শান্তিনিকেতন ভ্রমণ ( পর্ব ১৩ )
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
আজকে আপনাদের সাথে শান্তিনিকেতন ভ্রমণ এর আরো কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। এইগুলো আর্ট এর মাধ্যমে তুলে ধরা ঐতিহ্যবাহী ভাস্কর্য। এই ভাস্কর্যগুলো বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ে অনেক চল ছিল। তো আপনারা প্রথমে এখানে একটি আর্টের ভাস্কর্যে দেখতে পাবেন, CROSS BOW ( LINRENY ), ARROW ( CHOK ) এবং BARK THREAD ( TUKAPU ). এইগুলো আদিম কালের বিষয়বস্তুর সাথে মিল রেখে তৈরি করা। বিশেষ করে এই তীরধনুকের বিষয়টা। তীর ধনুক সেই সময়ে একমাত্র শিকারের অন্যতম মাধ্যম ছিল। তো এখানে এই CROSS BOW ( LINRENY ) একটি ঐতিহ্যবাহী ধনুক, যার গঠন এখানে একটি ক্রসের মতো দেখানো হয়েছে। আর এটিই যে শিকারের কাজে ব্যবহার হয় সেটা আগেই বললাম।
![]() |
---|
Photo by @winkles
এরপরে এই BARK THREAD ( TUKAPU ) হলো একধরণের গাছের ছাল থেকে তৈরি সুতা, যেটি একমাত্র এই ধনুকের তার বাঁধার কাজে ব্যবহার হতো। এছাড়া আরো একটা ARROW ( CHOK ) হলো ক্রসবো টাইপের, যেটির মাধ্যমে তীর ছোড়া হয়। এইগুলোর মাথায় আবার তীক্ষ্ণ ধার রয়েছে। এরপরের একটি আর্টে উপজাতিদের তৈরি ভাস্কর্য দেখতে পাবেন, যা কাঠের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। প্রথমে এই কাঠের তৈরি মানব জাতির মতো দেখতে ভাস্কর্যটি অনেকটা একটা যোদ্ধার রূপের মতো দেখতে লাগে, কারণ অস্ত্র সস্ত্র দেখে সেটাই অনুভূতি হয়। এর পাশে কিছু অস্ত্র বা ব্যবহার্য বস্তু দেখতে পাবেন, এইগুলোর মধ্যে কোনোটা নৌকা চালানোর বৈঠার কাজে ব্যবহৃত হয়ে থাকে আবার কোনোটা শিকারের জন্য বর্শা হিসেবে ব্যবহার হয়।
![]() |
---|
Photo by @winkles
আবার আরো একটা অস্ত্র আছে, যেটি নারিকেলের খোসা ছাড়ানোর জন্য ব্যবহার হয়। এরপরে আরো একটা মানব জাতির মতো দেখতে কাঠের তৈরি ভাস্কর্য দেখতে পাবেন, যেটাতে দেখানো হয়েছে যে, একজন ব্যক্তি কোনো কাঠ বা বাঁশের টুকরো উঁচু করে ধরে রেখেছে। বিষয়টা বেশ দারুন দেখতে, এইসব ভাস্কর্যের মধ্যে একটা আলাদা সৃজনশীলতা আর সৌন্দর্যতা লুকিয়ে রয়েছে। এরপরে আরো কিছু আর্টের বিষয় দেখতে পাবেন, যেখানে pati house এবং harp নামের ঐতিহ্যবাহী কিছু রয়েছে। এখানে এই pati house হলো একধরণের ঐতিহ্যবাহী উঁচু কাঠামো যুক্ত বাড়ি, যেটাতে নিচের পজিশনের দিক থেকে হাওয়া চলাচল করতে পারে, এছাড়া এটি এমনভাবে তৈরি করা যাতে বন্যার জল ঢুকতে না পারে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এরপর আরো একটা ভাস্কর্য harp হলো একধরণের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র। এটি মূলত একমাত্র সংগীত পরিবেশনের সময়ে ব্যবহার হতো। এরপরে আরো কিছু ছবি বা ভাস্কর্য দেখতে পাবেন, যেখানে একটি আদিবাসী ছেলেকে তৈরি করা হয়েছে। যেখানে তাকে সাধারণ একটি গ্রামবাসী হিসেবে পোশাকের মাধ্যমে কাঁধে লাঠি নিয়ে হেঁটে চলেছে, এমন পজিশনে বিষয়টা উপস্থাপন করা হয়েছে। বিষয়টা দেখতে বেশ দারুন অনুভূতিপ্রবণ ছিল। এছাড়া আপনারা কিছু প্রাচীন অস্ত্র আর কৃষিকাজে ব্যবহার করার উপকরণ দেখতে পাবেন। এখানে এইগুলো একটি কাঁচের বাক্সের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে।
![]() |
---|
Photo by @winkles
![]() |
---|
Photo by @winkles
এর মধ্যে একটি প্রাচীন ধনুক রয়েছে, বাঁশের লাঠি এবং শিকার করার জন্য একধরণের ফাঁদ রয়েছে। এরপরের একটি কাঁচের বাক্সে দেখতে পাবেন, কিছু হেলমেট এর মতো দেখতে। এইগুলো বিভিন্ন কাজে ব্যবহার হতো, সেটা যুদ্ধের ময়দানে হেলমেট হিসেবে আবার একধরণের টুপি আকৃতির, যা কৃষিকাজের সময়ে মাথায় দেওয়া হয়। এরপরে কিছু ঐতিহ্যবাহী আদিবাসীদের পোশাকের দৃশ্য দেখতে পাবেন। এইসব পোশাক অনেক আগের, যা সংগ্রহ করে রাখা হয়েছে প্রদর্শনীর জন্য।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যি বলতে প্রথম ছবির দিকে তাকাতেই ভেবেছিলাম আপনি এক নতুন ধরনের ছবি এঁকেছেন।কিন্তু টাইটেল পড়ে এবং পোষ্টের ভিতরে ঢুকে বুঝলাম যে এগুলো ফটোগ্রাফি।অসাধারণ সব শিল্পকর্মগুলি দেখে ভালো লাগলো, ধন্যবাদ দাদা।