পেঁপে ফুলের সৌন্দর্য
![]() |
---|
পেঁপের ফুল দেখেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না,, প্রতিটি মানুষ পেঁপে ফুলের সৌন্দর্য সম্পর্ক জানে।। হালকা সবুজের মাঝে সাদা হওয়ায় এটি দেখতে অনেক বেশি সুন্দর।। যখন প্রথম অবস্থায় ফুলটি ফোটে তখন দেখতে এত বেশি আকর্ষণ থাকে যে প্রতিটি মানুষকে অনেক বেশি আকর্ষণ করে তোলে।।
![]() |
---|
![]() |
---|
পেঁপে ফুলের সৌন্দর্য অন্যান্য ফুলের চাইতে কোন অংশ কম নয়। আমার তো অনেক বেশি সুন্দর লাগে যখন অনেকগুলো ফুল একসাথে ফোটে।। আস্তে আস্তে এই ফুল থেকে ফলের রূপান্তর হয় ।। বর্তমান সময়ে মানুষ পেঁপে কে ফলের চাইতে সবজি হিসেবে বেশি ব্যবহার করে বলে আমার মনে হয়।। বাজারে গেলেই পাকা পেঁপের চাইতে কাঁচা পেঁপে বেশি দেখতে পাওয়া যায় কারণ মানুষ এখন সবজি হিসেবে বেশি ব্যবহার করে।।
![]() |
---|
![]() |
---|
আমাদের বাসায় বেশকিছু পেঁপে গাছ রয়েছে বর্তমান সময়ে বেশ ফুল আসছে দেখতে অসম্ভব সুন্দর সুন্দর লাগে।। আর ফুল থেকেই আস্তে আস্তে ফলের রূপান্তর হচ্ছে।। যখন দূরে থেকে পেঁপে গাছের দিকে তাকাই অনেক বেশি সুন্দর লাগে।
![]() |
---|
![]() |
---|
যদিও আমাদের বেশ কিছু গাছে পেঁপে এসেছে যদিও আমরা পেঁপে খুব বেশি বিক্রি করি না।। যখন সবগুলো গাছে একবারে আসে তখন বিক্রি করা হয়, অনেক মানুষ আসে কেনার জন্য।। যদিও সবজি হিসেবে আমাদের বাসায় মাঝে মাঝে রান্না করে থাকে আমার খুব বেশি পছন্দ না, আবার অনেকের অনেক বেশি পছন্দ।।
আমরা বেশিরভাগ পেঁপে, গাছে পাকাই আর গাছ পাকা ফল খেতে অনেক বেশি সুস্বাদু লাগে।। অনেক সময় দেখা যায় গাছে পাকা পেঁপে পাখি এসে সেগুলো খাই।। এতে একটু বিরক্ত লাগে না কারণ পাখি খাচ্ছে এতে পাখিদের অনেক উপকার হচ্ছে।। আর আমার ভালই লাগে কারণ পাখি তো আর আমাদের মত খাবার সংগ্রহ করে না মানুষের ফল বা কীটপতঙ্গ খেয়ে তারা বেঁচে থাকে।
বর্তমান সময়ে কয়েকটি গাছে ফুল এসেছে আর কিছুদিনের মধ্যেই সবগুলো গাছে একবারে ফলন আসবে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে।। কারণ বর্তমান সময়ে প্রায় পেঁপে গাছে ছোট থেকেই পেঁপে আছে আর যখন একবারে ঝাঁকে ঝাঁকে ধরে তখন অনেক বেশি সুন্দর লাগে দেখতে।
আমাদের অঞ্চলে অনেক মানুষই পেঁপে রোপন করে থাকে।। বাসায় কোন ফাঁকা জায়গা থাকলে পেঁপে গাছ লাগিয়ে রাখে।। আর হ্যাঁ পেঁপে গাছে খুব বেশি চর্চা করতে হয় না।। আমরা তো একদমই পরিচর্যা করি না বললেই চলে।। এমনিতেই লাগিয়ে রাখি আর আস্তে আস্তে বড় হয়ে ফলন আসে,, কোন কিছুই তার পেছনে ব্যয় করি না তারপরও অসম্ভব পেঁপে ধরে থাকে।।।
সত্যিই সুন্দর ছবিতে আরো খুব কাছ থেকে দেখলাম, বেশ ভালো লাগছে দেখতে কাঁচা এবং পাকা দুই ধরনের পেঁপে আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং এটা বেশ সুস্বাদু খেতে,, আমি তো পাকা পেঁপে বেশ পছন্দ করি।
তাছাড়া এখন বাজারে যে দাম পেঁপের। পেঁপের থেকেও পেঁপের বীজ বেশি দাম বর্তমানে ২০০০ টাকা পেঁপের বীজ কেজি দরে বিক্রি করা হয়।একদম তাই এই পেঁপে গাছে খুব একটা যত্ন করতে হয় না এমনিতেই ফেলিয়ে রাখলে ফল পাওয়া যায়। ধন্যবাদ খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
একদমই তাই অন্যান্য ফুলের থেকে পেতে হলে সৌন্দর্য কোন অংশেই কম নয়। তবে কোনদিন খুব কাছ থেকে পেঁপে ফুল দেখা হয়নি। কিছুদিন ধরেই আমারও বাড়িতে পেঁপে ফুল ফুটেছে প্রত্যেকদিনই ভেবেছি হয়তো। ফুলটা ছবি তুলে রাখবো। কিন্তু কোনদিনও এভাবে মনে থাকে না। আপনার পোষ্টের মাধ্যমে পেঁপে ফুল খুব কাছ থেকে দেখার সুযোগ হল। এখনকার দিনে পেঁপে সকলে ফলের থেকে সবজি হিসেবে বাড়িতে ব্যবহার করে। আপনাদের কাছে পেঁপে হলে আপনারা বিক্রি করে দেন আসলে বাড়িতে কেউ না খেলে সেগুলো বিক্রি করে দেওয়াই ভালো। তবে আমাদের বাড়িতে আগে বেশ কয়েকটা পেঁপে গাছ হয়েছিল তাদের প্রচুর পেপে ধরতো। আমরা সাধারণত পাড়ার লোককে দিয়ে দিতাম। তবে এখনো যে ছোট গাছটি লাগানো হয়েছে সে গেছে পেঁপে ধরেনি। পেঁপে খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী। আপনার পোস্টের মাধ্যমে পেঁপে ফুলে সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো।