ফরাসি ঔপন্যাসিক রচিত কাল্পনিক গল্প বিউটি অ্যান্ড দ্য বিস্ট! Beauty and the beast- still attraction!

in Incredible India9 days ago
1000062012.jpg

শৈশবে অনেক কাল্পনিক চরিত্র আমাদের এখনও সমানভাবে আকর্ষিত করে।
সিন্ডারেলা, সুপারম্যান, টম এন্ড জেরি, সহ বিক্রম বেতাল, শক্তিমান, হি-ম্যান গুনে শেষ করা মুশকিল!

সেই সময় মোবাইল নয়, বইয়ের পাতা, খবরের কাগজ, ম্যাগাজিন, সাপ্তাহিক টেলিভিশন ছিল এই চরিত্রগুলি উপভোগের মাধ্যম।

২১শে জুন টেলিভিশন এর চ্যানেল ঘাঁটতে ঘাঁটতে একটি চ্যানেলে নজর আটকে গেলো!
এক্ মুহূর্তে পৌঁছে গেলাম শৈশবে যখন ছুটির দিনে এই কাল্পনিক গল্পের ধারাবাহিক খুব আগ্রহ সহকারে দেখতাম।

এই একই গল্প নিয়ে একাধিকবার ছায়াছবি হয়েছে, তবে ২০১৭ সালে তৈরি ছবিতে বিউটি চরিত্রে অভিনয় করেছেন হ্যারি পটার সিরিজের হারমায়নি ওরফে এমা ওয়াটসন!

1000062008.jpg

সত্যি বলতে হ্যারি পটারের সব সিরিজে মেয়েটির দক্ষ অভিনয় আমাকে বেশ মুগ্ধ করেছিল, আর তাই আরেকটি কাল্পনিক চরিত্রে তার অভিনয় লেখার লোভ সংবরণ করতে পারিনি!
আরও বিশেষ করে যখন কাল্পনিক গল্পটি শৈশবের কাছের!

*প্রতিটি কাল্পনিক গল্পের পিছনে কিছু না কিছু বার্তা থাকতো।
একদিকে যেমন ক্ষমতা সঙ্গে দায়িত্ব বয়ে নিয়ে আসে সেই বার্তা!

অপরদিকে, ভালোবাসা শব্দের মূল্যায়ন শারীরিক সৌন্দর্য দ্বারা বিচার্য নয়, এর সাথে পুরোটাই সম্পর্ক আত্মার!

তাই সিন্ডারেলা কে তার ভালোবাসা ফেলে আসা একটি জুতো দিয়ে খুঁজে বের করেছিল!
ভালবাসায় আন্তরিকতার সবচাইতে উৎকৃষ্ট এবং বাস্তবিকতার কাছাকাছি উদাহরণ, আমার মনে হয় টম এন্ড জেরি!
যেখানে বিবাদ আছে, একে অপরের পরিপূরক;
একজনকে ব্যতিরেকে অন্যজন অসম্পূর্ণ!

যদিও শৈশবে হাঁ করে মজা নেওয়া ছাড়া আর কিছুই বুঝতাম না, তবে এখন সেইসব কাল্পনিক গল্পের মধ্যে বার্তা গুলোকে বুঝতে পারি, আর বোঝার চেষ্টা করি লেখকের সৃষ্টির পিছনের ভাবনাকে!

1000062006.jpg

1000062005.jpg

1000062010.jpg

1000062011.jpg

তবে এর মাঝে যে বিষয়টি উল্লেখ না করলেই নয়, সেই হলো, ২০১৭ সালে তৈরি বিউটি অ্যান্ড দ্য বিস্ট ছায়াছবিটি মুল গল্পের থেকে কিছু পরিবর্তন করে তৈরি করা হয়েছে।

মূল বিষয়বস্তু একই অর্থাৎ ভালোবাসার চরিত্র বিউটি এবং বিস্ট!
যারা আসল গল্পটি জানেন তারা এই ছায়াছবি দেখলে বুঝতে পারবেন, কোথায় পরিবর্তন করা হয়েছে।

আমি সেই বিষয়টি লেখায় উল্লেখ করে, ছায়াছবি দেখার আগ্রহ মাটি করতে চাইছি না।
বর্তমান এ আই আর ডিজিটাল প্রযুক্তির ভরপুর ব্যবহার করা হয়েছে, যেটি শিশুদের জন্য বেশ উপভোগ্য।

তবে, তাদের তো মুল গল্পটি জানা প্রয়োজন, বিকৃত করলে প্রকৃত ফরাসি লেখক গ্যাব্রিয়েল-সুজান বারবোট ডি ভিলেনিউভ এর প্রতি অবিচার হবে!

নির্ভেজাল শৈশব আর পুরোনো সৃষ্টির নজির রেখে যাওয়া সমস্ত লেখকদের আমার কুর্নিশ জানাই, আজকের হ্যারি পটার তৈরির পিছনে রয়েছে সেই সমস্ত লেখকদের তৈরি চরিত্রগুলো, যেগুলো না থাকলে হয়তো আমাদের এই সাদা কালো বাস্তব দেখেই বড় হতে হতো!

আজকেও আবাল বৃদ্ধ বনিতা উপরিউক্ত চরিত্রের অনেক গল্প দেখতে পছন্দ করেন, তারা ক্ষণিকের জন্য রূঢ় বাস্তবতা ভুলে হারিয়ে যান কল্পনার জগতে!

ক্ষণিকের জন্য হলেও মন ভালো করার রসদ সরবরাহ করে এই কাল্পনিক চরিত্র গুলো, গল্প গুলো আর পাশাপশি অন্তর্নিহিত বার্তাগুলি!

1000010907.gif

1000010906.gif

Sort:  
 9 days ago 

আমার ছোট বেলায় ফেইরী টেল নাম একটা ধারাবাহিক দেখানো হতো সপ্তাহে একবার। ঘুরিয়ে ফিরিয়ে প্রায়ই একই গল্প দেখানো হতো। তখন চাতকের মতোই অপেক্ষায় থাকতাম সপ্তাহের ওই নির্দিষ্ট দিন কবে আসবে আর আমি দেখবো। যতটা মনে পরে বোধকরি সেখানেই প্রথমবার পরিচত হয়েছিলাম এই গল্পের সাথে। অবশ্য বইয়েও পড়েছি এসব গল্প। কিন্তু চোখে দেখাটাই সবচাইতে দাগ কেটেছিল মনের মাঝে।

বেশ কিছু বছর আগে বিউটি &দ্য বিস্ট নিয়ে যে ছায়াছবি বানানো হয়েছে সেটা জানি কিন্তু সেই সময় দেখি দেখি করেও দেখা হয় নাই। তবে আজকে আপনার লেখা পরে নতুন করে আবার আগ্রহ তৈরী হলো ছেলেবেলার সেই রূপকথার প্রতি।
নতুন করে আবারো এই আগ্রহ তৈরী করে দেবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।

CURATOR 8
Congratulations!

The TEAM FORESIGHT has supported your comment. We support quality posts, good comments anywhere, and any tags

1000061832.png

Curated by : @sduttaskitchen

 7 days ago 

@sduttaskitchen

Thank you so much for your encouraging support,ma'am.

Loading...

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.30
JST 0.037
BTC 117766.22
ETH 2977.49
SBD 0.86