আমার কবিতা-প্রেমী হওয়ার গল্প।

প্রিয় Incredible India কমিউনিটির সদস্যগণ, কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে নিজের ব্যক্তিগত একটি বিষয় শেয়ার করার জন্য হাজির হয়েছি। যার মূল বিষয়বস্তু হচ্ছে, আমার কবিতাপ্রেমী হওয়ার গল্প।


Portrait_of_Rabindranath_Tagore_photographed_during_Bengali_Wikipedia_10th_Anniversary_Celebration_Jadavpur_University_Campus5887.jpg

Photo Source

আমি একটি অঁজপাড়া গাঁয়ে জন্ম নিয়েছিলাম। অবশ্য সময়ের পরিক্রমায় তা আজ বেশ এগিয়েছে। আমি আরও ২৫-৩০ বছর আগের কথা বলছি। গ্রামে দুইটি প্রাথমিক বিদ্যালয় ছিলো। একটি ছিলো সরকারি, তা ছিলো বেশ দূরে। আরেকটি ছিলো বেসরকারি স্কুল। কিন্তু সেটি আবার প্রাইভেট স্কুলও না। বর্তমানে স্কুলটি সরকারি হয়েছে। তখন আমাদের গ্রামের কয়েকজন শিক্ষক স্কুলটিতে পাঠদান করাতেন। তারা সরকারি ভাবে নিয়োগকৃত ছিলোনা। তাদের ভারী কোন ডিগ্রিও ছিলোনা। কিন্তু আমাদেরকে বাংলা অক্ষর, ইংরেজি অক্ষর, সংখ্যা, যোগ-বিয়োগ-গুণ-ভাগ শেখানোর জন্য তাদের যথেষ্ট ধৈর্য্য ছিলো।

বলা বাহুল্য, এমন পরিবেশ থেকে উঠে এসে কবিতাপ্রেমী হওয়া যায়না। আমাদের শিক্ষকরা আমাদেরকে গদ্য যেভাবে পড়াতেন, পদ্যও সেভাবেই পড়াতেন। আবৃত্তি বিষয়টার সাথে আমি পরিচিতি ছিলাম না। এভাবেই প্রাথমিক শিক্ষা শেষের পর হাইস্কুলে ভর্তি হওয়ার পর প্রথম আবৃত্তি শব্দটা শুনেছি। কিন্তু সেখানেও আবৃত্তি কেমন হয়, কবিতারও প্রতিটা লাইন যে আলাদা অর্থ বহন করে তা জানতাম না। কারন, আমাদেরকে কখনই শিক্ষকরা এভাবে ভেঙ্গে বিষয়টি ব্যাখ্যা করেনি।

যখন ক্লাস নাইনে উঠলাম, নতুন একটু স্কুলে ভর্তি হলাম। মফস্বলের স্কুল। গ্রামের তুলনায় বেশ উন্নত, আধুনিক। বছরের মাঝামাঝি সময় নতুন একজন শিক্ষক আসলো। তার কাছেই জীবনের সর্বপ্রথম কবিতা আবৃত্তি শুনলাম। এই প্রথম উপলব্ধি করলাম কবিতা কত সুন্দর একটি বিষয়! মুগ্ধ হয়ে শুনলাম। আমার মনে আছে, সেদিন তিনি কাজী নজরুল ইসলাম-এর উমর ফারুক কবিতাটি আবৃত্তি করছিলেন। তিনি যখন আমিরুল মুমিনিন লাইনটায় আবৃত্তিচ্ছলে টান দিলেন, চোখ দিয়ে পানি চলে আসলো। সেই থেকে কবিতাকে আলাদা ভাবে ভালোবাসা শুরু করলাম।


Statue_of_Kazi_Nazrul_Islam,_Asansol.jpg

Photo Source

অতঃপর কলেজে ভর্তি হলাম ঢাকায়। বাংলাদেশের অন্যতম শীর্ষ একটি প্রতিষ্ঠান। ফলাফলের দিক দিয়ে দেশের সেরা দশে নিয়মত স্থান পাচ্ছে। উচ্চতর শিক্ষা চালু না থাকলেও প্রচুর শিক্ষক ছিলো। তখন বাংলা বিভাগে শিক্ষক ছিলো ৪৫জন। আমাদের শিক্ষক যথেষ্ট সিনিয়র একজন শিক্ষক ছিলেন। তার কবিতা আবৃত্তিতে মুগ্ধ হয়ে একপ্রকার কবিতাপ্রেমী হয়ে গেলাম। পড়ার পাশাপাশি চর্চা করাও শুরু করলাম। প্রথম ক্লাসেই তিনি আমাদের শুনিয়েছিলেন বিশ্বকবি রবী ঠাকুর-এর সোনার তরী। কি চমৎকার আবৃত্তি। তখন জানলাম উপমা কি, কেন উপমা দেয়া হয়, একটি শব্দ তার সাধারণ অর্থ বহন না করেও আরও ভিন্ন এবং গভীর অর্থ বহন করতে পারে। একটি কবিতার লাইনই দুটি ভিন্ন অর্থ বহন করতে পারে।

বর্তমানে নিজে মাঝেমাঝে কবিতা লেখার চেষ্টা করি। অনেকেই প্রশংসা করে। অনেকে মন্তব্য করেনা। কিন্তু সর্বোপরি আমি কবিতা উপভোগ করি। তখন যদি কবিতা-প্রেমে না মজতাম হয়ত মিস করতাম অনেক কিছুই। কখনই জানা হতো না, কুসুককুমারী দাস কেন বলেছেন,

হাত পা সবারই আছে, মিছে কেন ভয়?
চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.29
JST 0.035
BTC 109181.70
ETH 2625.61
USDT 1.00
SBD 0.76