনেক সুন্দর একটি পোস্ট পছন্দ করে শেয়ার করা হয়েছে। আসলে বাঁশির ম্যান্ডেলা আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে এই সমস্ত ম্যান্ডেলা আর্ট তৈরি করতে হলে অনেক পরিশ্রম করতে হয়। এতগুলো রিচার্জের মধ্যে থেকে একটি পোস্ট খুঁজে বের করা সত্যি অনেক কষ্টের ব্যাপার। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট ফিউচার আর্টিকেল হিসেবে শেয়ার করার জন্য।

 last year 

আমার আর্টের এত প্রশংসা শুনে আজকে সত্যিই অনেক ভালো লাগলো। সব সময় চেষ্টা করি সুন্দর কাজগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। আজকে আমার পোস্ট পিকচার পোস্ট হিসেবে সিলেট করেছেন এই জন্য খুবই ধন্যবাদ জানাই। সব সময় চেষ্টা করবো আপনাদের মাঝে নিজের সুন্দর কাজগুলো শেয়ার করার।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59378.58
ETH 2646.25
USDT 1.00
SBD 2.46