সত্যের জয় নিশ্চিত

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সত্যের জয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


truth-166853_1280.jpg



লিংক

নিজেকে যদি সৎ পথে চালিত করতে পারি তাহলে আমরা জীবনে প্রকৃত সুখ পেতে পারবো। কিন্তু আমরা যদি সত্য কথা না বলে সব সময় মানুষের কাছে মিথ্যা কথা বলে বিভিন্ন ধরনের সাহায্য পেয়ে থাকি এবং সেই সাহায্য পেয়ে আমরা যদি মনে করি যে এতে করে আমরা সারা জীবন সুখে থাকতে পারবো তাহলে সেই কথাটি সম্পূর্ণ ভুল। কেননা একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনি যদি মিথ্যা কথা বলে কোন বিষয়ে জয়ী হন তাহলে সেই জয় কিন্তু বেশিদিন আর স্থায়ী থাকবে না। অর্থাৎ খারাপ পথে চলে এবং মিথ্যা কথা বলে জীবনে কখনো বেশি একটা উঁচুতে উত্তীর্ণ হওয়া যায় না। আর এজন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সত্যের জয় সবসময় নিশ্চিত। যদিও সৎ পথে চলে সত্য কথা বলা একটু কঠিন।


কেননা এই জগৎটা এখন অনেকটা বদলে গেছে। আর মানুষ অনেক বেশি স্বার্থপর হয়ে গেছে। আসলে মানুষ এখন মিথ্যা কথা বলে বিভিন্ন ধরনের কার্য সম্পন্ন করে। আর আমরা আমাদের ধর্মগ্রন্থে পড়েছি যে মিথ্যা কথা বলা মহাপাপ। আসলে পাপ পুণ্যের বিচার এই পৃথিবীতে হবে। তাই বলে যে সারা জীবন আমরা পাপ করে যাব এবং মনে করব যে কেউ আমাদের বিচার করার নেই তাহলে সেই ধরনের চিন্তাভাবনা সম্পূর্ণ ভুল। কেননা এই পৃথিবীতে সৃষ্টিকর্তা যেমন আমাদের সৃষ্টি করেছেন তেমনি পাপ পুণ্যের হিসাব তিনি সবসময় নিচ্ছেন। আসলে সত্যের জয় সবসময় নিশ্চিত এই কথাটি শুধুমাত্র আমরা মুখে মুখে বলি না। বিভিন্ন কাজের ক্ষেত্রেও আমরা প্রমাণ পেয়ে থাকি। কেননা যারা সৎ পথে চলে সত্য কথা বলতে পারে তারা কিন্তু এই পৃথিবীর মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পেয়ে থাকে।


আসলে মানুষ যদি মানুষকে ভালোবাসে এবং সবসময় সত্য কথা বলতে পারে তাহলে মানুষ মানুষকে বিশ্বাস করবে এবং সেই মানুষের জন্য তারা যে কোন কিছু করতে পারবে। কেননা যারা সবসময় মিথ্যা কথা বলে এবং মানুষকে মিথ্যা কথার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে সর্বস্ব কেড়ে নেয় সেসব মানুষগুলো কখনো মানুষের উপকার করতে পারে না এবং তারা সবসময় অন্যান্য মানুষের ক্ষতি চায়। আর এজন্য একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সত্য কথা বলে মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পেতে পারি তাহলে এর মত শান্তি আর কোথাও খুঁজে পাবো না। এজন্য সর্বপ্রথম প্রত্যেকটা মানুষকে সৎ হতে হবে এবং সত্য কথা বলার মত সৎ সাহস নিজেদের ভিতরে জাগ্রত করতে হবে।


কেননা অনেকেই রয়েছে যারা বিপদে পড়ে সবসময় মিথ্যার আশ্রয় নেয়। আসলে কেউ যদি বিপদে পড়ে এবং সামান্য মিথ্যা কথার জন্য যদি সে বিপদ থেকে উদ্ধার পায় তাহলে এই ক্ষেত্রে আমার মনে হয় সে তেমন কিছু একটা ভুল করেনি। কেননা মানুষকে বাঁচানোর ক্ষেত্রে দুই একটা মিথ্যা কথা কখনো মিথ্যা কথা হতে পারে না। তবুও আমরা সবসময় চেষ্টা করব যে জীবনে যা কিছুই হোক না কেন আমরা মিথ্যা কথা বলবো না। কেননা আপনার মিথ্যা কথা বলার জন্য অন্য কেউ জীবনে কষ্ট পেতে পারে। আর এই পৃথিবীতে যারা সব সময় সত্য কথা বলে সৎ পথে চলে জীবন উন্নতি লাভ করতে পেরেছে তাদের দেখে অন্যান্য মানুষের অনুপ্রাণিত হয়ে তারাও তাদের সেই চলা পথে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করে। আর এর ফলে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.24
JST 0.031
BTC 83664.44
ETH 1810.37
USDT 1.00
SBD 0.99